Samakal:
2025-02-11@07:33:47 GMT

শীতবস্ত্র পেল চরাঞ্চলের মানুষ

Published: 10th, February 2025 GMT

শীতবস্ত্র পেল চরাঞ্চলের মানুষ

‘তোমার কম্বল পায়া খুব ভালো হইল বাহে। এই শীতে তোমরাই প্রথম কম্বল দিলা হামার এট্টি। কম্বল ধরি কোনো মেম্বার-চেয়ারম্যান আসে নাই।’ কথাগুলো এভাবে বলছিলেন চর ইয়ুথনেটের বাসিন্দা শাহিনা বেগম। আরেক বাসিন্দা জহুরুল হক বলেন, ‘সমকাল গতবারও হামার এট্টি কম্বল দিছিল। এবারও হামার এট্টি প্রথম কম্বল দেইল। তোমাক অনেক ধন্যবাদ।’ ৬ ফেব্রুয়ারি সমকাল সুহৃদ সমাবেশ কুড়িগ্রামের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় পঞ্চম ধাপে কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের চর ইয়ুথনেটের ৯০টি পরিবারের মধ্যে শীতের উপহার হিসেবে কম্বল বিতরণ করেছে। এ সময় সুহৃদ সদস্য খাদিজাতুল পাখি, শোভা, রাসেল, মুজাহিদ ইসলাম, জুবায়ের, রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, ‘আমরা এই শীতে পুরো জেলায় ৩৬ হাজার ছিন্নমূল মানুষকে কম্বল দিয়ে সহযোগিতা করেছি। সেদিকে গতবারের মতো এ বছরও সমকালের সুহৃদ সদস্যরা এগিয়ে এসেছেন। অনেক ধন্যবাদ টিমকে।’ 
যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার বলেন, ‘দুই বছর ধরে সমকাল চরের মানুষকে নানাভাবে সহযোগিতা করছে। সাংবাদিকতার পাশাপাশি মানবিক এ কাজ সত্যিই প্রশংসনীয়।’ v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, কুড়িগ্রাম
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সমক ল

এছাড়াও পড়ুন:

বইমেলায় এম দিলদার উদ্দিনের ‘গল্পগুচ্ছ’ (১ম খণ্ড)

সাংবাদিক এম দিলদার উদ্দিনের ভালবাসার কাহিনী নিয়ে ‘গল্পগুচ্ছ’ (১ম খণ্ড) বইটি পাওয়া যাচ্ছে এবারের অমর একুশে বইমেলায়। বইয়ের সঙ্গে  লেখকের পক্ষ থেকে ক্রেতারা উপহার স্বরূপ পাচ্ছেন ৩টি ‘চারাপিতা’ মরিচের বীজ।

বইটিতে ভালবাসার তিনটি গল্প রয়েছে। গল্পগুলো হলো : নলচিরা ঘাটের সেই মেয়েটি, মাটির ঘর ও যাত্রা পথের সঙ্গী। বইটি প্রকাশ করেছে ‘সাহিত্যদেশ’ প্রকাশনী। বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে সাহিত্যদেশ-এর ৪৯৫ ও ৪৯৬ নম্বর স্টলে আগ্রহী পাঠকেরা বইটি কিনতে পারবেন।

‘গল্পগুচ্ছ’ বইটিতে লেখক তুলে ধরেছেন, প্রেম-ভালবাসা ছেলে-মেয়েদের জীবনটাকে আরো সুন্দর ও সহজ করে দিতে পারে, সুন্দর সম্পর্কের কোন তুলনা নেই। তেমনি আবার এ সম্পর্ক ঝামেলায় ফেলে জীবনটাকে ধ্বংসও করে দিতে পারে। তবুও একটা ছেলে আর মেয়ের মাঝে প্রেম হয়, ভালবাসা হয়। সব প্রেম-ভালবাসা খাঁটি হয় না। এরমাঝে থাকতে পারে ফাঁদ, থাকতে পারে সীমাহীন যন্ত্রনা। বিশেষ করে ফেসবুকে প্রেম শুরু হয় অতি আবেগ দিয়ে আর এর সমাপ্তি ঘটে ধর্ষণ, যন্ত্রণা আর প্রতারণার মধ্য দিয়ে। তাই কারো সাথে সম্পর্কে জড়ানোর আগে একে অপরের ভেতরের বিষয়গুলোর খোঁজ নেওয়া উচিৎ। হুট করে বা ক্ষণিকের দেখায় মুগ্ধ হয়ে কখনো প্রেমে জড়ানো উচিৎ নয়। সময় নিয়ে একে অপরকে বুঝতে হবে, এ্যাডজাস্ট হবে কিনা সেটাও মাথায় রাখতে হবে। জড়িয়ে গেলে আর পিছনে ফেরা যায় না। 

আরো পড়ুন:

তসলিমা নাসরীনের বই নিয়ে বইমেলায় হট্টগোল

বইমেলায় নতুন গল্পগ্রন্থ ‘উলটো বুড়িগঙ্গা’

বইটির মূল্য: ৪০০ টাকা। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ