সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ গাইবান্ধা জেলার আয়োজনে পত্রিকা বিপণনকারী (বিক্রেতা) ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধা স্টেশনসংলগ্ন পত্রিকা বিতান কার্যালয়ের সামনে পত্রিকা বিক্রেতা ও দুপুরে শহরের এন এইচ মডার্ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় ও দুস্থ শতাধিক ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
গাইবান্ধা সুহৃদ সমাবেশের সভাপতি মোক্তাদির রহমান রোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমকাল জেলা প্রতিনিধি ও  সুহৃদ সমাবেশ জেলা শাখার সমন্বয়কারী মাসুম লুমেন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, সাংগঠনিক সম্পাদক তানবীর আহম্মেদ, সাহিত্য সম্পাদক জসিম উদ্দিন সরকার, সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম সাকা, সহ-ক্রীড়া সম্পাদক রাহুল আহমেদ, সহ-পাঠচক্র সম্পাদক তালহা জুবাইর, নির্বাহী সদস্য নাছিদুর রহমান জীবন, নির্বাহী সদস্য মোছা.

লিসা খাতুন, নির্বাহী সদস্য  মোছা. দিশা মনি প্রমুখ। 
শীতবস্ত্র পাওয়ার পর পত্রিকা বিক্রেতা ও অসহায় দুস্থ শীতার্ত মানুষেরা সমকাল সুহৃদ সমাবেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতি বছর শীতের সময় শীতার্ত মানুষের পাশে থাকাসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে আসছে সুহৃদ সমাবেশ গাইবান্ধা জেলা শাখা। 
 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পুলিশ-আদালত ঠিকমতো কাজ করলে মবের প্রকোপ কমবে: আইন উপদেষ্টা

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পুলিশ আর আদালত যখন ঠিকমতো কাজ করবে তখন মবের প্রকোপ কমবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজারবাগে আইন ও বিচার নিয়ে এক কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জিং সময় পার করছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, বর্তমানে যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদের আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। বিচারকদের উদ্দেশে তিনি আহ্বান জানান, হুটহাট যাকে-তাকে যেন জামিন দেয়া না হয়। কেননা জামিনের পর ভয়াবহ অপরাধীরা বেরিয়ে আবারও অপরাধ করতে পারে।

কর্মশালায় উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টাও আইনজীবীদের উদ্দেশ্যে একই আহ্বান জানান। উপদেষ্টার অভিযোগ, পতিত সরকারের দোসররা পাচার করা অর্থ খরচ করে এখন দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তাই অপারেশন ডেভিল হান্ট চলবে। এ অভিযান সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এম জি

সম্পর্কিত নিবন্ধ