Samakal:
2025-02-11@07:25:14 GMT

কবিতা

Published: 10th, February 2025 GMT

কবিতা

ইচ্ছে ছিলো 
সাবেকুন নাহার মুক্তা 

ইচ্ছে ছিলো সমানুভবী কবি হবো,
প্রেম, প্রণয়, জরা, জীর্ণতা অবলীলায় লিখে যাবো
ঢেউ দোলা পানসি নায় সুজন মাঝি বৈঠা বায়,
আঁচলা উড়ে বায় নায়রী যায় কোন সে গায়।
প্রমত্ত প্রবাহিনী সঙ্গতিহীন নিষ্কম্প ঊর্মিমালা,
যৌবনের নেই তেজ নেই এঁকেবেঁকে চলা।
লিখতে পারিনি অভিমানী সরসীনির মর্ম ব্যথা,
মনের কুঠুরে রয়ে গেল না বলা কত কথা।

বিস্তীর্ণ অনিরুদ্ধ দৃষ্টিনন্দন উর্বর ভূমে ,
স্বগর্বে সুরভি ছড়ায় পাকা ফসলের ধুমে।     
মাটির মলিন রূপ ভূমিদস্যুর চাতুরির দমে,
হাস্য উজ্জ্বল সুরুৎ রাশভারি থমথমে।
হয়নি লেখা নিপীড়িত নির্যাতিত ভূতল ব্যথা,
অশ্রুভেজা নয়ন নীরে ভাসে তার কথা।

 

তুমি কে
সাজ্জাদুল হাসান

তুমি কে?
অমিতের লাবণ্য
দেবদাসের পার্বতী
অপুর দুর্গা
না জীবনানন্দের বনলতা?

কখনো তুমি রহস্যে ঘেরা,
যেন ভিঞ্চির মোনালিসা।
কখনো মনে হয়
তুমি এক প্রহেলিকা।
কখনো ভাবি
তুমি সেই মরীচিকা,
তোমার পেছনে আমার 
অবিরাম ছুটে চলা।

কখনো মনে হয়,
তুমি নও মানবী
যেন এক দেবী!
আফ্রোদিতি বা ভেনাস
কিংবা রামের সীতা। 
তোমাকে যায় না 
কোনো ফ্রেমে বাঁধা। 
তুমি কে! কে তুমি?

 

ফেব্রুয়ারি 
শাহনাজ শিউলী

ঐ যে দেখ রক্তপলাশ
করল বুকে আলিঙ্গন, 
বাবার বুকের ব্যথার ডালি
রাঙিয়ে দিল শিমুল বন।

ভাই হারানো শোকের কাঁদন
পিষল বোনের কলজে তল,
রক্ত বরফ মায়ের বুকে
মরম ব্যথায় গলছে জল।

মাতৃভাষা বাংলা আমার
আসলো আবার ঘর ফিরে,
কনকলতা  ফুটল বনে
বুকের ব্যথার চর ঘিরে।

লাল সবুজের মুক্তি নিশান 
উড়ছে দেখো নীল আকাশে, 
রক্তে কেনা মায়ের ভাষা 
সুবাস ছড়ায় হৃদয় শ্বাসে। 

নগ্ন পায়ে প্রভাত ফেরির
আসছে মিছিল সারি সারি, 
হৃদয় হরিৎ উপত্যকায় 
ঢেউ খেলছে ফেব্রুয়ারি।

 

ডায়েরি থেকে  
মজনু মিয়া 

অনেক কথা বুকের ভেতর 
রেখে দিয়েছি জমা,
বলতে যদি না পারি তা 
করে দিও গো ক্ষমা।
কত দিবস কেটে গেলো
তোমায় ভেবে ভেবে,
মনের ভেতর রেখেছি সব
স্বপ্ন বুকে চেঁপে।
অনেক কথাই লেখা আছে 
ডায়েরির পাতা জুড়ে,
যে দিন আমি থাকব না তা 
দেখবে নেড়েচেড়ে।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পুলিশ-আদালত ঠিকমতো কাজ করলে মবের প্রকোপ কমবে: আইন উপদেষ্টা

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পুলিশ আর আদালত যখন ঠিকমতো কাজ করবে তখন মবের প্রকোপ কমবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজারবাগে আইন ও বিচার নিয়ে এক কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জিং সময় পার করছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, বর্তমানে যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদের আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। বিচারকদের উদ্দেশে তিনি আহ্বান জানান, হুটহাট যাকে-তাকে যেন জামিন দেয়া না হয়। কেননা জামিনের পর ভয়াবহ অপরাধীরা বেরিয়ে আবারও অপরাধ করতে পারে।

কর্মশালায় উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টাও আইনজীবীদের উদ্দেশ্যে একই আহ্বান জানান। উপদেষ্টার অভিযোগ, পতিত সরকারের দোসররা পাচার করা অর্থ খরচ করে এখন দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তাই অপারেশন ডেভিল হান্ট চলবে। এ অভিযান সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এম জি

সম্পর্কিত নিবন্ধ