প্রায় দুই যুগের ক্যারিয়ার। তবে পরিচিতি আর স্বীকৃতি পেতে অনেকটা সময় লেগে গেল। নির্মাতারা যেমন তাঁকে খুঁজে পাননি, তেমনি ব্যক্তিগত নানা ঝঞ্ঝাটে অভিনয় থেকেই স্বেচ্ছাবিরতি নিয়েছিলেন কিরান কালকিন। ‘সাকসেশন’-এর পর ‘আ রিয়েল পেইন’ দিয়ে কক্ষপথে ফিরলেন এই মার্কিন অভিনেতা।
গত এক দশকের অন্যতম আলোচিত সিরিজ ‘সাকসেশন’। এইচবিওর এ সিরিজে রোমান রয় চরিত্রে অভিনয় করে এমি, গোল্ডেন গ্লোব, সেগ জেতেন কিরান।
সেই সিরিজের সাফল্যের রেশ কাটতে না কাটতেই ‘আ রিয়েল পেইন’ ছবিতে বেঞ্জি চরিত্রে হাজির হলেন ৪২ বছর বয়সী অভিনেতা। জেসি আইজেনবার্গ পরিচালিত সিনেমাটি গত বছর সানড্যান্সে প্রিমিয়ারের পর থেকেই আলোচনায় ছিল। ২০২৪ সালের নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তির পর ছবিটির প্রশংসায় যোগ দেন সাধারণ দর্শক। ৩০ লাখ ডলার বাজেটের সিনেমাটি প্রেক্ষাগৃহে ১ কোটি ৮০ লাখের বেশি ব্যবসা করে। গত মাসে এ সিনেমায় অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোবে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জেতেন কিরান, একই বিভাগে অস্কারেও মনোনয়ন পেয়েছেন।
‘আ রিয়েল পেইন’–এর দৃশ্য। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গণস্বাস্থ্য কেন্দ্রে চাকরি, সর্বোচ্চ বেতন ১ লাখ ৬৫ হাজার
গণস্বাস্থ্য কেন্দ্র জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটিতে কক্সবাজারে মেডিকেল কো-অর্ডিনেটর পদে একজন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: মেডিকেল কো-অর্ডিনেটরপদসংখ্যা: ১
যোগ্যতা: ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ডিগ্রি থাকতে হবে। বিএমডিসির বৈধ লাইসেন্স থাকতে হবে। পাবলিক হেলথে এমএসসি ডিগ্রি থাকলে ভালো। কোনো বেসরকারি সংস্থায় পাবলিক হেলথ সেক্টরে অন্তত সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। হিউম্যানিটারিয়ান কনটেক্সট বিশেষ করে রোহিঙ্গা রেসপন্সে অন্তত সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সমপদে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রিসার্চ ও পাবলিকেশনে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। টিম ম্যানেজমেন্ট ও নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, কোবো, গুগল মিট, জুম, টিমস ইত্যাদির কাজ জানতে হবে। হিউম্যানিটারিয়ান ক্রাইসিস রেসপন্সে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩০ থেকে ৫৫ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
বেতন: মাসিক বেতন ১,৫০,০০০-১,৬৫,০০০ টাকা।
সুযোগ-সুবিধা: বিমা, মুঠোফোন বিল, টি/এ, গোষ্ঠী জীবনবিমা, বার্ষিক ছুটি ও অসুস্থতাজনিত ছুটি, ভ্রমণ ভাতাসহ সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ আছে।
আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৫।