প্রতিবেশীর ঘরে লাগা আগুনের ধোঁয়ায় স্বামী-স্ত্রীর মৃত্যু
Published: 10th, February 2025 GMT
চট্টগ্রামে প্রতিবেশীর ঘরে লাগা আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ হারালেন মোহাম্মদ ইলিয়াস (৫২) ও পারভিন আক্তার (৪৫)। এ ঘটনায় মারাত্মক অসুস্থাবস্থায় তাদের ছেলে মো. শাহীন, মেয়ে সোহান আক্তার ও নিকাটাত্মীয় মো. ফয়সালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে নগরীর কোতোয়ালি থানার বলুয়ারদিঘীর পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনিতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস-চট্টগ্রামের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, সকাল পৌনে ৭টার দিকে আগুন লাগার খবর পান তারা। যেখানে আগুন লেগেছে সেটি বস্তির মতো ঘনবসতি ও ঘিঞ্জি এলাকা। ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত ৫ জনকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আগুনে এক কক্ষবিশিষ্ট পাঁচটি ঘর পুড়েছে। শর্টসার্কিট থেকে এ আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এলাকাবাসী জানান, নিহত ইলিয়াস পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি। ঘটনার সময় ইলিয়াস-পারভীন দম্পতির আরেক মেয়ে তাহসিন আক্তার বাসায় না থাকায় রক্ষা পেয়েছেন। গতকাল ভোরে আগুন লাগে মূলত হাজি জাফর সওদাগরের কলোনির মকসুদ মিয়ার মালিকানাধীন টিনশেড ঘরে। সেখানে পাঁচটি ঘর পুড়ে গেলেও সব বাসিন্দা অক্ষত আছেন। যাদের আহতাবস্থায় উদ্ধার করা হয় তারা মূলত ওই বাড়ির পাশের টিনশেড সেমিপাকা ভাড়া ঘরের বাসিন্দা। পাশের বাসায় লাগা আগুনের ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছিলেন।
ঘ
টনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আমরা তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছি। বাথরুমে না ঢুকে ঘর ছেড়ে বেরিয়ে গেলে শ্বাসরোধ হতো না। চমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বইমেলায় এম দিলদার উদ্দিনের ‘গল্পগুচ্ছ’ (১ম খণ্ড)
সাংবাদিক এম দিলদার উদ্দিনের ভালবাসার কাহিনী নিয়ে ‘গল্পগুচ্ছ’ (১ম খণ্ড) বইটি পাওয়া যাচ্ছে এবারের অমর একুশে বইমেলায়। বইয়ের সঙ্গে লেখকের পক্ষ থেকে ক্রেতারা উপহার স্বরূপ পাচ্ছেন ৩টি ‘চারাপিতা’ মরিচের বীজ।
বইটিতে ভালবাসার তিনটি গল্প রয়েছে। গল্পগুলো হলো : নলচিরা ঘাটের সেই মেয়েটি, মাটির ঘর ও যাত্রা পথের সঙ্গী। বইটি প্রকাশ করেছে ‘সাহিত্যদেশ’ প্রকাশনী। বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে সাহিত্যদেশ-এর ৪৯৫ ও ৪৯৬ নম্বর স্টলে আগ্রহী পাঠকেরা বইটি কিনতে পারবেন।
‘গল্পগুচ্ছ’ বইটিতে লেখক তুলে ধরেছেন, প্রেম-ভালবাসা ছেলে-মেয়েদের জীবনটাকে আরো সুন্দর ও সহজ করে দিতে পারে, সুন্দর সম্পর্কের কোন তুলনা নেই। তেমনি আবার এ সম্পর্ক ঝামেলায় ফেলে জীবনটাকে ধ্বংসও করে দিতে পারে। তবুও একটা ছেলে আর মেয়ের মাঝে প্রেম হয়, ভালবাসা হয়। সব প্রেম-ভালবাসা খাঁটি হয় না। এরমাঝে থাকতে পারে ফাঁদ, থাকতে পারে সীমাহীন যন্ত্রনা। বিশেষ করে ফেসবুকে প্রেম শুরু হয় অতি আবেগ দিয়ে আর এর সমাপ্তি ঘটে ধর্ষণ, যন্ত্রণা আর প্রতারণার মধ্য দিয়ে। তাই কারো সাথে সম্পর্কে জড়ানোর আগে একে অপরের ভেতরের বিষয়গুলোর খোঁজ নেওয়া উচিৎ। হুট করে বা ক্ষণিকের দেখায় মুগ্ধ হয়ে কখনো প্রেমে জড়ানো উচিৎ নয়। সময় নিয়ে একে অপরকে বুঝতে হবে, এ্যাডজাস্ট হবে কিনা সেটাও মাথায় রাখতে হবে। জড়িয়ে গেলে আর পিছনে ফেরা যায় না।
আরো পড়ুন:
তসলিমা নাসরীনের বই নিয়ে বইমেলায় হট্টগোল
বইমেলায় নতুন গল্পগ্রন্থ ‘উলটো বুড়িগঙ্গা’
বইটির মূল্য: ৪০০ টাকা।
ঢাকা/লিপি