সিরাজগঞ্জে এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাতিল কমিটি বহালের দাবিতে বিক্ষোভ
Published: 10th, February 2025 GMT
‘পদবঞ্চিত শিক্ষার্থীদের’ আন্দোলনের মুখে স্থগিত হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা কমিটি বহালের দাবিতে বিক্ষোভ হয়েছে। আজ সোমবার দিবাগত রাত ১০টার দিকে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান ও মুজিব সড়ক এলাকায় এই বিক্ষোভ করেন তাঁরা।
গত শনিবার রাতে আগামী ছয় মাসের জন্য ওই কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। অনুমোদিত ওই কমিটিতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্যসচিব, ইকবাল হোসেনকে মুখ্য সংগঠক ও টি এম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়। এরপর থেকে ওই কমিটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।
জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের একটি অংশ ‘প্রকৃত ত্যাগীদের’ কমিটিতে স্থান না দেওয়ার অভিযোগ তুলে ওই কমিটি বাতিলের দাবি তোলে। দাবি আদায়ে রোববার ও সোমবার বিকেলে ঢাকা–রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভও করেন তাঁরা। একপর্যায়ে সোমবার সন্ধ্যায় ঢাকা–রাজশাহী রেলপথও অবরোধ করেন আন্দোলনকারীরা।
আরও পড়ুনবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে সিরাজগঞ্জে আবারও মহাসড়ক অবরোধ৬ ঘণ্টা আগেএ অবস্থায় সোমবার রাত আটটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের সই করা এক জরুরি নোটিশের মাধ্যমে সদ্য ঘোষিত ২৮৪ সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়।
এ স্থগিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে কমিটির তালিকায় থাকা শিক্ষার্থীরা মুক্তির সোপান এলাকায় জড়ো হতে থাকেন। পরে কমিটি পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেন তাঁরা। অপর দিকে কমিটি বাতিলের দাবিতে রেল ও মহাসড়ক অবরোধ করা শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে উল্লাসে মেতে ওঠেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মাটির নিচের পানি ব্যবহারে কারখানাকে দিতে হবে কর: সৈয়দা রিজওয়ানা
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কারখানাগুলোয় ভূগর্ভস্থ পানি ব্যবহারে কর বসানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে সাসটেইনেবল এপারেল ফোরামের ষষ্ঠ সংস্করণে যোগ দিয়ে এ কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত মাটির নিচের পানি ব্যবহার করতে সরকারকে কোনো টাকা পয়সা দিতে হয় না। তবে, এ ব্যাপারে একটি নীতিমালা তৈরিতে কাজ করছে পানি সম্পদ মন্ত্রণালয়।
রিজওয়ানা হাসান বলেন, গার্মেন্টসগুলোয় টেকসই পরিবেশ নিশ্চিত করতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে। এপারেল ফোরামের এবারের সংস্করণে অংশ নিচ্ছেন নেদারল্যান্ডসের একটি প্রতিনিধি দল, যেখানে রয়েছে ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান।
দেশটির রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স বলেন, তৈরি পোশাকের বৈশ্বিক বাজারে শক্তিশালী অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ। বিনিয়োগ ও পরিবেশবান্ধব কারখানা স্থাপনের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্প টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
এম জি