অমর একুশে বইমেলায় ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বই বিক্রি ঘিরে হট্টগোলের পরিপ্রেক্ষিতে ‘তৌহিদী জনতা’র উদ্দেশ্যে শেষ অনুরোধ জানিয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এখন থেকে দলবদ্ধ বিশৃঙ্খলা বা ‘মব’ সৃষ্টি করা হলে তাদের  শক্ত হাতে দমন করা হবে।

সোমবার (১০ ফেব্রয়ারি) তসলিমা নাসরিনের বই বিক্রি করা নিয় তৌহিদী জনতার নামে একদল ব্যক্তি ‘সব্যসাচী প্রকাশনীর’ স্টলে গিয়ে হট্টগোল সৃষ্টি করে, স্টলের লোকজনের ওপর মারমুখী হয়ে ওঠে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে ‘তৌহিদী জনতা’ নামে যারা এই কাজ করেছেন, তাদের কড়া ভাষায় সকর্ত করে দিয়েছেন সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহফুজ আলম।

ঘটনাটি নিয়ে শোরগোল শুরু হলে মাহফুজ তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, “কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেওয়া হবে না।”

আরো পড়ুন:

তসলিমা নাসরীনের বই নিয়ে বইমেলায় হট্টগোল

বইমেলায় নতুন গল্পগ্রন্থ ‘উলটো বুড়িগঙ্গা’

‘তৌহিদী জনতার’ উদ্দেশে মাহফুজ বলেন, “অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল (শয়তান) হিসেবে ট্রিট (গণ্য) করা হবে।”

বইমেলার ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে উপদেষ্টা লিখেছেন, “আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না।”

“জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে।  লা তাযলিমুনা ওলা তুযলামুনা- যুলুম করবেন না, যুলুমের শিকার ও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ।”

এর আগেও মাজার ভাঙাসহ বিভিন্ন ঘটনায় ’মব’ বা বিশৃঙ্খল ঘটনার প্রতিবাদ করে এবং হুঁশিয়ারি করে পোস্ট দিয়েছেন মাহফুজ আলম। 

ঢাকা/হাসান/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বইম ল বইম ল য়

এছাড়াও পড়ুন:

সিরাজগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা।

অভিযুক্ত ধর্ষক স্কুলছাত্র মোহাম্মদ (১৫) রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের নারুয়া গ্রামের আব্দুল আলিমের ছেলে। 

শুক্রবার (১৪ মার্চ) রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

এরআগে, বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন।

শিশুটির পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, নাড়ুয়া গ্রামের আব্দুল আলীমের বাড়িতে শিশু যত্ন কেন্দ্র রয়েছে। গত রবিবার (৯ মার্চ) সকাল ১০ টার দিকে ওই বাড়িতে ছোট ভাই-বোনকে রেখে আসতে যায় নির্যাতিত শিশুটি। এ সময় মোহাম্মদ আলী শিশুটিকে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে মাথায় পানি ঢেলে সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দেয়। একই দিন বিকেলে শিশুটি আবারও অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজনকে ধর্ষণের বিষয়টি জানায়। 

ভুক্তভোগীর বাবা বাড়িতে না থাকায় পরের দিন সোমবার পরিবারের স্বজনেরা শিশুকে সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসক দেখিয়ে ওষুধপত্র নিয়ে বাড়িতে চলে আসেন। কিন্তু তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাওয়ায় বৃহস্পতিবার (১৩ মার্চ) শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত ডা. রায়হান খন্দকার জানান, বর্তমানে শিশুটি আশংকামুক্ত। ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।  রিপোর্ট হাতে পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে। 

ঢাকা/অদিত্য/টিপু 

সম্পর্কিত নিবন্ধ