রুয়েটের প্রাক্-নির্বাচনী ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫১ শতাংশ
Published: 10th, February 2025 GMT
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক্-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। রাতে রুয়েট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফল প্রকাশের আগে আজ সোমবার রাত ৮টায় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মো.
গত শনিবার রুয়েট ক্যাম্পাসে দিনব্যাপী তিন শিফটে অনুষ্ঠিত পরীক্ষায় ১৫ হাজার ৫২৪ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ২ জন। পাসের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে প্রথম শিফটে ২ হাজার ৬৯২ জন, দ্বিতীয় শিফটে ২ হাজার ৬৬৮ জন এবং তৃতীয় শিফটে ২ হাজার ৬৪২ জন নির্বাচিত হয়েছেন। উত্তীর্ণ পরীক্ষার্থীরা আগামী ২০ ফেব্রুয়ারি মূল ভর্তি (লিখিত) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
রুয়েট ২০১৯-২০ শিক্ষাবর্ষের পর গুচ্ছ থেকে বেরিয়ে এককভাবে স্নাতক শ্রেণির ভর্তি কার্যক্রম পরিচালনা করছে। এ বছর ১৪টি বিভাগে মোট ১ হাজার ২৩০টি সাধারণ আসন রয়েছে। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ মোট ১ হাজার ২৩৫টি আসন রয়েছে।
রুয়েটে ভর্তি পরীক্ষা, ১২৩৫ আসনে পরীক্ষাপদ্ধতিসহ জেনে নিন বিস্তারিতউৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র
এছাড়াও পড়ুন:
রোহিত-কোহলিদের ভারতকে তিন দিনেই হারাত তাঁর দল, দাবি রানাতুঙ্গার
টেস্টে ভারতের সময়টা ভালো যাচ্ছে না। গত অক্টোবরে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ৩-০ তে সিরিজ হার। যেটি ছিল ঘরের মাঠে এই সংস্করণে এক যুগ পর ভারতের সিরিজ হার। এরপর ভারত হেরেছে অস্ট্রেলিয়ার মাটিতেও (৩-১)।
তাতে টানা দুইবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ভারত এবার ফাইনালের আগেই বাদ। বাজে সময় কাটানো ভারতের এই টেস্ট দলকে কথা দিয়েই উড়িয়ে দিলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়কের দাবি, ভারতের বর্তমান টেস্ট দল তাঁর দলের কাছে হেরে যেত তিন দিনেই।
রানাতুঙ্গা বলেছেন ভারতকে তিন দিনের মধ্যে হারানোর মূল কারিগর হতেন দুই বোলার—চামিন্ডা ভাস ও মুত্তিয়া মুরালিধরন। দ্য টেলিগ্রাফকে রানাতুঙ্গা বলেন এদের সামনে বিরাট কোহলিরা মুখ থুবড়ে পড়ত, ‘চামিন্ডা ভাস ও মুত্তিয়া মুরালিধরনের মতো বোলার থাকলে আমার দল এই ভারতকে তিন দিনে হারাত।’
মূল সমস্যাটা আসলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের। বোর্ডের ব্যবস্থাপনা কমিটি দুর্নীতিবাজ, সেটাই সব সমস্যার মূলশ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গারানাতুঙ্গার নেতৃত্বে ১৯৯৬ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। যদিও সেই শ্রীলঙ্কার এখন আর তেমন দাপট নেই। রানাতুঙ্গা, অরবিন্দ ডি সিলভাদের ব্যাটিং দেখার জন্য একসময় মানুষ টিভির সামনে বসত। এরপর মাহেলা জয়াবর্ধনে আর কুমার সাঙ্গাকারা মাতিয়েছেন মাঠ। আর এখন শ্রীলঙ্কার ব্যাটিং বিভাগ রসকষহীন!
আরও পড়ুনগ্রুপ পর্বে শরফুদ্দৌলার দুই ম্যাচ ও বাংলাদেশের ম্যাচে আম্পায়ার কারা২ ঘণ্টা আগেসম্প্রতি অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাঠে ২-০ তে সিরিজ হেরেছে তারা। রানাতুঙ্গা অবশ্য মনে করেন, এখনো প্রতিভার ঘাটতি নেই শ্রীলঙ্কায়।
অর্জুনা রানাতুঙ্গা