Prothomalo:
2025-02-11@07:39:54 GMT

টিসিবির পণ্য কিনতে ভিড়

Published: 10th, February 2025 GMT

২ / ৯পাঁচ পদের পণ্য বিক্রি করা হয় টিসিবির ট্রাক থেকে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রোহিত-কোহলিদের ভারতকে তিন দিনেই হারাত তাঁর দল, দাবি রানাতুঙ্গার

টেস্টে ভারতের সময়টা ভালো যাচ্ছে না। গত অক্টোবরে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ৩-০ তে সিরিজ হার। যেটি ছিল ঘরের মাঠে এই সংস্করণে  এক যুগ পর ভারতের সিরিজ হার। এরপর ভারত হেরেছে অস্ট্রেলিয়ার মাটিতেও (৩-১)।

তাতে টানা দুইবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ভারত এবার ফাইনালের আগেই বাদ। বাজে সময় কাটানো ভারতের এই টেস্ট দলকে কথা দিয়েই উড়িয়ে দিলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়কের দাবি, ভারতের বর্তমান টেস্ট দল তাঁর দলের কাছে হেরে যেত তিন দিনেই।

রানাতুঙ্গা বলেছেন ভারতকে তিন দিনের মধ্যে হারানোর মূল কারিগর হতেন  দুই বোলার—চামিন্ডা ভাস ও মুত্তিয়া মুরালিধরন। দ্য টেলিগ্রাফকে রানাতুঙ্গা বলেন এদের সামনে বিরাট কোহলিরা মুখ থুবড়ে পড়ত, ‘চামিন্ডা ভাস ও মুত্তিয়া মুরালিধরনের মতো বোলার  থাকলে আমার দল এই ভারতকে তিন দিনে হারাত।’

মূল সমস্যাটা আসলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের। বোর্ডের ব্যবস্থাপনা কমিটি দুর্নীতিবাজ, সেটাই সব সমস্যার মূলশ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা

রানাতুঙ্গার নেতৃত্বে ১৯৯৬ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। যদিও সেই শ্রীলঙ্কার এখন আর তেমন দাপট নেই। রানাতুঙ্গা, অরবিন্দ ডি সিলভাদের ব্যাটিং দেখার জন্য একসময় মানুষ টিভির সামনে বসত। এরপর মাহেলা জয়াবর্ধনে আর কুমার সাঙ্গাকারা মাতিয়েছেন মাঠ। আর এখন শ্রীলঙ্কার ব্যাটিং বিভাগ রসকষহীন!

আরও পড়ুনগ্রুপ পর্বে শরফুদ্দৌলার দুই ম্যাচ ও বাংলাদেশের ম্যাচে আম্পায়ার কারা২ ঘণ্টা আগে

সম্প্রতি অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাঠে ২-০ তে সিরিজ হেরেছে তারা। রানাতুঙ্গা অবশ্য মনে করেন, এখনো প্রতিভার ঘাটতি নেই শ্রীলঙ্কায়।

অর্জুনা রানাতুঙ্গা

সম্পর্কিত নিবন্ধ