রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল এডমিশন ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।

এ বছর প্রাক-নির্বাচনী পরীক্ষায় তিন শিফটে মোট ৮ হাজার ২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে প্রথম শিফট থেকে ২ হাজার ৬৯২ জন, দ্বিতীয় শিফট থেকে ২ হাজার ৬৬৮ জন এবং তৃতীয় শিফট থেকে ২ হাজার ৬৪২ জন নির্বাচিত হয়েছেন।

গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রুয়েটে অনুষ্ঠিত তিন শিফটের পরীক্ষায় মোট ১৯ হাজার ৯১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। উত্তীর্ণ পরীক্ষার্থীরা আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।  

পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদগুলোর অধীনে মোট ১৪টি বিভাগে স্নাতক শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এবারের ভর্তি পরীক্ষায় সংরক্ষিতসহ মোট আসন ১ হাজার ২৩৫টি। সংরক্ষিত আসনে রয়েছে- বান্দরবান জেলার অধিবাসীদের জন্য একটি, পার্বত্য জেলা ও অন্যান্য এলাকার উপজাতি/ক্ষুদ্র জাতিসত্বা/নৃ-গোষ্ঠীর জন্য চারটি।

চূড়ান্তভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের তালিকা আগামী ৮ মার্চ প্রকাশ করা হবে।   উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখার জন্য লিংকে ক্লিক করার জন্য বলা হয়েছে।

ঢাকা/মাহাফুজ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ক ষ র থ র জন য

এছাড়াও পড়ুন:

পদ্মার চরে যুবককে গুলি করে হত্যা 

কুষ্টিয়ায় পদ্মা নদীর চরে রাজু (১৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর মন্ডল পাড়া ঘাটে তাকে হত্যা করা হয়।

নিহত রাজু ওই ইউনিয়নের বৈরাগীর চর ভাঙ্গা পাড়া গ্রামের ইব্রাহিম প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সোমবার গভীর রাতে বৈরাগীর চর মন্ডল পাড়া ঘাটের কাছে পদ্মা নদীর চরে রাজুকে গুলি করে দুর্বৃত্তরা। রাজু গুলিবিদ্ধ অবস্থায় চরে পড়ে আছে, এ খবর পেয়ে পরিবারের সদস্য ও স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।

পদ্মার চরে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। সেখানে চাঁদা আদায় করার অভিযোগ আছে রাজুর বিরুদ্ধে। রাতের আঁধারে পদ্মার চর দিয়ে মাদক পাচার-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে রাজুকে গুলি করে হত্যা করা হতে পারে, এমন ধারণা পুলিশের।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা জানিয়েছেন, পদ্মার চরে রাজু নামের এক যুবককে গুলি করা হয়েছে। মাদক-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রাজুর মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/কাঞ্চন/রফিক

সম্পর্কিত নিবন্ধ