ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তেহরানের সঙ্গে আলোচনার জন্য ওয়াশিংটনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আজ সোমবার তেহরানের আজাদি স্কয়ারে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশটিতে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের ৪৬তম বার্ষিকী পালিত হয় আজ। এ উপলক্ষে অনেকেই ‘যুক্তরাষ্ট্রের মৃত্যু’ স্লোগান দিয়ে মিছিল করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি শুরু করেন। তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধে দেশটির জ্বালানি তেল রপ্তানি বন্ধ করার পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। তবে তিনি আরও বলেছেন, তেহরানের সঙ্গে যাচাই করা পারমাণবিক শান্তিচুক্তি করতে চান তিনি। এ নিয়ে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করতে চান।

টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে পেজেশকিয়ান বলেন, ‘আলোচনার ব্যাপারে যুক্তরাষ্ট্র আন্তরিক হলে তারা কেন আমাদের ওপর নিষেধাজ্ঞা দেয়?’ তিনি আরও বলেন, তেহরান যুদ্ধ চায় না। তবে বিদেশি চাপের কাছে নতি স্বীকার করবে না।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়, আজ হাজারো মানুষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের বিরুদ্ধে একতা প্রদর্শনে মিছিল করেছেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পদ্মার চরে যুবককে গুলি করে হত্যা 

কুষ্টিয়ায় পদ্মা নদীর চরে রাজু (১৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর মন্ডল পাড়া ঘাটে তাকে হত্যা করা হয়।

নিহত রাজু ওই ইউনিয়নের বৈরাগীর চর ভাঙ্গা পাড়া গ্রামের ইব্রাহিম প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সোমবার গভীর রাতে বৈরাগীর চর মন্ডল পাড়া ঘাটের কাছে পদ্মা নদীর চরে রাজুকে গুলি করে দুর্বৃত্তরা। রাজু গুলিবিদ্ধ অবস্থায় চরে পড়ে আছে, এ খবর পেয়ে পরিবারের সদস্য ও স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।

পদ্মার চরে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। সেখানে চাঁদা আদায় করার অভিযোগ আছে রাজুর বিরুদ্ধে। রাতের আঁধারে পদ্মার চর দিয়ে মাদক পাচার-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে রাজুকে গুলি করে হত্যা করা হতে পারে, এমন ধারণা পুলিশের।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা জানিয়েছেন, পদ্মার চরে রাজু নামের এক যুবককে গুলি করা হয়েছে। মাদক-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রাজুর মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/কাঞ্চন/রফিক

সম্পর্কিত নিবন্ধ