ময়মনসিংহের মুক্তাগাছায় স্বামীকে হত্যার দায়ে প্রেমিকসহ এক নারীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের দুইজনকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী মনসুর মামলার রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- হাফিজা খাতুন (৪২) ও তার প্রেমিক আবদুল্লাহ আল মাসুম (৩৬)। পলাতক থাকায় আবদুল্লাহ আল মাসুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। 

আরো পড়ুন:

পাবনায় ছুরিকাঘাতে স্ত্রী খুন, স্বামী গ্রেপ্তার 

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশির লাশ নিয়ে গেছে বিএসএফ

মামলার চার্জশিটভুক্ত অপর আসামি মো.

আরমান সাক্ষ্য চলাকালে মারা যান। যে কারণে তাকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়। 

আদালত ও মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের এপিপি মো. শামীম উল আজম খান জানান, ২০১১ সালের ২৮ জুন হত্যা করা হয় জেলার মুক্তাগাছা উপজেলার ভাবকীর মোড় এলাকার দুবাই প্রবাসী হেলাল উদ্দিনকে। প্রবাস ফেরত স্বামীকে হত্যার জন্য সদর উপজেলার চরঘাগড়া গ্রামের আবদুল্লাহ আল মাসুমকে নিয়ে পরিকল্পনা করেন হাফিজা খাতুন।

তিনি আরো জানান, পরিকল্পনা অনুযায়ী ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে ঘুম পাড়ান হাফিজা খাতুন। এরপর মাসুম ও তার এক সহযোগী বাড়িতে গিয়ে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন হেলাল উদ্দিনকে। এ ঘটনাকে ডাকাতির নাটক সাজানো হয়েছিল।

শামীম উল আজম জানান, নিহত হেলাল উদ্দিনের বোন সাফিয়া আক্তার বাদী হয়ে ঘটনার পরদিন মুক্তাগাছা থানায় মামলা করেন। সেই মামলায় পুলিশ হাফিজা খাতুন, তার প্রেমিক আবদুল্লাহ আল মাসুম এবং মো. আরমান নামে তিনজনের নামে আদালতে চার্জশিট দেয়। 

ঢাকা/মিলন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি, আবেদন করুন দ্রুত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ পরিচালিত ইঞ্জিনিয়ারিং কলেজ/ইনস্টিটিউটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তিতে আবেদন চলছে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শেষ হবে আগামীকাল বুধবার (১২ ফেব্রুয়ারি)। আবেদন ফি ৮৫০ টাকা।

যেসব প্রোগ্রামে আবেদন করা যাবে

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।

আরও পড়ুনস্নাতকে ভর্তিতে আর্থিক সহায়তা দেবে সরকার, মিলবে ১০০০০ টাকা ০৬ ফেব্রুয়ারি ২০২৫

কলেজ/ইনস্টিটিউটগুলো হলো

১. ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়মনসিংহ (সরকারি)
২. ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর (সরকারি)
৩. বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল (সরকারি)
৪. ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার), সাভার, ঢাকা (বেসরকারি)
৫. শ্যামলী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঢাকা
৬. কে এম হুমায়ুন কবীর ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়মনসিংহ (বেসরকারি)
৭. সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, ঢাকা (বেসরকারি)

আবেদনের যোগ্যতা

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক এবং ২০২৪ সালে শিক্ষা বোর্ডের/বাউবির বিজ্ঞান/কৃষিবিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক অথবা মাদ্রাসা বোর্ডের বিজ্ঞান শাখায় আলিম অথবা বিজ্ঞান শাখায় বা সমমানের বিদেশি ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক গ্রেডভিত্তিক পরীক্ষায় পৃথকভাবে চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩-সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫০ হতে হবে। তবে প্রার্থীর উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন ও গণিত বিষয় থাকতে হবে। সমতা নিরূপণের পর প্রাপ্ত এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান রোল নম্বর ব্যবহার করে সাধারণ আবেদনকারীদের মতো তারা একই ওয়েবসাইটে লগইন করে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুনঅস্ট্রেলিয়া দিচ্ছে ‘ভাইস চ্যান্সেলর ইন্টারন্যাশনাল স্কলারশিপ’, টিউশন ফির ৫০ শতাংশসহ নানা সুযোগ ১০ ফেব্রুয়ারি ২০২৫

গুরুত্বপূর্ণ তথ্য—

আবেদন শুরু: ৬ জানুয়ারি থেকে

আবেদন শেষ কবে: ১২ ফেব্রুয়ারি রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত

আবেদন ফি জমা শেষ কবে: ১২ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।

ভর্তি পরীক্ষা—

২৬ এপ্রিল ২০২৫ শনিবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে শুধু ঢাকায়।

ভর্তি পরীক্ষা নম্বরপদ্ধতি—

ভর্তি পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মোট ১২০টি প্রশ্নে ১২০ নম্বরে পরীক্ষায় পদার্থে ৩৫, রসায়নে ৩৫, গণিতে ৩৫ ও ইংরেজিতে ১৫ নম্বর থাকবে।
ভর্তি পরীক্ষার সাধারণ নিয়মাবলি ও নির্দেশিকা লিংক-এ পাওয়া যাবে।

আরও পড়ুনপ্রাথমিকের শিক্ষকদের বেতন গ্রেড বৃদ্ধি, বিদ্যালয়কে লাল–হলুদ ও সবুজ শ্রেণিতে ভাগ করার সুপারিশ১৩ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি, আবেদন করুন দ্রুত
  • স্বামীকে গলাকেটে হত্যা, স্ত্রী ও তার প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড
  • ময়মনসিংহে পরকীয়ার জেরে স্বামীকে গলাকেটে হত্যা, স্ত্রী ও প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড
  • গাজীপুরে বেতনের দাবিতে রাতে মহাসড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে ঘরে ফিরলেন শ্রমিকেরা
  • ময়মনসিংহে ট্রাকচাপায় পুলিশ নিহত
  • মুক্তাগাছায় ট্রাকচাপায় এএসআই নিহত
  • ট্রাকচাপায় এএসআই নিহত
  • যাত্রী হিসেবে প্রাইভেটকারে উঠিয়ে মুক্তিপণ আদায় করত তারা
  • ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অপহরণ ও মুক্তিপণ আদায় করাই তাঁদের পেশা