১৮৮ টাকা বাড়লেই স্বর্ণের ভরি দেড় লাখ
Published: 10th, February 2025 GMT
দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এবার সর্বোচ্চ ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন করে দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা। স্বর্ণের এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মঙ্গলবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.
বিজ্ঞপ্তিতে বাজুস আরো জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে, গত ৬ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ ১ লাখ ৪৭ হাজার ৮১৮ টাকা নির্ধারণ করা হয়েছিল স্বর্ণের দাম।
সেই অনুযায়ী সোমবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৪৭ হাজার ৮১৮ টাকায়। প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৪১ হাজার ৯৯ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ১ লাখ ২০ হাজার ৯৪৪ টাকায়। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৯৯ হাজার ৫২৯ টাকায় বিক্রি হয়েছে।
নীতি সুদহার অপরিবর্তিত রেখে কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণানীতি সুদহার অপরিবর্তিত রেখে কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা
এ নিয়ে চলমান ফেব্রুয়ারি মাসে তিনবার বাড়ানো হলো স্বর্ণের দাম। এর আগে গত জানুয়ারি মাসেও তিনবার বেড়েছিল স্বর্ণের দাম।
এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।
ঢাকা/এনএফ/এনএইচ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক য র ট স বর ণ ১ ল খ ২২ ক য র ট র স বর ণ র দ ম
এছাড়াও পড়ুন:
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: নির্বাচনের রূপরেখা চায় বিএনপি
ছবি: পিআইডি