তিব্বত চীনের অংশ মেনে নিলেই দালাই লামার সঙ্গে আলোচনায় রাজি বেইজিং
Published: 10th, February 2025 GMT
নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে শান্তিতে নোবেলজয়ী তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে আলোচনায় রাজি চীন। বেইজিং আশাবাদী, দালাই লামা ‘সঠিক পথে ফিরবেন’। আজ সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়।
তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর ১৯৫৯ সালে ভারতে চলে যান দালাই লামা। এ বছর ৯০ বছর বয়স হয়েছে তাঁর। মৃত্যুর পূর্বে তিব্বতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
চীনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, মাতৃভূমি বিভক্ত করার অবস্থান যদি দালাই লামা ত্যাগ করেন, তবে তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে প্রস্তুত চীন।
এর আগে চীনের সঙ্গে আলোচনায় দালাই লামার দূত হিসেবে কাজ করেছিলেন তাঁর ভাই জিয়ালো থন্ডাপ। গত শনিবার ৯৭ বছর বয়সে তিনি ভারতের কালিমপং শহরে মারা গেছেন। এ প্রসঙ্গে গুয়ো বলেন, দালাই লামাকে স্বীকার করতে হবে, তিব্বত ও তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ।
উল্লেখ্য, ২০১১ সালে তিব্বতের নির্বাসিত সরকারের রাজনৈতিক নেতার পদ থেকে পদত্যাগ করেন দালাই লামা। তিব্বতের ওই সরকারকে চীন স্বীকৃতি দেয়নি। তার পর থেকে চীনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা বন্ধ।
দালাই লামার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর উত্তরসূরির প্রশ্নটিও ক্রমে জরুরি হয়ে উঠেছে। চীন জোর দিয়ে বলছে, তারা তিব্বতের আধ্যাত্মিক নেতা হিসেবে দালাই লামার উত্তরসূরি বেছে নেবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কানাডার অটোয়া ইউনিভার্সিটির বৃত্তি, স্নাতকোত্তরে বছরে ৭৫০০ ও পিএইচডিতে ৯০০০ ডলার
নানা কারণে কানাডা বিদেশি শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য। যদিও সাম্প্রতিক সময়ে দেশটি বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা বেঁধে দিয়েছে। তবে এরপরও কম টিউশন ফি, আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা এবং নাগরিকত্ব ও চাকরির সুযোগের কারণে কানাডায় যেতে চান অনেকেই। কেউ কেউ পকেটের অর্থ খরচ করে কেউবা স্কলারশিপে দেশটিতে পড়তে যান। দেশটিতে আছে নানা স্কলারশিপের সুযোগ। তেমনি একটি ইউনিভার্সিটি অব অটোয়া অ্যাডমিশন স্কলারশিপ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আবেদনপ্রক্রিয়া চলছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি অর্জনের সুযোগ পাবেন।
সুযোগ-সুবিধাঅটোয়া ইউনিভার্সিটি স্নাতকোত্তর ডিগ্রির জন্য প্রতিবছর সাড়ে ৭ হাজার ডলার ও পিএইচডি ডিগ্রির জন্য বছরে ৯ হাজার ডলার দেবে।
আবেদনের যোগ্যতা* আগ্রহীদের ভালো ফলাফল থাকতে হবে
* আইইএলটিএসে ন্যূনতম স্কোর ৭ থাকতে হবে।
আরও পড়ুনআয়ারল্যান্ড দিচ্ছে স্কলারশিপ, সুযোগ পাবেন যাঁরা০৯ ফেব্রুয়ারি ২০২৫প্রয়োজনীয় তথ্যপ্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে সিভি, সুপারিশের চিঠি, পাসপোর্টের অনুলিপি এবং একাডেমিক প্রতিলিপি সংযুক্ত করতে হবে। ইংরেজি ভাষা দক্ষতার সনদ দেখাতে হবে।
আরও পড়ুনশেখ পরিবারের নাম ১১ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাদ১৮ ঘণ্টা আগেছবি: বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট থেকে নেওয়া