নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে শান্তিতে নোবেলজয়ী তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে আলোচনায় রাজি চীন। বেইজিং আশাবাদী, দালাই লামা ‘সঠিক পথে ফিরবেন’। আজ সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়।

তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর ১৯৫৯ সালে ভারতে চলে যান দালাই লামা। এ বছর ৯০ বছর বয়স হয়েছে তাঁর। মৃত্যুর পূর্বে তিব্বতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

চীনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, মাতৃভূমি বিভক্ত করার অবস্থান যদি দালাই লামা ত্যাগ করেন, তবে তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে প্রস্তুত চীন।

এর আগে চীনের সঙ্গে আলোচনায় দালাই লামার দূত হিসেবে কাজ করেছিলেন তাঁর ভাই জিয়ালো থন্ডাপ। গত শনিবার ৯৭ বছর বয়সে তিনি ভারতের কালিমপং শহরে মারা গেছেন। এ প্রসঙ্গে গুয়ো বলেন, দালাই লামাকে স্বীকার করতে হবে, তিব্বত ও তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ।

উল্লেখ্য, ২০১১ সালে তিব্বতের নির্বাসিত সরকারের রাজনৈতিক নেতার পদ থেকে পদত্যাগ করেন দালাই লামা। তিব্বতের ওই সরকারকে চীন স্বীকৃতি দেয়নি। তার পর থেকে চীনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা বন্ধ।

দালাই লামার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর উত্তরসূরির প্রশ্নটিও ক্রমে জরুরি হয়ে উঠেছে। চীন জোর দিয়ে বলছে, তারা তিব্বতের আধ্যাত্মিক নেতা হিসেবে দালাই লামার উত্তরসূরি বেছে নেবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যশোরে প্রশিক্ষণ বিমানের ক্রাশ ল্যান্ডিং, অক্ষত দুই পাইলট 

যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের ক্রাশ ল্যান্ডিংয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে বিমান বন্দরের রানওয়েতে এই দুর্ঘটনা ঘটে। তবে অক্ষত উদ্ধার হয়েছেন বিমানটির দুই পাইলট।

আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (Grob-120 TP) নিয়মিত প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার বেলা ১২টা ৫৫ মিনিটে যশোর বিমানবন্দরে জরুরি অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে। তবে বিমানটিতে থাকা দুই পাইলট গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লিডার আহমদ মূসা অক্ষত ও নিরাপদ আছেন। প্রশিক্ষণ বিমানটি বেলা ১২টা ১৮ মিনিটে বিমান বাহিনীর যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করে।

আইএসপিআর আরও জানায়, দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

এদিকে সূত্র জানায়, ভূমিতে ক্র্যাশ ল্যান্ডিংয়ের কারণে প্রশিক্ষণ বিমানটি  রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। বিমানটি উদ্ধারে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা কাজ করছে। 

সম্পর্কিত নিবন্ধ