রাবির ১০ সাংবাদিক পেলেন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড
Published: 10th, February 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ জন সাংবাদিক ‘রাবিসাস অ্যালামনাই বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩-২৪’ পেয়েছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্স ভবনের কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও নগদ অর্থ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি অ্যালামনাই- এর আয়োজনে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
পুরষ্কারপ্রাপ্তদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন দৈনিক দেশ রূপান্তরের রাবি প্রতিনিধি নোমান ইমতিয়াজ, যৌথভাবে দ্বিতীয় হয়েছেন প্রথম আলো’র সাজিদ হোসেন ও খবরের কাগজের সিরাজুল ইসলাম সুমন এবং যৌথভাবে তৃতীয় হয়েছেন আজকের পত্রিকা’র রিপন চন্দ্র রায় এবং সমকালের অর্পণ ধর।
এছাড়া ৫ জনকে বিশেষ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। তারা হলেন- দৈনিক বাংলা’র আসিফ আজাদ সিয়াম, কালবেলা’র সাজ্জাদ হোসেন, কালের কণ্ঠ’র মাহবুব হাসান, প্রতিদিনের বাংলাদেশের শাকিবুল হাসান এবং সাম্প্রতিক দেশকালের জাহিদুল ইসলাম।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবিসাস অ্যালামনাই- এর সভাপতি কে এম শহীদুল হক। এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান, রাবিসাসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বুলবুল এবং প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক আহমদ সফিউদ্দিন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তাহমিদা নাসরিন কনকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাবিসাস অ্যালামনাই- এর সাধারণ সম্পাদক রব মজুমদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল ও রাবিসাসের সভাপতি নোমান ইমতিয়াজ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: অ য ল মন ই
এছাড়াও পড়ুন:
ভোক্তার ওপর আর বোঝা নয়
সোমবার প্রথম আলো অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা ও পাম তেলের দাম ১২ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকে সিদ্ধান্ত হবে। অন্যান্য সংবাদমাধ্যম জানিয়েছে, ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে, রোববার থেকে কার্যকর হয়েছে।
দুটো খবরের মর্মার্থে খুব ফারাক নেই। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮ টাকা এবং খোলা সয়াবিন ও পাম তেলের দাম ১৩ টাকা বাড়াতে চেয়ে ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সমিতি গত ২৭ মার্চ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চিঠি দেয়। ভোজ্যতেলের আমদানি পর্যায়ে শুল্ক-কর অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে গত ৩১ মার্চ। দাম বাড়াতে চাওয়ার কারণ এটাই।
বিষয়টি নিয়ে ৬ এপ্রিল ও ৮ এপ্রিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পরিশোধন কারখানার মালিকদের সঙ্গে বৈঠক করলেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। পরবর্তী বৈঠক আজ হওয়ার কথা।
৮ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান প্রথম আলোকে বলেছিলেন, ছয় মাস ধরে ভোজ্যতেলের আমদানি পর্যায়ে শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়েছে। লম্বা সময় এ ধরনের সুযোগ বজায় রাখার বাস্তবতা এনবিআরের নেই।
এই পটভূমিতে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন রোববার ট্যারিফ কমিশনে চিঠি পাঠিয়ে নতুন দর নির্ধারণের কথা জানিয়েছে। তারা বলেছে, বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম বেড়ে ১৮৯ টাকা হচ্ছে, যা এত দিন ১৭৫ টাকা ছিল। আর পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম হচ্ছে ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা ছিল। এ ছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম ১৬৯ টাকা, যা ছিল ১৫৭ টাকা।
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম স্থিতিশীল আছে। মার্চ মাসে সয়াবিন তেলের দাম কিছুটা কমেছে। এমন সময়ে দেশীয় বাজারে মূল্যবৃদ্ধির কারণ হিসেবে শুল্কছাড় প্রত্যাহারের কথা বলা হচ্ছে। অন্যদিকে এনবিআরের দাবি, অনির্দিষ্ট সময় পর্যন্ত কর রেয়াত দেওয়ার সুযোগ নেই। অবস্থা দাঁড়িয়েছে, এনবিআর আমদানি কর বাড়াবে আর ব্যবসায়ীরা সেই কর বৃদ্ধির বোঝা চাপাবেন ভোক্তাদের ওপর।
উল্লেখ করা প্রয়োজন যে রোজার আগে সরবরাহ সংকটের অজুহাতে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৬–১৭ টাকা বাড়িয়েছিলেন ব্যবসায়ীরা। বোতলের তেলও নির্ধারিত দামে পাওয়া যায়নি।
চাল, ডাল, আটার মতো ভোজ্যতেল ও চিনি অপরিহার্য খাদ্যপণ্য। এ ধরনের পণ্যকে রাজস্ব আদায়ের হাতিয়ার করা সমীচীন নয়। সরকারের রাজস্ব বাড়ানোর প্রয়োজন হলে বিত্তবানদের কাছ থেকে আরও বেশি বেশি আয়কর নিতে পারে। বিভিন্ন মহল থেকে আয়করের সীমা বাড়ানোর কথাও বলা হচ্ছিল। এনবিআর সেদিকে না গিয়ে আমদানি পণ্যের ওপর কর বাড়ানোর সহজ পথ বেছে নিয়েছে।
রাজস্ব আয়ের ক্ষেত্রে আমদানি পর্যায়ে শুল্ক–করের ওপর নির্ভরতা কমাতে হবে। প্রত্যক্ষ কর, অর্থাৎ আয়কর বাড়াতে হবে। বাংলাদেশে আমদানি পর্যায়ে শুল্ক–করের হার বেশি। অন্তর্বর্তী সরকারের উচিত শুল্ক ও করনীতির পুনর্মূল্যায়ন করা। যেসব পণ্যের দাম বাড়ালে গরিব ভোক্তাসাধারণের ওপর বেশি চাপ পড়ে, সেসব পণ্য শুল্ক–করমুক্ত রাখতে হবে। কারণ, এখনো মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসেনি। অন্যদিকে মজুরি বৃদ্ধির হার কম এবং কর্মসংস্থান যথেষ্ট তৈরি হচ্ছে না। মানুষের আয়রোজগার পরিস্থিতি ভালো নয়।
সিদ্ধান্তের আগে ভোজ্যতেলের দাম বাড়ানোর আগাম ঘোষণা দেওয়া ঠিক হয়নি বলে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা যে মন্তব্য করেছেন, (প্রথম আলোর প্রতিবেদনে), আমরা তার সঙ্গে পুরোপুরি একমত। এ ধরনের আগাম ঘোষণা বাজারকে কেবল অস্থিতিশীলই করবে না, কৃত্রিম সংকটও তৈরি করতে পারে।
আমরা আশা করব, আজকের বৈঠকে এমন কোনো সিদ্ধান্ত হবে না, যাতে ভোক্তাদের ওপর বাড়তি চাপ পড়ে। আশা করি, এনবিআর তথা সরকার ভোক্তাসাধারণের স্বার্থকেই অগ্রাধিকার দেবে।