ভৈরবে অনুষ্ঠিত হলো সপ্তম ভৈরব পিঠা উৎসব। গতকাল রোববার ইসলাম উদ্দিন পালাকারের পালার মধ্য দিয়ে শেষ হয় তিন দিনব্যাপী এ আয়োজন। পালা ছাড়াও উৎসবে লাঠিখেলা, পুতুল নাচ, আঞ্চলিক ভাষায় আবৃত্তি, নৃত্য, পুঁথিপাঠ, যন্ত্রসংগীতের মেলবন্ধন, মঞ্চনাটক, বাউলগানসহ বাঙালি সংস্কৃতির বিভিন্ন দিক উঠে এসেছিল। উৎসব ঘুরে এসে লিখেছেন নাজমুল হক

মাঘের সন্ধ্যা, সরকারি কাদির বকস পাইলট মডেল হাইস্কুল মাঠে তখন তিলধারণের জায়গা নেই। ইসলাম উদ্দিন পালাকারের পালা দেখতে এদিন হাজির হয়েছিলেন বিভিন্ন বয়সের মানুষ। এর মধ্যে কারও কারও পালা দেখার অভিজ্ঞতা থাকলেও বেশির ভাগই দর্শকই প্রথমবারের মতো সামনে থেকে দেখতে এসেছেন পালা। আবার তরুণদের অনেকেই এসেছিলেন ইসলাম উদ্দিনের কণ্ঠে ‘দেওরা’ গান শুনতে। রাত সাড়ে নয়টায় মঞ্চে এসে টানা দুই ঘণ্টা ‘কমলা রানির সাগর দিঘির পালা’র অংশবিশেষ শোনান ইসলাম উদ্দিন পালাকার। পালা শেষে ‘দেওরা’ ও ‘বিয়ে কেন হলো না’ গান গেয়ে মঞ্চ থেকে বিদায় নেন তিনি।

এদিন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার, নির্মাতা ও অভিনেতা কচি খন্দকার ও অভিনেতা আবদুল্লাহ আল সেন্টু। পালা শেষে প্রতিক্রিয়ায় কচি খন্দকার প্রথম আলোকে বলেন, ‘ইসলাম উদ্দিনের অনেক নাম শুনেছি, আজ প্রথম সামনে থেকে তাঁর পালা শুনলাম। তিনি অসম্ভব গুণী একজন শিল্পী, মুগ্ধ হয়ে পালা শেষ করলাম। পালা শেষে তাঁর গানে, তরুণদের মধ্যে যে উচ্ছ্বাস দেখলাম, তা অনেক দিন মনে থাকবে।’

আলোচনা পর্ব.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নেদারল্যান্ডসের রটারড্যাম উৎসব থেকে যে বার্তা দিলেন জয়া

নিজের অভিনয় করা সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’ নিয়ে নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেছেন জয়া আহসান। ৩০ জানুয়ারি শুরু হওয়া এ উৎসব শেষ হচ্ছে আজ। এর মধ্যে গত ৬ ফেব্রুয়ারি সেখানে প্রদর্শিত হয়েছে ‘পুতুলনাচের ইতিকথা’।

জয়া আহসান সেখান থেকে জানিয়েছেন, পুতুলনাচের ইতিকথা’ সিনেমাটি বিদেশি দর্শক খুবই উপভোগ করেছেন এবং ভূয়সী প্রশংসা করেছেন।

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণ করেছেন ভারতের পরিচালক সুমন মুখোপাধ্যায়। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

শনিবার অভিনেত্রী ফেসবুকে লিখেছেন, “পশ্চিমা দর্শক সিনেমাটি সত্যিই খুব উপভোগ করেছেন। তাদের মতে, ‘পুতুল নাচের ইতিকথা’ একটি অসাধারণ সেলুলয়েড সৃষ্টি। বিশেষ করে সিনেমায় উঠে আসা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের পাশাপাশি বাংলার নারীদের সাহস, শক্তিশালী চরিত্রগুলো তারা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং প্রশংসা করেছেন।”

জয়া আহসান ছাড়াও এ সিনেমার অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়। এছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে।

সম্পর্কিত নিবন্ধ

  • সৃজনে-মননে তারুণ্যের প্রত্যয়
  • বুদাপেস্ট ও ভেনিসে পুরস্কার জিতল বাংলাদেশের ‘আনটাং’
  • যুক্তরাষ্ট্রের উৎসবে ‘নীলচক্র’
  • রটারড্যাম উৎসবে জয়া, রইল ১০টি ছবি
  • তরুণ উদ্যোক্তা তৈরি করতে ইবিতে কুহেলিকা উৎসব
  • বরিশালে বিপিএল উৎসবে ভাঙচুর, হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • বরিশালে বিপিএল উৎসব পণ্ড, হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • সিনেমার বিশেষ শোতে অতিথি শতাধিক রিকশাচালক
  • নেদারল্যান্ডসের রটারড্যাম উৎসব থেকে যে বার্তা দিলেন জয়া