কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত
Published: 10th, February 2025 GMT
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ভ্যানের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে বিএনপি নেতা মিজানুর রহমান শাহিন (৪৫) নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।
নিহত শাহিন কুমারখালী উপজেলার সাঁওতা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও চাপড়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন।
কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, দলীয় কার্যক্রম বেগবান করতে সম্প্রতি ইউনিয়ন ভিত্তিক সার্চ কমিটি গঠন করা হয়। সোমবার সকালে কমিটির কার্যক্রমের জন্য ভাঁড়রা বাজার এলাকায় যান শাহিন। সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকায় নেওয়ার পথে মারা যান।
আরো পড়ুন:
টাঙ্গাইলে বাসচাপায় ২ জন নিহত
হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, সকালে সান্দিয়ারা-লাহিনীপাড়া সড়কে ব্যাটারিচালিত পাখি ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক শাহিন গুরুতর আহত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যায়। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ঢাকা/কাঞ্চন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ব এনপ উপজ ল ব এনপ
এছাড়াও পড়ুন:
গাজা নিয়ে হামাসের হুঁশিয়ারি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার গাজা কিনে নেওয়ার হুমকি দিয়ে বক্তব্য দেওয়ায় পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। সংগঠনটির নেতারা বলেন, ট্রাম্প এ ধরনের উদ্যোগ নিলে আবারও বিপর্যয় নেমে আসবে। গাজা কারও সম্পত্তি নয় যে, এটা কেনাবেচা যাবে।
ট্রাম্পের বক্তব্য ছিল, তিনি গাজা ‘কিনে নিতে ও এর মালিকানা পাওয়ার অঙ্গীকার’ করেছেন। এ বক্তব্যের পর হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজ্জাত আল-রিশেক বিবৃতিতে জানান, ট্রাম্পের পরিকল্পনা অবাস্তব। আবাসন ব্যবসায়ীর দৃষ্টিভঙ্গি নিয়ে ফিলিস্তিনি সমস্যা সমাধান সম্ভব নয়।
গত রোববার ট্রাম্প সাংবাদিকদের বলেন, গাজাকে একটি ‘বড় আকারের আবাসন প্রকল্প’ হিসেবে বিবেচনা করতে হবে। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর উচিত নতুন করে এ অঞ্চলের উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া। পাকা আবাসন ব্যবসায়ীর মতো মন্তব্য করে ট্রাম্প বলেন, ‘আমরা গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানাব।’ ট্রাম্পের এ বক্তব্যের নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। রাশিয়া বলেছে, গাজা নিয়ে ট্রাম্প কী পদক্ষেপ নেন, তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
আলজাজিরা জানায়, অধিকৃত পশ্চিম তীরে অন্তঃসত্ত্বা নারীসহ তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে। সপ্তাহব্যাপী হামলায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। হেবরনের দক্ষিণে খালেত আথাবায় নতুন করে ৪০ জন বাস্তুচ্যুত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী-শিশু। ইসরায়েল মাসাফের ইয়াত্তা এলাকার স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে।
এদিকে ধ্বংসস্তূপ সরিয়ে গাজাকে আবারও বাস উপযোগী করতে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মেদ মুস্তফা জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি, আরব ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ৮ কোটি ডলারের একটি চুক্তি সই করেছেন। রামাল্লায় চুক্তিটি সই হয়।
পশ্চিম তীরের পাঠাগারে অভিযান
সিএনএন জানায়, অধিকৃত পূর্ব জেরুজালেমে পাঠাগারে অভিযান চালিয়ে বই জব্দ ও মালিক ইয়াদ মুনাসহ দু’জনকে আটক করেছে ইসরায়েলের পুলিশ।