পেকুয়ায় পাইলিং ভেঙে নির্মাণশ্রমিকের মৃত্যু
Published: 10th, February 2025 GMT
কক্সবাজারের পেকুয়া উপজেলার নোয়াখালীপাড়া-রাজাখালী সেতুর নির্মাণকাজের পাইলিং ভেঙে চাপা পড়ে একজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম আবদুল কাইয়ুম (৩৯)। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
আবদুল কাইয়ুম নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের আদর্শ বাজার গ্রামের মোজাম্মেল হকের ছেলে। সেতুর নির্মাণকাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক বলেন, পাইল সেন্টারের কাস্টিং শেষ হওয়ার পর সেন্টার সরানোর চেষ্টা করার সময় একটি তেপায়া ভেঙে যায়। এ সময় পাইলিংয়ের নিচে থাকা আবদুল কাইয়ুম চাপা পড়েন। স্থানীয় লোকজনের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
জানতে চাইলে সেতু নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক মো.
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সেতুর নির্মাণকাজ করতে গিয়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন এক ব্যক্তি মারা গেছেন। আজ সোমবার বেলা দেড়টার দিকে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় দুজনের মৃত্যু হলো।
নিহত ব্যক্তির নাম জসিম উদ্দিন ব্যাপারী (৩৮)। তিনি রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের ফজলুল করিম ব্যাপারীর ছেলে। তিনি স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন এবং উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. ফারুক কবিরাজের অনুসারী হিসেবে পরিচিত।
৭ এপ্রিল বিএনপির দুটি পক্ষ উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট ও চরবংশী গ্রামে সংঘর্ষে জড়ান। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পথে সাইজুদ্দিন দেওয়ান নামের একজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয় জসিম উদ্দিন ব্যাপারীসহ তিনজনকে। এর মধ্যে জসিমের মৃত্যু হয়েছে। নিহত দুজনের শরীরেই ধারালো অস্ত্রের জখম ছিল।
জসিম উদ্দিন ব্যাপারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলছিল। সংঘর্ষে এ নিয়ে দুজনের মৃত্যু হলো। ওসি আরও বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।