প্রায় দুই বছর পর আগামীকাল মঙ্গলবার থেকে উঠে যাচ্ছে বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার অন্যতম পর্যটন আকর্ষণ দেবতাখুম ভ্রমণের নিষেধাজ্ঞা। পর্যটকেরা আগের নিয়মে রোয়াংছড়ি থানায় নিজেদের পরিচয় লিপিবদ্ধ করে দেবতাখুম ঘুরে আসতে পারবেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসক শামীম আরা এ কথা জানিয়েছেন।

দেবতাখুম পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য। বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলার দুর্গমে কুকি-চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তৎপরতার কারণে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এই ধারাবাহিকতায় গত বছরের ৮ অক্টোবর জেলায় পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। গত ৬ নভেম্বর জেলার চারটি উপজেলা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় বহাল রাখা হয়।

দেবতাখুম থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বহুদিন ধরে দাবি জানিয়ে আসছেন। পর্যটনসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেবতাখুম পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দিতে উপজেলা প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। পর্যটকদের আগের নিয়ম অনুযায়ী রোয়াংছড়ি থানায় নাম-পরিচয়, মুঠোফোন নম্বর লিপিবদ্ধ করে প্রশাসনের নিবন্ধিত টুরিস্ট গাইড সঙ্গে নিয়ে দেবতাখুমে যেতে হবে। এ বিষয়ে টুরিস্ট গাইড সমিতিকেও জানিয়ে দেওয়া হয়েছে।

বর্তমানে রোয়াংছড়ির শুধু দেবতাখুমে ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে বলে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান। তিনি বলেন, দেবতাখুমে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল থাকবে। এ জন্য নিরাপত্তার কোনো সমস্যা হবে না।

জেলা প্রশাসক শামীম আরা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে দেবতাখুম থেকে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। আজ রাতে অথবা আগামীকাল সকালে নিষেধাজ্ঞা প্রত্যাহারের গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ভ রমণ র উপজ ল

এছাড়াও পড়ুন:

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা হতাশাজনক

সাভারে চলন্ত বাসে যাত্রীদের স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে আবার। আবারও আমাদের সামনে দেশের গণপরিবহনব্যবস্থার নিরাপত্তাঘাটতির বাস্তবতা উঠে এল। ১১ এপ্রিল দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজের ওপর সাভার পরিবহনের যাত্রীবাহী বাসে এবং সোয়া ১২টার দিকে সিঅ্যান্ডবি এলাকায় রাজধানী পরিবহনের বাসে এই ডাকাতির ঘটনা ঘটে। বাসে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা চালককে অস্ত্রের মুখে জিম্মি করে তিন নারী যাত্রীর স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। এ ঘটনা বিচ্ছিন্ন নয়। এর আগে গত ২ মার্চ দুপুরে দিকে সাভারের ব্যাংক টাউন এলাকায় রাজধানী পরিবহনের একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটে। এরপর ৪ এপ্রিল একই এলাকায় ইতিহাস পরিবহনের আরেকটি চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এই ধারাবাহিক ঘটনার পরিপ্রেক্ষিতে স্পষ্ট যে সাভার ও আশপাশের এলাকায় চলন্ত বাসে ছিনতাই ও ডাকাতির ঘটনা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। যাত্রীবেশে ছিনতাইকারীরা বাসে উঠে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মূল্যবান সামগ্রী লুট করছে। এতে যাত্রীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে এবং গণপরিবহনে যাতায়াতের প্রতি মানুষের আস্থা কমছে। সাভারে সংঘটিত ছিনতাইয়ের ঘটনাগুলোতে দেখা গেছে, ছিনতাইকারীরা বিশেষভাবে নারী যাত্রীদের লক্ষ্যবস্তু করেছে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে, যা নারীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এ ধরনের ঘটনার পরপরই পুলিশ তদন্তের আশ্বাস দিলেও, বাস্তবে অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির নজির খুব কমই দেখা যায়। এতে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে প্রশ্নবিদ্ধ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাসে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকা জরুরি। এ ছাড়া বাসচালক ও সহকারীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ, অনেক সময় ছিনতাইকারীদের সঙ্গে তাদের জড়িত থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে।

সাভার ও আশপাশের এলাকায় চলন্ত বাসে ছিনতাই ও ডাকাতি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। বাসে নিরাপত্তা ক্যামেরা স্থাপন, নিয়মিত চেকপোস্ট পরিচালনা এবং সন্দেহভাজন যাত্রীদের তল্লাশি করা হোক। এ ছাড়া বাসচালক ও সহকারীদের যথাযথ প্রশিক্ষণ ও মনিটরিং নিশ্চিত করা হোক। এ ধরনের ঘটনা রোধে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাসমালিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সাভারে আমরা আর কোনো বাস ডাকাতির ঘটনা দেখতে চাই না।

সম্পর্কিত নিবন্ধ

  • মায়াময় মালদ্বীপে
  • মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা
  • যে প্রলোভনে মিয়ানমারে দুই বছর জেল খাটলেন ২০ কিশোর–তরুণ
  • সিরাজগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পুরোহিত গ্রেপ্তার
  • আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা হতাশাজনক
  • নোবিপ্রবির উপাসনালয় ভাঙচুর 
  • ইন্দোনেশিয়ার ভবিষ্যৎ রাজধানীকে হুমকিতে ফেলে দিচ্ছে ইঁদুর
  • ‘বেওয়াচ হোটেল কক্সবাজার’
  • সমুদ্রসৈকতে বর্ষবরণ অনুষ্ঠান, পর্যটকের ঢল
  • সাগরপাড়ে বৈশাখী উৎসব, পর্যটকদের উচ্ছ্বাস