পাকিস্তানকে নিয়ে অন্য দলগুলোকে সতর্ক করে দিলেন শাস্ত্রী–পন্টিং
Published: 10th, February 2025 GMT
চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন তারা। সেই হিসাবে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট পাকিস্তানকে ধরে নেওয়াই যায়। কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকের কাছেই পাকিস্তান অতটা ফেবারিট নয়। কয়েক দিন আগে আইসিসির রিভিউ অনুষ্ঠানে রিকি পন্টিং ও রবি শাস্ত্রী পাকিস্তানকে সম্ভাব্য সেমিফাইনালিস্টও মনে করেননি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পন্টিং ভারত–অস্ট্রেলিয়া ফাইনালের সম্ভাবনা দেখছেন, ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীও তা–ই মনে করেন।
আইসিসির সর্বশেষ রিভিউ অনুষ্ঠানে অবশ্য এ দুজন পাকিস্তানকে নিয়ে বলেছেন অন্য কথা। তাঁরা দুজন সাপ্তাহিক এই রিভিউ অনুষ্ঠানে যা বলেছেন, সেটা টুর্নামেন্টের অন্য দলগুলোর জন্য একটা সতর্কবার্তাও। পাকিস্তান দলের যে গভীরতা, সেটা নিয়ে তাঁরা বিপজ্জনক হয়ে উঠতে পারেন এবং যেতে পারেন অনেক দূর পর্যন্ত।
টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হলেও আগের সপ্তাহের রিভিউ অনুষ্ঠানে পন্টিং ও শাস্ত্রীর পাকিস্তানকে ফেবারিটদের কাতারে না রাখার একটা কারণ হতে পারে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জেতা পাকিস্তান দলের বেশির ভাগই এবারের দলে নেই। সেই দল থেকে এবারের টুর্নামেন্টের পাকিস্তান দলে আছেন শুধু বাবর আজম, ফখর জামান ও ফাহিম আশরাফ। তবে তরুণ আর অভিজ্ঞতার সমন্বয়ে গড়া এই পাকিস্তান দলটি অনেক দিন ধরেই ওয়ানডেতে ভালো করছে। এ কারণেই হয়তো পন্টিং–শাস্ত্রীরা পাকিস্তানকে যেকোনো দলের জন্য বিপজ্জনক ভাবছেন।
ভারতের সাবেক কোচ ও অলরাউন্ডার রবি শাস্ত্রী.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প ক স ত ন দল
এছাড়াও পড়ুন:
বইমেলার স্টলে ‘বিশৃঙ্খলা’: দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
অমর একুশে গ্রন্থমেলায় একটি বুকস্টলে বাগবিতণ্ডা-হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে অমর একুশে গ্রন্থমেলায় হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের বিশৃঙ্খল আচরণ বাংলাদেশে নাগরিকের অধিকার এবং দেশের আইন উভয়ের প্রতিই অবজ্ঞা প্রদর্শন করে।
বিবৃতির বর্ণনায় বলা হয়, একুশে বইমেলা এ দেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা। এ দেশের সাহিত্যিক, প্রাবন্ধিক, চিন্তক, শিক্ষক-শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশা-বয়সের মানুষের মিলনস্থল। বইমেলায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ন করে, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের মর্যাদার প্রতি অবমাননা প্রদর্শন করে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে। মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং এই তাৎপর্যপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
সোমবার তসলিমা নাসরিনের বই বিক্রি করা নিয় তৌহিদী জনতার নামে একদল ব্যক্তি ‘সব্যসাচী প্রকাশনীর’ স্টলে গিয়ে হট্টগোল সৃষ্টি করে, স্টলের লোকজনের ওপর মারমুখী হয়ে ওঠে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হয়।
ঢাকা/হাসান/ইভা