বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
Published: 10th, February 2025 GMT
বগুড়া শহরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ফাহিম (১৬) নামে স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে শহরের কলোনি এলাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে তাকে ছুরিকাঘাত করা হয়।
নিহত ফাহিম শহরের চক ফরিদ এলাকার মানিকের ছেলে এবং ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির ছাত্র ছিল।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কয়েকজন দুর্বৃত্ত ফাহিমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
মোটরসাইকেল গ্যারেজ থেকে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
কুষ্টিয়ায় ‘ডেভিল হান্ট’ অভিযানে ২ দিনে আটক ২৪
তিনি আরো জানান, পুলিশ হত্যার কারণ জানতে পারেনি। পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।
ঢাকা/এনাম/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী ইরানের
ইসলামী বিপ্লবের ৪৬তম বার্ষিকী উপলক্ষে তেহরানে অনুষ্ঠিত বিশাল এক র্যালিতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট ক্যারিয়ার ও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে ইরান।
দেশটিতে জাতীয় এ ছুটির দিন উদযাপনের জন্য বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে বিপুল সংখ্যক মানুষ। এ সময় নিজেদের সামরিক সক্ষমতার জানান দিতে প্রদর্শন করা হয় নানা অস্ত্র।
প্রদর্শনীতে ইরানের তৈরি ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে আছে– ২ হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে ও ১ হাজার ৮০০ কেজির বেশি ওজনের একাধিক ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘খোররামশহর’। আরও ছিল ‘ফাতেহ-১১০’ ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণ ও ১ হাজার ৪০০ কিলোমিটার পাল্লার মিসাইল ‘হাজ কাসেম’।