বগুড়ার ধুনটে চাঁদা না দেওয়ায় মা ও মেয়েকে মারধর করার অভিযোগে রোববার রাতে ছাত্রদল নেতা আল আমিনকে আটক করেছে যৌথ বাহিনী। আল আমিন নিমগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী। এ ঘটনায় আল আমিনসহ তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগী মা।

জানা গেছে, চিকাশী ইউনিয়নের ঝিনাই গ্রামের দুবাই প্রবাসীর স্ত্রী তাঁর অষ্টম শ্রেণির ছাত্রী মেয়ের লেখাপড়ার জন্য সোনাহাটা বাজারে ভাড়া বাসায় থাকেন। গত ২৯ জানুয়ারি দুপুরে ওই ছাত্রী বাসায় এলে আল আমিন ও তাঁর সহযোগীরা সরুগ্রাম এলাকার এক যুবককে তাঁর ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। এর পর ছাত্রীর মায়ের কাছে ৫০ হাজার টাকার চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আল আমিন ও তাঁর সহযোগীরা মা-মেয়েকে মারধর করেন। 

ছাত্রীর মা বলেন, চাঁদা না দেওয়ায় মেয়েসহ আমাকে প্রকাশ্যে মারধর করা হয়। থানায় গেলে পুলিশ মামলা নিতে অপারকতা প্রকাশ করে। নিরুপায় হয়ে বগুড়া সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ করি। রোববার রাতে যৌথ বাহিনীর সদস্যরা সোনাহাটা বাজার থেকে আল আমিনকে আটক করে থানায় সোপর্দ করেন। পরে ধুনট থানায় আল আমিন ও তাঁর দুই সহযোগী সিয়াম ও সীমান্তের নামে মামলা করি।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, যৌথ বাহিনীর হাতে আটক আল আমিনকে চাঁদাবাজির মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ ত রদল ন ত আটক ম রধর

এছাড়াও পড়ুন:

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ ঢাকায় আটক

হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল মজিদ খানকে রাজধানীর ফার্মগেট থেকে আটক করেছে ডিবি পুলিশ। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে তাকে গোয়েন্দা পুলিশের একটি দল আটক করে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানান, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে। হবিগঞ্জের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।  তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা/মাকসুদ/টিপু

সম্পর্কিত নিবন্ধ