পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চিড়াপাড়া  পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টুকে (৪৩) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান কাউখালী থানার ওসি মো. সোলায়মান।

পুলিশ জানায়, রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সামনের একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে লাইকুজ্জামান তালুকদার মিন্টুকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাকে কাউখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন:

কুষ্টিয়ায় ‘ডেভিল হান্ট’ অভিযানে ২ দিনে আটক ২৪

পাবনায় ছুরিকাঘাতে স্ত্রী খুন, স্বামী গ্রেপ্তার 

গ্রেপ্তার লাইকুজ্জামান মিন্টু নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মৃত ইসহাক আলী খান পান্নার ভাগ্নে। 

কাউখালী থানার ওসি মো.

সোলায়মান বলেন, “উপজেলার বেকুটিয়ার নতুন বাজার এলাকায় ২০২৪ সালের নভেম্বর মাসে বিএনপির পোষ্টার লাগানোকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় কাউখালী থানায় মামলা হয়। সেই মামলায় তাকে ডিবি পুলিশ পিরোজপুর থেকে গ্রেপ্তার করে রাতে কাউখালী থানায় হস্তান্তর করেন।” 

ঢাকা/তাওহিদুল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এবারের আইপিএলে কোন দলে কে অধিনায়ক

কারও অধিনায়ক হওয়া অনুমিত ছিল। আবার কেউ দিয়েছেন চমক। সর্বশেষ দল হিসেবে কাল দিল্লি ক্যাপিটালস অধিনায়কের নাম ঘোষণা করেছে। দিল্লিকে এবার নেতৃত্ব দেবেন অক্ষর প্যাটেল। এটা চমকই বটে। কারণ, একই দলে লোকেশ রাহুলের মতো ক্রিকেটার ছিলেন। শোনা গেছে, রাহুল নাকি নেতৃত্ব নিতে চাননি। কারণটা যা–ই হোক, এমন চমক আছে আরও। দেখে নেওয়া যাক এবারের আইপিএলে নেতৃত্ব দিতে যাচ্ছেন কারা—রুতুরাজ গায়কোয়াড় (চেন্নাই সুপার কিংস)চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়

সম্পর্কিত নিবন্ধ