বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে আম্পায়ার থাকবেন যারা
Published: 10th, February 2025 GMT
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আগেই ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছিল আইসিসি। এবার ম্যাচভিত্তিক আম্পায়ারদের নামও প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ দলের গ্রুপ পর্বের তিনটি ম্যাচে কারা দায়িত্ব পালন করবেন, সেটিও নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আদ্রিয়ান হোল্ডস্টোক ও পল রাইফেল। টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন রিচার্ড ইলিংওর্থ, আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মাইকেল গফ। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন ম্যাচ রেফারি ডেভিড বুন।
২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন আহসান রাজা ও কুমার ধর্মসেনা। টিভি আম্পায়ার হবেন রড টাকার, আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন জোয়েল উইলসন। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রঞ্জন মাদুগালে।
২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচে অনফিল্ড আম্পায়ার থাকবেন মাইকেল গফ ও আদ্রিয়ান হোল্ডস্টোক। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন পল রাইফেল, আর চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে রিচার্ড ইলিংওর্থকে। এই ম্যাচেও ম্যাচ রেফারি থাকবেন ডেভিড বুন।
এদিকে, বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকেও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আম্পায়ার প্যানেলে রাখা হয়েছে। তবে তিনি বাংলাদেশের কোনো ম্যাচ পরিচালনা করবেন না। গ্রুপ পর্বের চারটি ম্যাচে দায়িত্ব পালন করবেন এই অভিজ্ঞ আম্পায়ার।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আম প য় র হ স ব
এছাড়াও পড়ুন:
চল্লিশ পেরিয়েও চালশে না হওয়া রোনালদোসহ আরও যাঁরা
‘আজকে যে বেপরোয়া বিচ্ছু/ শান্ত সুবোধ হবে কাল সে/ চোখের সঙ্গী হবে চশমা/ চল্লিশ পেরোলেই চালশে।’
নাহ, কবীর সুমনের এই গান সবার জন্য প্রযোজ্য নয়। অন্তত ক্রিস্টিয়ানো রোনালদো, লেব্রন জেমস কিংবা ফার্নান্দো আলোনসোর জন্য তো নয়ই। চল্লিশের সীমানা ছাড়িয়ে সাফল্যের সুবাস এখনো ছড়িয়ে যাচ্ছেন তাঁরা।
ফুটবল কিংবদন্তি রোনালদো ও বাস্কেটবল মায়েস্ত্রো জেমস ৪০ ছুঁয়েছেন সম্প্রতি। কিংবদন্তি স্প্যানিশ ফর্মুলা ওয়ান রেসিং ড্রাইভার আলোনসোর বয়স এখন ৪৩। কিন্তু বয়স যেন তাঁদের জন্য শুধুই সংখ্যা। বয়সের প্রতিবন্ধকতাকে তুড়ি মেরে উড়িয়ে নিজ নিজ ক্ষেত্রে আলো ছড়িয়ে যাচ্ছেন তাঁরা।
মার্কিন বাস্কেটবল তারকা জেমস চল্লিশ পেরিয়েছেন এই ডিসেম্বরে। কিন্তু এই বয়সেও লস অ্যাঞ্জেলেস লেকার্সের হয়ে নৈপুণ্য প্রদর্শন করে চলেছেন। গত বৃহস্পতিবারই গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের বিপক্ষে ৪২ পয়েন্ট অর্জন করে এনবিএর রেকর্ড ভেঙে দিয়েছেন জেমস। এর ফলে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে ৪০ পয়েন্টের বেশি নিয়ে শেষ করলেন। ৪৩ পেরোনো আলোনসো অংশ নিয়েছেন ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সে।
আরও পড়ুনরোনালদোই ইতিহাসের সেরা...কে বলছেন, রোনালদো০৪ ফেব্রুয়ারি ২০২৫প্রশ্ন হচ্ছে, বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এমন পারফরম্যান্সের রহস্য কী? জেমসের পারফরম্যান্সের বিষয়ে জানতে চাইলে ফ্রেঞ্চ ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউটের (ইনসেপ) স্পোর্টস সায়েন্স রিচার্সার আদ্রিয়েন সেডেউড এএফপিকে বলেছেন, ‘লেব্রন জেমস অনন্যসাধারণ একজন। তিনি ক্রীড়াজগতের একজন নেতা। একজন আল্ট্রালিডার।’ তবে নিজের অমিত প্রতিভার সঙ্গে জেমসের কঠোর নিয়মতান্ত্রিক জীবনযাপনের কথাও বলতে হবে। সেডেউড যেমনটা বলছিলেন, ‘আপনি কখনো জয়ের পর জেমসকে পার্টি করতে দেখবেন না।’
আরও পড়ুনসব রহস্য লুকিয়ে রোনালদোর শরীরে০৭ ফেব্রুয়ারি ২০২৫ক্রিস্টিয়ানো রোনালদো ৪০–এর ক্লাবে যোগ দিয়েছেন গত বুধবার। ৪০ পেরিয়েও এরই মধ্যে পেয়েছেন গোল। এমনকি ১০০০তম গোল থেকে ৭৫ গোল দূরে থাকলেও সেই লক্ষ্য ছোঁয়াও মোটেই অসম্ভব মনে হচ্ছে না। কিন্তু কীভাবে এমন একটা অবস্থায় পৌঁছানো সম্ভব? এই স্তরে পৌঁছানোর জন্য যা প্রয়োজন, সেটা হলো খাদ্যশৃঙ্খলা, অনুশীলন ও ঘুম।
আলোনসো, লেব্রন জেমস ও রোনালদো