ডেভিল হান্ট ফ্যাসিবাদ নির্মূলে ভালো উদ্যোগ: ইসলামী আন্দোলন
Published: 10th, February 2025 GMT
অন্তর্বর্তীকালীন সরকারের অপারেশন ডেভিল হান্ট কর্মসূচির প্রসংশা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, “দেরিতে হলেও সরকার ফ্যাসিবাদ ও সন্ত্রাস নির্মূলে ভালো একটা উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আশা করব, সরকার এ কর্মসূচি বাস্তবায়নে আরো সাহসি ভূমিকা পালন করবে। সেই সাথে সব অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবেন।”
সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নিয়মিত সাপ্তাহিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইমতিয়াজ আলম আরো বলেন, “ডেভিল হান্ট কর্মসূচিতে নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেদিকে সরকারকে সতর্ক থাকতে হবে।”
তিনি বলেন, “নতুন বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না। কোনোপ্রকার বৈষম্য দেখতে চাই না। চাঁদাবাজ আর লুটেরাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। চিহ্নিত সব অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।”
আরো বক্তব্য রাখেন আলহাজ আলতাফ হোসাইন, আলহাজ আনোয়ার হোসাইন, আলহাজ আবদুল আউয়াল, ডা.
ঢাকা/নঈমুদ্দীন/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সরক র আলহ জ ইসল ম
এছাড়াও পড়ুন:
বাল্যবিয়েতে বাধা দেওয়ায় মুন্সীগঞ্জে কনে পক্ষের হামলায় ইউপি সদস্যসহ আহত ৩
মুন্সীগঞ্জ সদরের আধারা ইউনিয়নে বাল্য বিবাহে বাধা দেওয়ায় কনে পক্ষের হামলায় ইউপি সদস্যসহ তিন জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে আধারা ইউনিয়নের জাজিরা সিকদারকান্দি গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
হামলায় আহত ইউপি সদস্য জয়নাল আবেদীন, শহরের শ্রীপল্লী এলাকাট মনিরুল ইসলাম ও টাঙ্গাইলের লিখন মিয়া নামের তিন জন আহত হয়েছেন। গুরুতর আহত তিন জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
জানা যায়, জাজিরা সিকদারকান্দি গ্রামে সিকদার বাড়ির নুরনবি সিকদারের ১৩ বছর ৫ মাস বয়সী মেয়ে সাবিয়া আক্তারের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার। কনের বয়স কম হওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি জানতে পেরে আধারা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জয়নাল আবেদীনসহ তিন ব্যক্তি কনে পক্ষকে বাল্য বিয়ে দিতে নিষেধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে মনির সিকদার, বোরহান সিকদার ও জাকির সিকদারের নেতৃত্বে কনে পক্ষের লোকজন তাদের উপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করে। পরে বিকেল ৪টার দিকে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহত তিন জনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. সাইফুল আলম বলেন, হামলায় আহত ৩ জনকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। আহতাবস্থায় তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়। তবে এ ঘটনায় শুক্রবার রাত ১০টা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দাখিল করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।