অব্যবস্থাপনার বড় দৃষ্টান্ত বর্জ্য ব্যবস্থাপনা: পরিবেশ উপদেষ্টা
Published: 10th, February 2025 GMT
দেশে অব্যবস্থাপনার একটি বড় দৃষ্টান্ত হলো বর্জ্য ব্যবস্থাপনা। গত ৫৩ বছরে গড়ে ওঠা এই সমস্যার সমাধান দেড় বছরের সরকারের কাছে চাওয়াটা একটু বেশি হলেও যৌক্তিক ও যথার্থ। তবে এই চাওয়ার সঙ্গে পাওয়া মেলাতে সময়ের প্রয়োজন। কিন্তু সেই সময় কি এই সরকারের আছে?
‘উপযুক্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর পরিবেশ অধিকারকেন্দ্রিক সংস্কার’ শীষ৴ক এক নাগরিক সংলাপে এ কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ সভার আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সাভি৴সেস ট্রাস্ট (ব্লাস্ট)।
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘এই অল্প সময়ে আমরা যা করতে পারি, তা হচ্ছে খুব ভালো ও শক্তিশালী কিছু আইন তৈরি করে দিতে পারি; যা শুধু কাগজে–কলমে নয়, সামগ্রিকভাবে মানুষের আচরণ এবং মনস্তাস্ত্বিক পরিবত৴নেও ভূমিকা রাখবে। বত৴মানে আমরা বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু—এই চারটি দূষিত নদী বাঁচানোর একটি পরিকল্পনা করছি। এটাও অনেক লম্বা সময়ের কাজ। নদী হোক কিংবা সমাজ, পরিষ্কার করার জন্য সময়টুকু আমাদের দিতে হবে।’
নাগরিক সংলাপের ধারণাপত্রে উল্লেখ করা হয়, দেশে প্রতিদিন আনুমানিক ২৫ হাজার টন বর্জ্য উৎপাদিত হয়। উপযুক্ত বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় প্রতিদিনের এই বর্জ্যের ৫৫ ভাগই সঠিক ব্যবস্থাপনার বাইরে থেকে যায়। এগুলো থেকে নির্গত হয় ক্ষতিকর গ্যাস। এতে দূষিত হয় বাতাস। দূষিত হয় মাটি ও পানিও।
ঢাকার বর্জ্য ব্যবস্থাপনার বত৴মান পরিস্থিতি তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মাহাবুবুর রহমান তালুকদার। তিনি বলেন, ‘আমাদের ল্যান্ডফিল্ডগুলোর ৮০ ভাগই ময়লা (বর্জ্য) দিয়ে ভরাট হয়ে আছে। আর সাত–আট বছর পরেই সেগুলোতে আর জায়গা থাকবে না। তাই আমাদের নাগরিক পর্যায় থেকেই সচেতনতা দরকার। গৃহস্থালির ময়লাগুলো পচনশীল ও অপচনশীল—এই দুই ভাগে আলাদা করা ছাড়াও প্লাস্টিক বজে৴৵র পুনর্ব৵হার নিশ্চিত করতে হবে।’
দেশের পৌরসভা ও নগর পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) সিনিয়র একাডেমিক কো–অর্ডিনেটর মোহাম্মদ সিরাজুল ইসলাম। সমাধান নিয়ে তিনি বলেন, জৈব-অজৈব, চিকিৎসা, প্লাস্টিক, ইলেক্ট্রনিক, ইত্যাদি বর্জ্য আলাদাভাবে নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন। এতে কাজ সহজ হবে, ল্যান্ডফিল্ডের ওপর চাপ কমবে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) জ্যেষ্ঠ আইনজীবী এস হাসানুল বান্না বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে বর্জ্য ব্যবস্থাপনার কথা উল্লেখ আছে। পরিবেশ আদালত আইন আছে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা আছে। এই আইনগুলোর আওতায় বত৴মানে মোট ১০২টি মামলা চলছে। তিনি বলেন, এত মামলা; কিন্তু কোনো দৃষ্টান্তমূলক শাস্তি আজ পয৴ন্ত হয়নি। তাই যথাযথ আইন তৈরি ও বাস্তবায়ন করতে হবে।
সমাপনী বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন, ‘সঠিক বর্জ্য ব্যবস্থাপনা তখনই সম্ভব হবে, যখন নাগরিক হিসেবে আমরা সচেতন হব। আর আইন তৈরির পাশাপাশি সরকারই পারে জনসচেতনতা তৈরি করতে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ব শ
এছাড়াও পড়ুন:
ছাত্রলীগ নেতার লাঠির আঘাতে বিএনপিকর্মী খুন
কক্সবাজারের মহেশখালীতে তুচ্ছ ঘটনার জেরে আব্দুর রশিদ (৫০) নামে বিএনপির এক কর্মীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম অমিত হাসান। তিনি স্থানীয় কালারমারছাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক।
আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত রশিদ কালারমারছড়া ইউনিয়নের উত্তরনলবিলা এলাকার লাল মিয়ার ছেলে। দলীয় পদপদবী না থাকলেও তিনি বিএনপির কর্মী বলে জানা গেছে।
এদিকে ঘটনার পর দুপুর দেড়টার দিকে পুলিশ অভিযান চালিয়ে কামরুল ইসলাম নামে একজনকে আটক করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল হাসপাতালে প্রেরণে করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রশিদ নিজ বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় একই এলাকার ছাত্রলীগ নেতা অমিত হাসানের সঙ্গে সরকার পতন ও দলীয় বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় রশিদকে লাঠি দিয়ে আঘাত করেন অমিত। এতে মাটিতে লুটে পড়েন রশিদ। স্থানীয়রা আহত অবস্থায় তাকে হাসপাতালে নিতে গেলে পথেই তার মৃত্যু হয়।
নিহত রশিদের ভাতিজা জাহেদুল ইসলাম জানান, তার চাচার সঙ্গে কোনো পূর্ববিরোধ ছিল না অমিতের। তবে অভিযুক্ত অমিতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে। এছাড়াও মূল অভিযুক্ত অমিতকে গ্রেপ্তারে অভিযান চলছে।