হিন্দি প্লেব্যাকের ইতিহাস লিখতে গেলে যাঁদের কথা অবধারিতভাবে আসে, তাঁদের একজন সনু নিগম। যাঁকে রোমান্টিক গানের বাদশাও বলে থাকেন ভক্ত-অনুরাগীরা। সেই সনু নিগমই এবার ভক্তদের ওপর বেজায় চটেছেন। গত ৯ ফেব্রুয়ারি কলকাতায় কনসার্ট করতে গিয়েছিলেন গায়ক। প্রায় দুই মাস আগে থেকেই একক অনুষ্ঠানের টিকিট বিক্রি হচ্ছিল। তবে ভক্তদের টিকিটের চাহিদা তুঙ্গে উঠেছিল। এ পরিপ্রেক্ষিতেই স্থান বদল করতে বাধ্য হন আয়োজকেরা। বাঁছাই করা হয় কলকাতার রাজারহাট। অনুষ্ঠানস্থলে তিল পরিমাণ জায়গা ছিল না। পুরো মাঠে দর্শক আর দর্শক। নির্দিষ্ট সময়ে মঞ্চে ওঠেন সনু নিগম। কনসার্টের জন্য সবুজ ও সোনালি রঙের স্যুট পরেন। নিজের পুরোনো লয়ে গান ধরেন। কিন্তু তাল কেটে যায় দর্শকসারিতে বসা ভক্তদের জন্য। গায়ককে দেখে উদ্‌গ্রীব হয়ে দাঁড়িয়ে পড়েন অনেক ভক্ত।

সনু নিগম.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সার্টিফিকেশন বোর্ড কী করছে

সাড়ে চার মাসে সাড়ে তিন শর বেশি সিনেমাকে সার্টিফিকেশন সনদ দিয়েছে বোর্ড। এর মধ্যে ‘ভয়াল’, ‘বলী’, ‘দরদ’, ‘চাঁদের অমাবস্যা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘প্রিয় মালতী’র মতো সিনেমা যেমন আছে, তেমনি রয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দুই শতাধিক চলচ্চিত্র ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া হলিউডের চলচ্চিত্র।

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার। ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩’-এর ৩-এর উপধারা (১) অনুসারে গঠিত হয়েছে এই বোর্ড।

বোর্ডের প্রধান কাজ ছবির রেটিং দেওয়া। কোন ছবি কোন বয়সের দর্শকের জন্য উপযোগী, নির্ধারণ করে বোর্ড। আর এই রেটিং প্রদানের জন্য জরুরি বিধিমালা। কিন্তু বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি, প্রস্তাব আকারে রয়েছে। কেউ কেউ তাই প্রশ্ন তুলেছেন, বিধিমালা ছাড়াই সাড়ে চার মাস ধরে সার্টিফিকেশন বোর্ড কীভাবে কাজ করছে?

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার

সম্পর্কিত নিবন্ধ