তসলিমা নাসরীনের বই নিয়ে বইমেলায় হট্টগোল
Published: 10th, February 2025 GMT
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় বইমেলায় আগত দর্শনার্থীদের রোষানলে পড়েন অ্যাক্টিভিস্ট, গীতিকার ও লেখক শতাব্দী ভব। পরে দর্শনার্থীদের ক্ষোভ কমাতে পুলিশের সাহায্যে তাকে বইমেলা থেকে বের করে দেওয়া হয় এবং সব্যসাচীর স্টল বন্ধ করে দেওয়া হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সব্যসাচী স্টল এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘একদল শিক্ষার্থী সব্যসাচী স্টলে তসলিমা নাসরীনের বই বিক্রি করা দেখে সেখানে ভিড় করেন। শতাব্দী ভব নামে ওই লেখক তখন সেখানেই বসে ছিলেন। তসলিমা নাসরীনের বই বিক্রি কেন করছেন-শিক্ষার্থীরা জানতে চাইলে তাদেরকে জঙ্গি বলেন এই লেখক। একপর্যায়ে জয় বাংলা স্লোগান দিলে উত্তেজিত শিক্ষার্থীরা তাকে মারতে গেলে পুলিশ বাধা দেয় এবং তাকে নিয়ে চলে যায়।’
আরো পড়ুন:
বৃত্তের বাইরের ভাবনায় বইমেলা
বইমেলার দ্বিতীয় দিনে ১৩ নতুন বই প্রকাশিত
এরপরই সাময়িক বন্ধ করে দেওয়া হয় স্টলটি। তবে কিছুক্ষণ পর স্টলটি খুলে দেওয়া হয়। বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত টাস্কফোর্সের সভার পর নেওয়া হবে।
এ বিষয়ে বইমেলা টাস্কফোর্সের আহ্বায়ক ড.
ঢাকা/রায়হান/সৌরভ/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব ল এক ড ম বইম ল বইম ল
এছাড়াও পড়ুন:
ততক্ষণে আমি বুঝতে পেরেছি, জিম্মি জমে গেছে
ছবি : প্রথম আলো