রাঙামাটিতে মুমূর্ষু অবস্থায় হাতির শাবক উদ্ধার
Published: 10th, February 2025 GMT
রাঙামাটির রাজস্থলী উপজেলার প্রধান সড়ক সংলগ্ন গাইন্দ্যা ইউনিয়নের ওগারী পাড়ার চিতাখোলা থেকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা একটি হাতির শাবক উদ্ধার করেছে বনবিভাগ। স্থানীয় এলাকাবাসী এবং পথচারীরা জানান, সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে হাতির শাবকটি রাজস্থলীর প্রধান সড়কের পাশের একটি খাদে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
বনবিভাগের রাইখালী রেঞ্জের দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা মো.
রাজভিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন জানান, উদ্ধারের পর শাবকটির মায়ের জন্য ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। ২৪ ঘণ্টা পর সিদ্ধান্ত হবে, শাবকটিকে কোথায় রাখা হবে।
আরো পড়ুন:
টেকনাফের পাহাড়ে আবারো বন্যহাতির মৃত্যু
টেকনাফ পাহাড়ে বাচ্চা প্রসবের সময় হাতির মৃত্যু
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র জানান, গতকাল (রবিবার) থেকে ওগাড়ী পাড়া এলাকায় বন্যহাতির তাণ্ডব চলছে। বিষয়টি বনবিভাগকে অবগত করা হয়েছে। বন বিভাগের আইন অনুযায়ী শাবকটির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, হাতির শাবককে কেন্দ্র করে পথচারী এবং এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, যেহেতু হাতির শাবকটি এখানে পড়ে রয়েছে, সেহেতু এই হাতির মা যেকোনো সময় আবার আসতে পারে।
তারা আরো জানান, রবিবার হাতির একটি দল এলাকায় আসলে এলাকাবাসী তাদের তাড়ানোর জন্য নিজেদের বাগানে আগুন দেয়। ফলে হাতির দলটি ছত্রভঙ্গ হয়ে এদিক-সেদিকে ছুটোছুটি করার কারণে হয়ত শাবকটি তার মায়ের সঙ্গে চলে যেতে পারেনি।
ঢাকা/শংকর/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর বনব ভ গ অবস থ য়
এছাড়াও পড়ুন:
সার্টিফিকেশন বোর্ড কী করছে
সাড়ে চার মাসে সাড়ে তিন শর বেশি সিনেমাকে সার্টিফিকেশন সনদ দিয়েছে বোর্ড। এর মধ্যে ‘ভয়াল’, ‘বলী’, ‘দরদ’, ‘চাঁদের অমাবস্যা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘প্রিয় মালতী’র মতো সিনেমা যেমন আছে, তেমনি রয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দুই শতাধিক চলচ্চিত্র ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া হলিউডের চলচ্চিত্র।
২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার। ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩’-এর ৩-এর উপধারা (১) অনুসারে গঠিত হয়েছে এই বোর্ড।
বোর্ডের প্রধান কাজ ছবির রেটিং দেওয়া। কোন ছবি কোন বয়সের দর্শকের জন্য উপযোগী, নির্ধারণ করে বোর্ড। আর এই রেটিং প্রদানের জন্য জরুরি বিধিমালা। কিন্তু বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি, প্রস্তাব আকারে রয়েছে। কেউ কেউ তাই প্রশ্ন তুলেছেন, বিধিমালা ছাড়াই সাড়ে চার মাস ধরে সার্টিফিকেশন বোর্ড কীভাবে কাজ করছে?
২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার