বাদ যাচ্ছে ১৬ লাখ মৃত ভোটার, সুযোগ নেই কারচুপির: ইসি আনোয়ারুল
Published: 10th, February 2025 GMT
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, কমিশনের কাছে ভালো নির্বাচন না করার কোনো বিকল্প নেই। এবার প্রথমবারের মতো ভোটার তালিকা থেকে বাদ পড়ছে প্রায় ১৬ লাখ মৃত ভোটার। এতে কোন কারচুপির সুযোগ নেই।
সোমবার সন্ধ্যায় ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসক কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।
আনোয়ারুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে আমরা একটি ভালো নির্বাচন চাই। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি সামনে রেখে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে। তবে সংস্কারের বিষয়টি নিয়ে কাজ হচ্ছে।’
নির্বাচনী আসন নিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, মানিকগঞ্জে একটি সংসদীয় নির্বাচনী আসন কমানো হয়েছে। আসন পুনরুদ্ধারে অনেকগুলো আবেদন নির্বাচন কমিশনের কাছে এসেছে। এ বিষয়টি দেখা হবে।
নির্বাচন কমিশন ইতোমধ্যে পর্যালোচনা করেছে জানিয়ে তিনি বলেন, আমাদের ভালো একটা নির্বাচন এবং অতীতের গ্লানি মুছে ফেলতে কী কী করণীয় প্রয়োজন, তা আমরা এক্সারসাইজ করে রেখেছি। সংস্কার প্রতিবেদন অনুযায়ী আমরা সিদ্ধান্ত গ্রহণ করব এবং সেই অনুযায়ী কাজ করব।
মানিকগঞ্জ জেলা প্রশাসক ড.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে বাসচাপায় ভাই-বোনসহ নিহত ৩
চট্টগ্রামের দোহাজারী উপজেলায় বাসচাপায় দুই ভাই-বোনসহ ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে ওয়াকার উদ্দিন আদিল (১২) ও উম্মে হাবিবা রিজভী (১৫) উপজেলার জামিজুরি নিবাসী জসীম উদ্দিনের সন্তান। অপরজন হলেন, অটোরিকশাচালক রুহুল আমিন (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূরবী পরিবহনের একটি বাস বান্দরবান থেকে চট্টগ্রামে যাচ্ছিল। বাসটি জেলার দোহাজারী উপজেলা সদরে পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো এক জন। দুর্ঘটনার পরে স্থানীয় জনতা জনতা মহাসড়ক অবরোধ করে দীর্ঘ সময় বিক্ষোভ করেন।
আরো পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর ফুটপাতে, মেকানিক নিহত
রাজশাহীতে ৩ মোটরসাইকেল চালক নিহত
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুরঞ্জন চাকমা বলেন, ‘‘এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে, বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।’’
ঢাকা/রেজাউল/রাজীব