উইলিয়ামসনের সেঞ্চুরিতে ফাইনালে নিউজিল্যান্ড
Published: 10th, February 2025 GMT
কেন উইলিয়ামসনের সেঞ্চুরির ওপর ভর করে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩০৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় ব্ল্যাক ক্যাপসরা।
দক্ষিণ আফ্রিকার ওপেনার ম্যাথিউ ব্রিটজকে ওয়ানডে অভিষেকেই বিশ্বরেকর্ড গড়লেও তার দুর্দান্ত ১৫০ রানের ইনিংস শেষ পর্যন্ত দলের জয়ে যথেষ্ট হয়নি। দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার কীর্তি গড়েছেন তিনি, ভেঙেছেন ৪৭ বছর আগে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ডেজমন্ড হেইন্সের করা ১৪৮ রানের রেকর্ড।
টস জিতে বোলিং নেওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ধীরগতির শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে ব্রিটজকে ও জেসন স্মিথের ১০৫ বলে ৯৩ রানের জুটিতে ভালো অবস্থানে পৌঁছায় দলটি। ১২৮ বলে শতক স্পর্শ করার পর ব্রিটজকে আরও আগ্রাসী হয়ে ওঠেন, পরের ৫০ রান করেন মাত্র ১৯ বলে। তার ১১ চার ও ৫ ছক্কার ইনিংসে ভর করে প্রোটিয়ারা ৩০৪ রান সংগ্রহ করে।
তবে উইলিয়ামসন-কনওয়ের জুটিতে এই রানও পর্যাপ্ত প্রমাণিত হয়নি। নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙে দলীয় ৫০ রানের মাথায়। দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ে ও কেইন উইলিয়ামসন মিলে গড়েন ১৫৫ বলে ১৮৭ রানের জুটি। সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন দুজনই। তবে উইলিয়ামসন শতকের দেখা পেলেও ৩ রানের আক্ষেপ নিয়ে ফিরেছেন কনওয়ে। ২০১৯ সালের পর ওয়ানডেতে উইলিয়ামসনের প্রথম সেঞ্চুরিটি আসে মাত্র ৭২ বলে, যা তার ক্যারিয়ারের দ্বিতীয় দ্রুততম শতক। শেষ পর্যন্ত ১১৩ বলে ১৩৩ রান করে অপরাজিত থাকেন কিউই অধিনায়ক, নিশ্চিত করেন দলের সহজ জয়।
এই জয়ের ফলে নিউজিল্যান্ড ফাইনালে জায়গা করে নিয়েছে। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে আসন্ন ম্যাচটি কার্যত নকআউট লড়াই হয়ে দাঁড়িয়েছে, যেখানে বিজয়ী দল ফাইনালে কিউইদের মুখোমুখি হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ ইন ল
এছাড়াও পড়ুন:
পাকিস্তানের বিপক্ষে না খেলে, আইপিএল খেলবেন স্যান্টনার-রাচিনরা
আগামী রবিবার (১৬ মার্চ, ২০২৫) থেকে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউ জিল্যান্ড। তবে এই সিরিজটা মাইকেল ব্রেসওয়েল নেতৃত্ব দিবেন কিউই দলকে।আগামী ২২ মার্চ থেকে শুরু হতে যাছহে আইপিএলের ১৮তম আসর। এদিকে কিউই দলের গুরুত্বপূর্ণ অনেক ক্রিকেটারই আইপিএলের নিয়মিত মুখ। তাই জাতীয় দলকে বাদ দিয়ে এই ফ্র্যাঞ্জাইজি এই লিগকেই বেছে নিয়েছেন মিচেল স্যান্টনার, রাচিন রাবীন্দ্ররা।
আসন্ন আইপিএলের বিভিন্ন দলে খেলবেন স্যান্টনার, রাচিন, লকি ফার্গুসন, ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপস। একমাত্র কনওয়ে ছাড়া অন্য সবাই আছেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে। তবে ক্রিকেটারদের তীব্র ইচ্ছের ফলে জাতীয় দলের সিরিজ না রেখে তাদেরকে আইপিএল খেলার অনুমতি দিয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেট।
আরো পড়ুন:
কিউইরা বহুজাতিক শিরোপা জিতল ২০ বছর পর
আফগানিস্তান-নিউ জিল্যান্ডকে এ কেমন ভেন্যু দিলো ভারত?
ব্ল্যাক ক্যাপসরা সম্প্রতি শেষ হওয়া ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে রোমাঞ্চকর এক ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে। আট দল নিয়ে হওয়া এই টুর্নামেন্টে ব্রেসওয়েল ছিল কিউইদের অন্যতম সেরা পারফর্মার। তিনি সহ চ্যাম্পিয়নস ট্রফি স্কোয়াডের সাতজন খেলোয়াড়কে পাকিস্তানের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজে ডাকা হয়েছে। মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জামিসন, ড্যারিল মিচেল, এবং উইলিয়াম ও’রোর্ক এই তালিকায় আছে। যারা চ্যাম্পিয়নস ট্রফি দলের অংশ ছিলেন।
ইশ সোধি দলে ফিরেছেন। সম্প্রতি এই লেগ স্পিনার শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে অনুষ্ঠিত সিরিজে অনুপস্থিত ছিলেন না। অন্যদিকে হ্যামস্ট্রিং চোটের কারণে পেসার বেন সিয়ার্সও চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে পড়েছিলেন। তিনিও সেরে উঠেছেন।
চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা অন্য দুই পেসার জেমিসন এবং ও’রোর্ককে কেবল প্রথম তিনটি ম্যাচের জন্য স্কোয়াডে রাখা হয়েছে। কারণ নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) পেসারদের ওয়ার্ক লোড ম্যানেজম্যান্ট সঠিকভাবে করতে চায়। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনালে চোটে পড়া হেনরি কেবল চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের জন্য দলের অংশ।
উইলিয়ামসন এই সিরিজে খেলতে চান না। তাই তাকে বিবেচনায় নেওয়া হয়নি। অন্যদিকে প্রতিশ্রুতিশীল বিধবংসী তরুণ ব্যাটসম্যান বেভন জেকবসও আইপিএলে খেলবেন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডের অংশ থালেও তাই তাকে পাকিস্তান সিরিজের জন্য বিবেচনা করা হচ্ছে না।
পাকিস্তানের বিপক্ষে নিউ জিল্যান্ডের স্কোয়াড:
মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জাক ফোলকস, মিচ হে, ম্যাট হেনরি (চতুর্থ এবং পঞ্চম ম্যাচের জন্য শুধুমাত্র), কাইল জামিসন (প্রথম তিনটি ম্যাচের জন্য শুধুমাত্র), উইলিয়াম ও’রোর্ক (প্রথম তিনটি ম্যাচের জন্য শুধুমাত্র), টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সিফার্ট, ইশ সোধি।
ঢাকা/নাভিদ