‘গোট’ মেসিকে দর্শক হিসেবে পেয়ে মাহোমেসের উচ্ছ্বাস
Published: 10th, February 2025 GMT
লিওনেল মেসিকে ‘গোট’ (G.O.A.T) ভাবার তালিকায় যোগ হলো আরেকটি নাম—প্যাট্রিক মাহোমেস। যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) দল কানসাস সিটি চিফসের কোয়ার্টারব্যাক। গতকাল রাতে লুইজিয়ানার সুপারডোমে অনুষ্ঠিত হয়ে গেল খেলাধুলার দুনিয়ায় আমেরিকান ফুটবলের সবচেয়ে চিত্তাকর্ষক ম্যাচ সুপার বোল। সেখানে অতিথি হিসেবে মেসি উপস্থিত হওয়ার আগেই তাঁকে তাঁর খেলায়, মানে ফুটবলে ‘সর্বকালের সেরা’ হিসেবে ঘোষণা করেন মাহোমেস।
আরও পড়ুন৪৮১ দিন পর একাদশে নেইমার, গোল নেই, ড্রিবলেও জিরো৭ ঘণ্টা আগেমাহোমেসকে হালকা-পাতলা কেউ ভাবলে ভুল হবে। এনএফএলের ইতিহাসে যে পাঁচজন কোয়ার্টারব্যাক দলের একাদশের হয়ে ন্যূনতম তিনটি সুপার বোল জিতেছেন, মাহোমেস তাঁদের একজন। মেসির ছেলেরাও সম্ভবত তাঁর ভক্ত। ক্রিম রঙের অ্যাডিডাস ব্র্যান্ডের সোয়েটার পরে দুই ছেলে চিরো ও মাতেওকে নিয়ে সুপারডোমে গিয়েছিলেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন কিংবদন্তি। মাহোমেসের জার্সি ছিল তাঁর ছেলেদের গায়ে। যদি ধরে নেওয়া হয় মেসির ছেলেরা কানসাস সিটির সমর্থক হিসেবে সুপার বোলের ৫৯তম সংস্করণ দেখতে গিয়েছিল, তাহলে বলতে হবে, তাদের মনের ইচ্ছা পূরণ হয়নি। কানসাসকে ৪০-২২ ব্যবধানে হারিয়ে এ বার্ষিক প্রতিযোগিতাটি জিতেছে ফিলাডেলফিয়া ইগলস।
তবে যে-ই জিতুক, ন্যাশনাল ফুটবল কনফারেন্স (এনএফসি) ও আমেরিকান ফুটবল কনফারেন্সের (এএফসি) দুই চ্যাম্পিয়নের মধ্যে এ ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ ছিল অন্য খেলার তারকা থেকে বিনোদনজগতের তারকাদের মধ্যে। পপ তারকা টেলর সুইফট থেকে হলিউড কিংবদন্তি স্যামুয়েল এল জ্যাকসন, কেভিন কস্টনার, ব্র্যাডলি কুপার, অ্যান হ্যাথওয়ে, বিটলস কিংবদন্তি পল ম্যাকার্টনিও গিয়েছিলেন সুপার বোল দেখতে। ঢুঁ মেরেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। মেসির সঙ্গে সুপারডোমে ছিলেন তাঁর মায়ামি সতীর্থরা—জর্দি আলবা, লুইস সুয়ারেজ ও সের্হিও বুসকেতস। দক্ষিণ আমেরিকা সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে প্রাক্–মৌসুমে অরল্যান্ডো সিটির বিপক্ষে শেষ ম্যাচ খেলার আগে অন্য রকম ফুটবল দেখতে গিয়েছিলেন তাঁরা।
আরও পড়ুনরিয়াল-আতলেতিকোর ঘাড়ে বার্সার নিশ্বাস, ধরাছোঁয়ার বাইরে যাচ্ছে বায়ার্ন ৯ ঘণ্টা আগেমেসি এবারের সুপার বোলে কোন দলের সমর্থন দিয়েছেন, তা জানা যায়নি। তবে গত বছর একটি ফুটবল ম্যাচের আগে কানসাস সিটি তারকা মাহোমেসের সঙ্গে দেখা করেছিলেন মেসি। আর মাহোমেস মেসি সুপার বোল দেখতে যাওয়ার আগেই আর্জেন্টাইন কিংবদন্তিকে নিয়ে সংবাদমাধ্যমে বলে দিয়েছেন, ‘সে তার খেলার সর্বকালের সেরা (গোট)। এই ম্যাচে তার মতো কাউকে পাওয়াটা দারুণ ব্যাপার।’
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) শুরুর আগে মেসিকে নিয়ে বিজ্ঞাপনও করিয়ে নিয়েছে অ্যাপল টিভি। গত রোববার রাতে সুপার বোল শেষে বিজ্ঞাপনটি ছাড়া হয় অ্যাপল টিভির সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা যায়, আমেরিকান ফুটবলের চ্যাপটা বল নিয়ে ‘জাগলিং’ (কসরত) করছেন মেসি। কিছুক্ষণ কসরত করে একটি কিক নেন। তারপর ঘুরে চলে যাওয়ার সময় স্ক্রিনে লেখা ওঠে, ‘ফুটবল (football) শেষ হলে ফুটবল (futbol) শুরু হয়।’
২২ ফেব্রুয়ারি শুরু হবে এমএলএসের নতুন মৌসুম। সেদিন নিউইয়র্ক সিটি এফসির মুখোমুখি হবে মেসি-আলবাদের দল মায়ামি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মেসিদের লিগে ইঁদুর নিয়ে হুটোপাটি, বন্ধ খেলা
অনেক সময় অনাকাঙ্ক্ষিত কারণে থামিয়ে দিতে হয় খেলা। অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, মৃত্যু, যুদ্ধবিমানের আঘাত, বাঘের আক্রমণ, গুইসাপ ঢুকে পড়া এবং পোকার আক্রমণসহ বিচিত্র সব কারণে বন্ধ রাখতে হয়েছিল অনেক ম্যাচ।
তেমন ঘটনা দেখা গেছে মেজর লিগ সকারে (এমএলএস) ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস এবং অস্টিন এফসির ম্যাচেও। এবার খেলা বন্ধের কারণ হয়েছে একটি ইঁদুর।
ভ্যাঙ্কুভারের মাঠ বিসি প্লেসে গতকাল ম্যাচের ৭ মিনিটের খেলা চলছিল তখন। অতিথি দল অস্টিন কর্নার কিক পায়। কিন্তু কর্নার নেওয়ার আগে রেফারি মাঝমাঠের কাছাকাছি জায়গায় সবার দৃষ্টি আকর্ষণ করেন, যেখানে অনাকাঙ্ক্ষিতভাবে ঢুকে পড়েছিল ছোট একটি ইঁদুর। রেফারির ডাকে সাড়া দিয়ে এ সময় দ্রুত ছুটে যান অস্টিন গোলরক্ষক ব্র্যাড স্টুভার।
আরও পড়ুনবাঘ, গুইসাপ, মৌমাছির পর এবার পোকামাকড়ে বন্ধ হলো ক্রিকেট ম্যাচ ১৪ নভেম্বর ২০২৪কাছাকাছি যাওয়ার পর স্টু্ভারকে ইঁদুরের অবস্থান দেখিয়ে দেন সতীর্থ ব্র্যান্ডেন হাইনেস-ইকে। এরপর দ্রুত গতিতে সেই ইঁদুরটিকে গ্লাভসে পুরে নেন অস্টিন গোলরক্ষক। ইঁদুরটিকে দুই হাতের গ্লাভসে বন্দী করে অবশ্য খুব বেশি সময় নষ্ট করেননি স্টুভার।
দৌড়ে গিয়ে মাঠের বাইরে ছেড়ে দিয়ে আসেন ছোট প্রাণীটিকে। এ সময় ভ্যাঙ্কুভার সমর্থকদের কাছ থেকে বেশ সাধুবাদও পান স্টুভার। তবে এই ঘটনায় এক মিনিটের বেশি বন্ধ ছিল খেলা।
আরও পড়ুনবাঘ, যুদ্ধবিমান, ড্রেনের পাইপের পর এবার গুইসাপ—ক্রিকেট ম্যাচ বন্ধের যত অদ্ভুত কারণ০৩ ফেব্রুয়ারি ২০২৪তবে ইঁদুর ধরায় যতটা দক্ষতা দেখিয়েছে, গোল বাঁচানোয় ততটা দেখাতে পারেননি মার্কিন এই গোলরক্ষক। ভ্যাঙ্কুভারের কাছ থেকে সব মিলিয়ে ৫ গোল, যেখানে একাই ৪ গোল করেন ব্রায়ান হোয়াইট।
ম্যাচটা অস্টিন হেরেছে ৫-১ গোলে। এই জয়ে এমএলএসের ওয়েস্টার্ন কনফারেন্সের শীর্ষ স্থানটা আরও সুদৃঢ় করল ভ্যাঙ্কুভার। তাদের পয়েন্ট ৮ ম্যাচে ১৯। আর হেরে যাওয়া অস্টিন আছে ১৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে।