ছেলে, শ্বাশুড়ির অস্থাবর সম্পদসহ পলকের সম্পদ জব্দের আদেশ
Published: 10th, February 2025 GMT
জুনাইদ আহমেদ পলকের ১৫.১৫ একর জমি জব্দ ও তার নামে ১২টি, ছেলের নামে দুইটি এবং তার শ্বাশুড়ির নামে ৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। জমির মোট বাজার দাম ১ কোটি ৯৫ লাখ ৪৫ হাজার ৯৬৬ টাকা। আর ১৮টি ব্যাংক হিসাবের আছে ৪ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৯৩৭ টাকা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, নাটোর-৩ আসনের সাবেক এমপি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। পলকের নামে সম্পদ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর এবং মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামের অর্জিত সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।
আরো পড়ুন:
খাগড়াছড়িতে ‘ডেভিল হান্ট’ অভিযানে আ.
লক্ষ্মীপুরে আ.লীগ নেতা গ্রেপ্তার
পলকের স্থাবর সম্পদের জব্দের মধ্যে রয়েছে, ১৫ দশমিক ১৫ একর সম্পদ।এর মধ্যে নাটোরের সিংড়া উপজেলায় মোট ১৪ দশমিক ৯৮৫ একর জমি, দুটি বিল্ডিং ও চারটি দোকান রয়েছে। তার ছেলে অপূর্ব জুনাইদের নামে ৪ লাখ ৮৭ হাজার ৩৬৫ টাকার ৬ শতক জমি রয়েছে। এছাড়া ৩৫ লাখ টাকার পূর্বাঞ্চলে ১০ কাঠা জমি আছে।
অস্থাবর সম্পদের মধ্যে পলকের ১২টি ব্যাংক হিসাবের ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬১৭ টাকা, তার ছেলে অপূর্ব জুনাইদের ২টি ব্যাংক হিসাবে আছে ৫৫ লাখ ৩৭ হাজার ১১৭ এবং তার শ্বাশুড়ি লাইলা জেসমিনের ৪টি ব্যাংক হিসাবের, ১ কোটি ৮৩ লাখ ২০৩ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
ঢাকা/মামুন/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ পলক র
এছাড়াও পড়ুন:
বন্দরে ফেরি করে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১
বন্দরে ফেরি করে মাদক বিক্রি করার সময় ২৫০ গ্রাম গাঁজাসহ রাজিব (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রাজিব ঢাকা জেলার বংশাল থানার ১৪৭ নং আগা সাদেক রোড এলাকার আল ইসলাম মিয়ার ছেলে।
বর্তমানে সে বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকার সবুর মিয়ার বাড়িতে বসবাস করে আসছে। গাঁজা উদ্ধারের ঘটনায় মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৫(৪)২৫।
ধৃত মাদক কারবারিকে মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (১৪ এপ্রিল) রাতে বন্দর থানার কয়লা ঘাটস্থ জনৈক সিরাজ উদ্দিনের দোকানের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রাজিব দীর্ঘ দিন ধরে মদনগঞ্জ কয়লাঘাট, বেঁধেপট্রি এলাকায় অবাধে গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।