পাকিস্তানের তারকা অভিনেত্রী হানিয়া আমিরকে বলিউডের সিনেমায় দেখা যাবে কবে, তা নিয়ে আলোচনার শেষ নেই। হানিয়ার অনুরাগীরা তাঁকে বলিউডের সিনেমায় দেখতে মুখিয়ে আছেন।

বিষয়টি নিয়ে হানিয়া কী বলছেন? বলিউডের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলে করবেন? এমন প্রশ্নের জবাবে এই তারকা বলেন, ভালো কোনো কাজের প্রস্তাব পেলে বিষয়টি বিবেচনা করে দেখবেন।

হালের পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন হিসেবে বিবেচনা করা হয় হানিয়াকে। সম্প্রতি ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত বলেন, তিনি সালমান খানের বিপরীতে হানিয়া আমিরকে সিনেমায় দেখতে চান।

হানিয়া আমিরও দীর্ঘদিন ধরেই বলিউডে কাজের পরিকল্পনা করে রেখেছেন। বিশেষ করে শাহরুখ খানের পাঁড় ভক্ত তিনি। রাখি সাওয়ান্তের ইচ্ছা পূরণ হয় কি না, তা দেখতে অপেক্ষায় থাকতে হবে।

হানিয়া আমির.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ধর্ষণচেষ্টা: চলন্ত অটোরিকশা থেকে কিশোরীর লাফ

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত অটোরিকশায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। নিজেকে বাঁচাতে ওই কিশোরী অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) জেলার দিরাই-মদনপুর সড়কের গণিগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও কিশোরীর পরিবার বলেছে, বৃহস্পতিবার বিকেলে দিরাই বাজারে কেনাকাটা করতে যায় ওই কিশোরী (১৪)। কেনাকাটা শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে একটি অটোরিকশায় উঠে। এ সময় অটোরিকশাটিতে আরো দুই যুবক উঠে। কিন্তু, অটোরিকশাটি ভুক্তভোগীর বাড়ির দিকে না গিয়ে দিরাই-মদনপুর সড়কের দিকে যায়। ভুল পথ দেখে কিশোরী অটোরিকশা থামাতে বলে। কিন্তু, চালক না থামিয়ে চলতে থাকেন। একপর্যায়ে দুই যুবক কিশোরীর হাত-মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী অটোরিকশা থেকে লাফ দেয়। এতে তার এক চোখের অংশ, মুখ ও হাত থেঁতলে গেছে।

আরো পড়ুন:

চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে কলেজছাত্রীকে শ্লীলতাহানি, গ্রেপ্তার ২

হবিগঞ্জে আছিয়ার গায়েবানা জানাজা ও কফিন মিছিল

ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘‘ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে দুই জনকে আটক করা হয়েছে। কী ঘটেছে সেটা জানার চেষ্টা করছি।’’

ঢাকা/মনোয়ার/রাজীব

সম্পর্কিত নিবন্ধ