ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
Published: 10th, February 2025 GMT
সময় যত পার হচ্ছে ততই এগিয়ে আসছে পবিত্র রমজান শুরুর মাস। আর রমজান শেষেই বিশ্বের মুসলিমরা পালন করবে পবিত্র ঈদুল ফিতর। এজন্য এখন থেকেই শুরু হয়েছে ঈদুল ফিতরের সম্ভাব্য দিনক্ষণ গণনা।
এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত সরকার জানিয়েছে, এ বছর ঈদে ৩দিন সরকারি ছুটি থাকবে। তবে এবার রজমান মাস ৩০ দিনে হলে আরো অতিরিক্ত ছুটি যোগ করা হবে।
আরব আমিরাতে সরকারি ছুটির বিষয়টি নির্ভর করে চাঁদ দেখা কমিটির ওপর। ইসলামিক হিজরি অনুযায়ী দেশটি সরকারি ছুটি ঘোষণা করে থাকে।
আরো পড়ুন:
রমজানে পণ্যের দাম নিম্নমুখী থাকবে: বাণিজ্য উপদেষ্টা
বিদায় মাহে রমজান, ব্যথিত মুমিনের হৃদয়
এ বছর কবে থেকে পবিত্র রমজান শুরু হতে পারে তার সম্ভাব্য তারিখ জানিয়েছে আরব আমিরাতের জ্যোতির্বিদরা। আগামী ২৮ ফেব্রুয়ারি পবিত্র রমজানের চাঁদ দেখা যেতে পারে। এদিন চাঁদ দেখা গেলে ১ মার্চ থেকে রমজান শুরু হবে।
এ বছর যদি রমজান মাস ২৯ দিনে হয়, তাহলে আগামী ৩০ মার্চ রবিবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। যদি রমজান মাস ৩০ দিনে হয়, তাহলে ৩১ মার্চ ঈদ পালিত হবে।
সূত্র: টাইম আউট দুবাই
ঢাকা/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর রমজ ন রমজ ন শ র রমজ ন সরক র
এছাড়াও পড়ুন:
সার্টিফিকেশন বোর্ড কী করছে
সাড়ে চার মাসে সাড়ে তিন শর বেশি সিনেমাকে সার্টিফিকেশন সনদ দিয়েছে বোর্ড। এর মধ্যে ‘ভয়াল’, ‘বলী’, ‘দরদ’, ‘চাঁদের অমাবস্যা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘প্রিয় মালতী’র মতো সিনেমা যেমন আছে, তেমনি রয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দুই শতাধিক চলচ্চিত্র ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া হলিউডের চলচ্চিত্র।
২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার। ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩’-এর ৩-এর উপধারা (১) অনুসারে গঠিত হয়েছে এই বোর্ড।
বোর্ডের প্রধান কাজ ছবির রেটিং দেওয়া। কোন ছবি কোন বয়সের দর্শকের জন্য উপযোগী, নির্ধারণ করে বোর্ড। আর এই রেটিং প্রদানের জন্য জরুরি বিধিমালা। কিন্তু বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি, প্রস্তাব আকারে রয়েছে। কেউ কেউ তাই প্রশ্ন তুলেছেন, বিধিমালা ছাড়াই সাড়ে চার মাস ধরে সার্টিফিকেশন বোর্ড কীভাবে কাজ করছে?
২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার