বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেললেও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। খেলার সুযোগ পেলেও ছিলেন ছন্দহীন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তার ফর্ম নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স তা নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন।

মিরপুরে অনুশীলনের পর শান্তকে নিয়ে সিমন্স বলেন, ‘সে খেলুক বা না খেলুক, প্রতিদিন কঠোর পরিশ্রম করেছে। মানসিকভাবে শক্ত থাকা জরুরি। ৫০ ওভারের ম্যাচ সে খুব বেশি খেলেনি, তবে প্রস্তুতির ঘাটতি নেই।’

বরিশালের অধিনায়ক তামিম ইকবালও শান্তর ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন। তার ভাষায়, ‘শান্ত জাতীয় দলের অধিনায়ক, দেশের অন্যতম সেরা ক্রিকেটার। তবে দলীয় কম্বিনেশনের কারণে বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি। এরপরও তার দল ও খেলার প্রতি নিবেদন দুর্দান্ত ছিল।’

অন্যদিকে, বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে নিয়মিত খেলেছেন পেসার নাহিদ রানা। বেশি ম্যাচ খেলার কারণে শেষদিকে তার গতি কমে যায় বলে মনে করছেন কোচ সিমন্স। তিনি বলেন, ‘শেষ কয়েক ম্যাচে ওকে কিছুটা স্লো মনে হয়েছে। তবে এখন কিছুটা বিশ্রাম পেয়েছে, গতকাল অনুশীলনে আগের মতোই ধারালো মনে হয়েছে।’

এদিকে, বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনের কাজের প্রশংসা করেছেন সিমন্স। তিনি বলেন, ‘সালাউদ্দিন দলে যোগ দেওয়ার পর থেকেই দুর্দান্ত কাজ করছেন। তিনি ক্রিকেটারদের উন্নতির জায়গাগুলো চিহ্নিত করে সঠিকভাবে কাজ করছেন, যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কঠিন গ্রুপে রয়েছে বাংলাদেশ, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। তবে কোচ সিমন্স আত্মবিশ্বাসী, ‘যেকোনো টুর্নামেন্টে সেরা প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হয়। আমাদের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে পারলে ভালো সম্ভাবনা রয়েছে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ ল স মন স স মন স

এছাড়াও পড়ুন:

সার্টিফিকেশন বোর্ড কী করছে

সাড়ে চার মাসে সাড়ে তিন শর বেশি সিনেমাকে সার্টিফিকেশন সনদ দিয়েছে বোর্ড। এর মধ্যে ‘ভয়াল’, ‘বলী’, ‘দরদ’, ‘চাঁদের অমাবস্যা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘প্রিয় মালতী’র মতো সিনেমা যেমন আছে, তেমনি রয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দুই শতাধিক চলচ্চিত্র ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া হলিউডের চলচ্চিত্র।

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার। ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩’-এর ৩-এর উপধারা (১) অনুসারে গঠিত হয়েছে এই বোর্ড।

বোর্ডের প্রধান কাজ ছবির রেটিং দেওয়া। কোন ছবি কোন বয়সের দর্শকের জন্য উপযোগী, নির্ধারণ করে বোর্ড। আর এই রেটিং প্রদানের জন্য জরুরি বিধিমালা। কিন্তু বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি, প্রস্তাব আকারে রয়েছে। কেউ কেউ তাই প্রশ্ন তুলেছেন, বিধিমালা ছাড়াই সাড়ে চার মাস ধরে সার্টিফিকেশন বোর্ড কীভাবে কাজ করছে?

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার

সম্পর্কিত নিবন্ধ