শান্তর কম ম্যাচ খেলা নিয়ে চিন্তিত নন কোচ সিমন্স
Published: 10th, February 2025 GMT
বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেললেও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। খেলার সুযোগ পেলেও ছিলেন ছন্দহীন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তার ফর্ম নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স তা নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন।
মিরপুরে অনুশীলনের পর শান্তকে নিয়ে সিমন্স বলেন, ‘সে খেলুক বা না খেলুক, প্রতিদিন কঠোর পরিশ্রম করেছে। মানসিকভাবে শক্ত থাকা জরুরি। ৫০ ওভারের ম্যাচ সে খুব বেশি খেলেনি, তবে প্রস্তুতির ঘাটতি নেই।’
বরিশালের অধিনায়ক তামিম ইকবালও শান্তর ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন। তার ভাষায়, ‘শান্ত জাতীয় দলের অধিনায়ক, দেশের অন্যতম সেরা ক্রিকেটার। তবে দলীয় কম্বিনেশনের কারণে বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি। এরপরও তার দল ও খেলার প্রতি নিবেদন দুর্দান্ত ছিল।’
অন্যদিকে, বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে নিয়মিত খেলেছেন পেসার নাহিদ রানা। বেশি ম্যাচ খেলার কারণে শেষদিকে তার গতি কমে যায় বলে মনে করছেন কোচ সিমন্স। তিনি বলেন, ‘শেষ কয়েক ম্যাচে ওকে কিছুটা স্লো মনে হয়েছে। তবে এখন কিছুটা বিশ্রাম পেয়েছে, গতকাল অনুশীলনে আগের মতোই ধারালো মনে হয়েছে।’
এদিকে, বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনের কাজের প্রশংসা করেছেন সিমন্স। তিনি বলেন, ‘সালাউদ্দিন দলে যোগ দেওয়ার পর থেকেই দুর্দান্ত কাজ করছেন। তিনি ক্রিকেটারদের উন্নতির জায়গাগুলো চিহ্নিত করে সঠিকভাবে কাজ করছেন, যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে কঠিন গ্রুপে রয়েছে বাংলাদেশ, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। তবে কোচ সিমন্স আত্মবিশ্বাসী, ‘যেকোনো টুর্নামেন্টে সেরা প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হয়। আমাদের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে পারলে ভালো সম্ভাবনা রয়েছে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ ল স মন স স মন স
এছাড়াও পড়ুন:
এনবিআরে দুর্নীতি এখনও বন্ধ হয়নি
প্রাক-বাজেট আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। চেয়ারম্যানকে দুর্নীতি বন্ধের উদ্যোগ নিতে বলেছেন।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এ আলোচনা হয়। সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা অভিজ্ঞতা ও বাজেট প্রস্তাবনা তুলে ধরেন।
বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিলেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিটিটিএলএমইএ) সভাপতি শাহদাত হোসেন সোহেল বলেন, ‘ব্যবসায়ীরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। দুর্নীতি বন্ধ করুন, আপনারা যা চান ব্যবসায়ীরা তা দেবে। যাদের বন্ড নাই, তাদের রপ্তানির ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জায়গায় অনেক কিছু ঘটে। এসব অনিয়মের অনেক প্রমাণ আছে। এনবিআর চেয়ারম্যানকে ভয়েস মেসেজ পাঠানো হয়েছে। এসব এখনও বন্ধ হয়নি।’
এনবিআরের চেয়ারম্যানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আবারও অনুরোধ করব, রাজস্ব বোর্ডের এআরও (সহকারী রাজস্ব কর্মকর্তা) অনেক শক্তিশালী। কোনো কোনো সদস্য আপনার থেকেও শক্তিশালী। গত পরশু এক এআরও ফোন করে আমাকে তাঁর সঙ্গে দেখা করতে বলেন। এটাই হচ্ছে বর্তমান চিত্র।’ উৎসে কর, নগদ প্রণোদনার উৎসে কর এবং ১০ ও ২০ কাউন্ট সুতায় শুল্ক ও কর কমানোর প্রস্তাব দেন তিনি।
বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কে এম ইকবাল বলেন, ‘কয়েক দিন আগে পানগাঁওয়ে আমান প্লাস্টিকের দুটি কনটেইনার আটকে রেখে ৭ কোটি টাকা শুল্ক দাবি করা হয়। এ কারণে আমান প্লাস্টিকের মালিক এক সময় আত্মহত্যা করতে চেয়েছিলেন। আমি তাঁকে ফিরিয়ে আনছি। সরকার পরিবর্তনের পর সেই কনটেইনার কোটি টাকা দিয়ে ছাড়াতে হয়েছে।’
এসবের প্রতিক্রিয়ায় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ‘আপনি সুবিধা না দিলে সে নেবে কোথা থেকে? আপনি দেন, পরে সেটা আবার বলেনও। প্রমাণ দেন। দুদক আছে, ধরতে পারে। এনবিআরও ধরতে পারে।’ তিনি আরও বলেন, ‘এসব লেনদেন এখন ক্যামেরা দিয়ে রেকর্ড করে রাখা যায়। মোবাইলে কথোপকথন রেকর্ড করা যায়। এনবিআর শত শত কোটি টাকা খরচ করে অনলাইনে অভিযোগ জানানোর সিস্টেম চালু করেছে। এটা ব্যবসায়ীদের ব্যবহার করতে হবে।’
বিভিন্ন সংগঠনের প্রস্তাব
২০৩০ সাল পর্যন্ত করপোরেট কর হার কমিয়ে ১৫ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএম)। এ নিয়ে বিটিএম নেতাদের সঙ্গে এনবিআর চেয়ারম্যানের বাহাস হয়।
সংগঠনটির পরিচালক মোশাররফ হোসেন বলেন, ভারতীয় সুতা আমদানির কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ৮-১০ হাজার কোটি টাকার সুতা অবিক্রীত রয়েছে। তাই করহার কমিয়ে আনতে হবে।
এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, করপোরেট কর নেওয়া হয় আয়ের ওপর। গত ৫-৭ বছরে করপোরেট কর কমাতে কমাতে ২৫ শতাংশে আনা হয়েছে। ১০০ টাকা লাভ হলে ২৫ টাকা সরকারকে দেবেন। লাভ না হলে কর দেবেন না। এ ছাড়া ভারতীয় সুতা এত কম দামে আসে কীভাবে জানতে চান চেয়ারম্যান।
রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে সরকারের নীতি সহায়তা চায় বাংলাদেশ গার্মেন্ট অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)। পাশাপাশি আগামী ৫ বছরের জন্য উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫০ শতাংশ করা, ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়ের সীমা সাড়ে ৩ লাখ থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করা, কোম্পানির ক্ষেত্রে সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানতের মুনাফার ওপর উৎসে কর ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ চেয়েছে।
বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন ১০ শতাংশ থেকে কমিয়ে অগ্রিম আয়কর ৫ শতাংশ করার প্রস্তাব করেছে।
বেসিস তথ্যপ্রযুক্তি খাতে কর অব্যাহতি ২০৩১ সাল পর্যন্ত অব্যাহত রাখার দাবি জানিয়েছে। এ ছাড়া ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে ওঠার আগে ক্যাশলেস ট্রানজেকশনের শর্ত শিথিল করা, দেশি সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তির ভ্যাট প্রত্যাহার, সফটওয়্যার রপ্তানিতে প্রণোদনা ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে।
রপ্তানি বাড়াতে প্লাস্টিক খেলনা উৎপাদনে ২৪ ধরনের কাঁচামাল আমদানিতে করছাড় চেয়েছে বিপিজিএমইএ। একইভাবে আমদানি করা ১৪টি কাঁচামালের করছাড় চায় বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি।
এলপিজি অটোগ্যাস সেক্টরে ট্যাক্স হলিডে সুবিধা চায় বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। এলপিজি কনভারশন কিট, সিলিন্ডার ও অন্যান্য যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে। এ ছাড়া ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের বিক্রয়মূল্যের সঙ্গে সংযোজিত মূসক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে তারা।
বন্ডেড ওয়্যার হাউস সুবিধা দেওয়ার পাশাপাশি নগদ সহায়তায় ১০ শতাংশ হারে অগ্রিম আয়কর প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ)।
কেক, বিস্কুট ও কনফেকশনারি পণ্যে শুল্ক অব্যাহতি চেয়েছে বাংলাদেশ বিস্কুট, ব্রেড ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি।
হীরা আমদানির মূসকে ২০ শতাংশ ভর্তুকি দেওয়া ও স্বর্ণের গহনার ক্ষেত্রে তিন বছরের জন্য মূসকে ৫০ শতাংশ ভর্তুকির প্রস্তাব বাংলাদেশ জুয়েলারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের।