প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল। বিএনপি মহাসচিবের সঙ্গে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। 

দেশের চলমান রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের অবস্থা, পতিত ফ্যাসিস্টদের নানামুখী ষড়যন্ত্র, সংস্কার ও নির্বাচনের বিষয়গুলো নিয়ে কথা হবে বলে জানিয়েছেন নেতারা।

আরো পড়ুন:

‘রাষ্ট্র মেরামতে এখনো সফলতা দেখাতে পারেনি অন্তর্বর্তী সরকার’ 

৮ দিনে ৬৪ জেলায় সমাবেশের ঘোষণা বিএনপির

গতকাল বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএস নাসির উদ্দিনসহ অন্য কমিশনারদের সাথে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধিদল, যার নেতৃত্বে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান। তারা নির্বাচন কমিশনের সংসদ নির্বাচন প্রস্তুতির সম্পর্কে অবহিত হয়েছেন।

ঢাকা/নাজমুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র

এছাড়াও পড়ুন:

বাসে আটকে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, চালক ও সহকারী গ্রেপ্তার

চট্টগ্রামে বাসে ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় বাসচালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বাসচালক লোকমান ও তার সহকারী হানিফ।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘‘গত মঙ্গলবার কক্সবাজার থেকে বাসে করে চট্টগ্রামে আসে ভুক্তভোগী কিশোরী। বাসটি নগরের বহদ্দারহাট বাস টার্মিনালে সন্ধ্যা সাড়ে ৬টায় আসার পর ওই কিশোরীকে বাসের ভেতর আটকে রাখা হয়। পরে সেখানে চালক, তার সহকারী ও বাসের সুপারভাইজার মোবারক হোসেন তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় বুধবার ওই কিশোরী বাদী হয়ে চান্দগাও থানায় মামলা করেন। অভিযোগ পেয়ে পুলিশ দিনভর অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করে।’’

আরো পড়ুন:

ধর্ষণের অভিযোগে যবিপ্রবি শিক্ষককে সাময়িক বহিষ্কার

থাইল্যান্ডের নারীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

ঘটনার শিকার কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ