খাগড়াছড়িতে অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনা করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে আটক করেছে আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাও রয়েছেন। এনিয়ে গত দুই দিনে ১৩ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন, যুবলীগের নেতা মো.

হাসেম, আনোয়ারুল হক, আলী আকবর, হেলাল উদ্দিন, নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম মহসিন কলেজের যুগ্ম সম্পাদক ও মহালছড়ি উপজেলা সহ-সভাপতি অভি দে, ভাইবোনছড়া ইউনিয়ন যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহমান জীবন।

পুলিশের ভাষ্য, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অভি দেকে নাশকতা সৃষ্টির প্রস্তুতিকালে রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে মহালছড়ির ২৪ মাইল নামক এলাকা থেকে আটক করা হয়। তিনি মহালছড়ি টিলাপাড়ার মৃত সূধীর দের ছেলে। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট বিপ্লবে চট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি হামলার অভিযোগ রয়েছে।

আরো পড়ুন:

মধ্যরাতে সিরাজগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন

মাকে গাছে বেঁধে ঘরে আগুন, ছেলে গ্রেপ্তার

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, “অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।”

ঢাকা/রূপায়ন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক আওয় ম ল গ

এছাড়াও পড়ুন:

সার্টিফিকেশন বোর্ড কী করছে

সাড়ে চার মাসে সাড়ে তিন শর বেশি সিনেমাকে সার্টিফিকেশন সনদ দিয়েছে বোর্ড। এর মধ্যে ‘ভয়াল’, ‘বলী’, ‘দরদ’, ‘চাঁদের অমাবস্যা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘প্রিয় মালতী’র মতো সিনেমা যেমন আছে, তেমনি রয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দুই শতাধিক চলচ্চিত্র ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া হলিউডের চলচ্চিত্র।

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার। ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩’-এর ৩-এর উপধারা (১) অনুসারে গঠিত হয়েছে এই বোর্ড।

বোর্ডের প্রধান কাজ ছবির রেটিং দেওয়া। কোন ছবি কোন বয়সের দর্শকের জন্য উপযোগী, নির্ধারণ করে বোর্ড। আর এই রেটিং প্রদানের জন্য জরুরি বিধিমালা। কিন্তু বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি, প্রস্তাব আকারে রয়েছে। কেউ কেউ তাই প্রশ্ন তুলেছেন, বিধিমালা ছাড়াই সাড়ে চার মাস ধরে সার্টিফিকেশন বোর্ড কীভাবে কাজ করছে?

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার

সম্পর্কিত নিবন্ধ