Risingbd:
2025-02-11@00:53:39 GMT

ইবিতে লেখক সম্মেলন অনুষ্ঠিত

Published: 10th, February 2025 GMT

ইবিতে লেখক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তরুণ কলাম লেখক ফোরামের উদ্যোগে ‘লেখক সম্মেলন ও সম্মাননা’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সংগঠনটির সভাপতি খায়রুজ্জামান খান সানির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি উপাচার্য অধ্যাপক ড.

নকীব মোহাম্মদ নসরুল্লাহ। প্রধান আলোচক হিসেবে ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আনোয়ারুল করীম।

এছাড়া ইবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, ইবিসাসের সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম, তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন রিদয়, সাবেক সভাপতি আবু তালহা আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ সময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “পৃথিবীতে জ্ঞানের বিস্তৃতি ও সমৃদ্ধির ইতিহাসের দিকে তাকালে আমরা দেখব, লেখনির মাধ্যমে জ্ঞানের যাত্রা শুরু হয়েছে। আর এটি অব্যাহত থাকবে অনন্তকাল পর্যন্ত । লেখা সমাজ দর্শনকে তুলে ধরে। লেখার মাধ্যমে সমাজের পরিস্থিতি বোঝা ও চেনা যায়। লেখক ও তার লেখনীর কারণে সমাজের এ উন্নতি। ভবিষ্যতেও সমাজের যতটুকু উন্নতি হবে তা এ লেখার মাধ্যমে।”

তিনি বলেন, “লেখকের মৃত্যু হয়। কিন্তু তার লেখার কখনো মৃত্যু হয় না। তাই কুরআনে এ লেখাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং লেখক ফোরামে লেখকরা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে। আমি চাই, এমন ভালো কাজ তোমরা অব্যাহত রাখো এবং সমাজ ও দেশের কল্যাণে কাজ করে যাও।”

আশিকুর রহমান ও মহিমা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে নবীন সদস্যদের বই ও কলম প্রদানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া বিদায়ী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের যাত্রা শুরু হয় ২০১৮ সালে। বর্তমানে দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির কার্যক্রম চলমান রয়েছে।

ঢাকা/তানিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাবি রিপোর্টার্স ইউনিটির দুই যুগ পূর্তি উৎসব ২২ ফেব্রুয়ারি

রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি'র (রুরু) দুই যুগ পূর্তি উৎসব আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার সকালে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক এ তথ্য জানিয়েছেন।  

তারা জানায়, উৎসবটি তিনিটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে সকাল ৯টায় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবনে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে কেক কেটে বেলুন-পায়রা উড়িয় দুই যুগ পূর্তি উৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। পরে এক আনন্দ শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করবেন সংগঠনটির প্রাক্তন ও বর্তমান সদস্যরা।

দ্বিতীয়ধাপে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনে অবস্থিত ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডিসি) গ্যালারিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান আলোচক থাকবেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিবর্গ এবং রিপোর্টার্স ইউনিটির প্রাক্তন ও বর্তমান সদস্যরা আলোচনা সভায় উপস্থিত থাকবেন।

তৃতীয় ধাপে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে। সাংস্কৃতিক সন্ধ্যায় র‌্যাফেল ড্র, স্মৃতিচারণসহ থাকবে সুনামধন্য শিল্পগোষ্ঠী ও মিউজিক ব্যান্ডের পরিবেশনা।

এ বিষয়ে রিপোর্টার্স ইউনিটির সভাপতি লাবু হক বলেন, দুই যুগ মানে একটি মাইলফলক। রাবি রিপোর্টার্স ইউনিটির সেই মাইলফলকে এখন। দুই যুগ সন্ধিক্ষণের এই মুহুর্তটিকে স্মরণীয় করে রাখতেই মূলত এই আয়োজন। 

সাধারণ সম্পাদক মারুফ হাসান মিলু বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি গৌরবের সাথে ক্যাম্পাস সাংবাদিকতার চর্চা করে আসছে। দেখতে দেখতে প্রাণের এ সংগঠনটি দুই যুগে পদার্পণ করেছে। এ উপলক্ষে রাবি রিপোর্টার্স ইউনিটির নিজস্ব প্রকাশনায় 'দ্বিযুগবার্তা' র মোড়ক উন্মোচন নতুনমাত্রা যোগ করবে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি একটি ক্রিয়াশীল সাংবাদিক সংগঠন। যা ২০০১ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাজ করছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ইবি শিবিরের বিজ্ঞান উৎসবে লাখ টাকার পুরস্কার ঘোষণা
  • রাবি রিপোর্টার্স ইউনিটির দুই যুগ পূর্তি উৎসব ২২ ফেব্রুয়ারি
  • সিরাজগঞ্জ জেলা কমিটি স্থগিত, আন্দোলন প্রত্যাহার  
  • কমিটি বাতিলের দাবিতে সিরাজগঞ্জে সড়ক অবরোধ
  • ঋণের ভারে রুগ্ন তিন–চতুর্থাংশ হিমাগার 
  • গাজীপুরে হামলার ঘটনায় ওসি প্রত্যাহার, ক্ষমা চাইলেন মহানগর পুলিশ কমিশনার
  • নারীর স্বাস্থ্য সুরক্ষা ও মাসিক সচেতনতায় ইয়ুথ প্ল্যানেট
  • গাজীপুরে হামলার প্রতিবাদে হাসনাত-সারজিসের নেতৃত্বে সড়ক অবরোধ