ফাঁদে আটক মৃত হরিণ উদ্ধার, মাংস-ফাঁদ জব্দ
Published: 10th, February 2025 GMT
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে ফাঁদে আটকে মারা যাওয়া আরও একটি হরিণ উদ্ধার করেছে বনরক্ষীরা। রোববার সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের পার্শ্ববর্তী সুন্দরবন থেকে মৃত হরিণটি উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থলসহ আশপাশের এলাকা থেকে ১৬ কেজি হরিণের মাংস ও ৪৮০টি হরিণ শিকারের ফাঁদ জব্দ করেন।
সাতক্ষীরা রেঞ্জ বনবিভাগ সূত্রে জানা গেছে, রোববার বিকালের দিকে কদমতলা স্টেশনের সদস্যরা স্টেশনের এক কিলোমিটার দূরবর্তী সুন্দরবন থেকে প্রায় ১৬ কেজি হরিণের মাংস উদ্ধার করেন। এসময় তল্লাশিকালে তারা একটি হরিণকে ফাঁদে আটকে পড়ে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলের আশপাশে পেতে রাখা নাইলনের দড়ি দিয়ে তৈরি ৪৮০ টি দামন ফাঁদ উদ্ধার করেন তারা।
কদমতলা স্টেশন অফিসার সোলায়মান হোসেন বলেন, জব্দ হরিণের মাংস ও মৃত হরিণটি আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় বন আইনে পৃথক মামলা হবে। হরিণ শিকারি চক্রের সদস্যদের চিহ্নিত করতে স্থানীয়দের সহায়তা নেওয়া হচ্ছে।
এর আগে গত ২৮ ও ২৯ জানুয়ারি পশ্চিম সুন্দরবনের চুনকুড়ি ও মীরগাং টহল ফাঁড়ির সদস্যরা সুন্দরবন থেকে একটি জীবিত ও একটি মৃত হরিণ উদ্ধার করেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জামালপুরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ
জামালপুরে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে ও জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মঞ্জিলা বেগম শহরতলীর চন্দ্রা ঘুন্টি এলাকার তোতা মিয়ার স্ত্রী এবং অভিযুক্ত মো. মঞ্জুর মা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। এসময় ছেলের ছুরির আঘাতে শেখ ফরিদ নামে এক ব্যক্তি আহত হন। তিনি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে একটি গাছ কাটার জন্য শেখ ফরিদের সাথে যোগাযোগ করেন মঞ্জিলা বেগম। সকালে গাছ কাটতে এলে গাছের দাম নিয়ে শেখ ফরিদ ও মা মঞ্জিলা বেগমের সাথে কথা-কাটাকাটি হয় মঞ্জুর। এরপরেও গাছ কাটতে গেলে ধারালো ছুরি দিয়ে শেখ ফরিদকে কোপানো শুরু করে মঞ্জু। এসময় মা মঞ্জিলা বেগম বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে ও জবাই করে হত্যা করে মঞ্জু। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
জামালপুর থানার ওসি (তদন্ত) আনিছুল আশেকীন বলেন, ‘‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযুক্ত মঞ্জু মাদকাসক্ত ছিল। তাকে আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে।’’
ঢাকা/শোভন/এস