ফাঁদে আটক মৃত হরিণ উদ্ধার, মাংস-ফাঁদ জব্দ
Published: 10th, February 2025 GMT
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে ফাঁদে আটকে মারা যাওয়া আরও একটি হরিণ উদ্ধার করেছে বনরক্ষীরা। রোববার সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের পার্শ্ববর্তী সুন্দরবন থেকে মৃত হরিণটি উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থলসহ আশপাশের এলাকা থেকে ১৬ কেজি হরিণের মাংস ও ৪৮০টি হরিণ শিকারের ফাঁদ জব্দ করেন।
সাতক্ষীরা রেঞ্জ বনবিভাগ সূত্রে জানা গেছে, রোববার বিকালের দিকে কদমতলা স্টেশনের সদস্যরা স্টেশনের এক কিলোমিটার দূরবর্তী সুন্দরবন থেকে প্রায় ১৬ কেজি হরিণের মাংস উদ্ধার করেন। এসময় তল্লাশিকালে তারা একটি হরিণকে ফাঁদে আটকে পড়ে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলের আশপাশে পেতে রাখা নাইলনের দড়ি দিয়ে তৈরি ৪৮০ টি দামন ফাঁদ উদ্ধার করেন তারা।
কদমতলা স্টেশন অফিসার সোলায়মান হোসেন বলেন, জব্দ হরিণের মাংস ও মৃত হরিণটি আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় বন আইনে পৃথক মামলা হবে। হরিণ শিকারি চক্রের সদস্যদের চিহ্নিত করতে স্থানীয়দের সহায়তা নেওয়া হচ্ছে।
এর আগে গত ২৮ ও ২৯ জানুয়ারি পশ্চিম সুন্দরবনের চুনকুড়ি ও মীরগাং টহল ফাঁড়ির সদস্যরা সুন্দরবন থেকে একটি জীবিত ও একটি মৃত হরিণ উদ্ধার করেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ব্যারিকেড ভেঙে যাওয়ার সময় ম্যাটস শিক্ষার্থীদেরকে পুলিশের ধাওয়া
পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করলে তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ।
এর আগে আজ রোববার বিকেল ৪টার পর শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন ম্যাটস শিক্ষার্থীরা।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম সমকালকে বলেন, শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের হটিয়ে দেওয়া হয়। এসময় তারা পুলিশকে উদ্দেশ্য করে উষ্কানীমূলক স্লোগান দেয়। তারপরও পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
তবে শিক্ষার্থীরা দাবি করেছেন, পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে। এসময় কয়েকজন আহত হয়েছেন।
এদিকে, বিকেল ৩টার পর শাহবাগ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ে নিয়ে যান স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী।
প্রতিনিধি দলে রয়েছেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের আজহারুল হক রামিম, মুজাহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম শান্ত, আহমদ উল্লাহ মানসুর ও শামীম মিঞা।
এর আগে, দুপুর ২টার দিকে শাহবাগে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী।
তুহিন ফারাবী শিক্ষার্থীদের বলেন, উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগের বিষয়ে আগামীকাল বা পরশুর মধ্যে সার্কুলার হবে। আপনাদের দাবির বিষয়ে কথা বলতে একটি প্রতিনিধি দলকে আমি নিয়ে যেতে এসেছি।
এসময় সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সদস্য শামীম মিঞা সাংবাদিকদের বলেন, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলতে যাচ্ছি।
সেখানে আমরা আমাদের দাবির বিষয়ে কথা বলব। সেখানের যেসব সিদ্ধান্ত হবে তা আমরা ফিরে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের জানাব। তারপর আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব; আমরা চলে যাব, নাকি থাকব।বিক্ষোভকারী ম্যাটস শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ তিন মাস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও তাদের দাবি পূরণ করা হয়নি। এজন্য তারা চার দফা দাবিতে সড়কে নেমে আন্দোলন শুরু করেছেন।
চার দফা দাবি হচ্ছে অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন, কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিক্যাল ইনস্টিটিউট করা, প্রস্তাবিত ‘অ্যালাইড-হেলথ প্রফেশনাল বোর্ড’ বাতিল করে স্বতন্ত্র ‘মেডিক্যাল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান।