বরগুনায় ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার
Published: 10th, February 2025 GMT
বরগুনা জেলা যুবলীগের সহ-সম্পাদক খালিদ মাসুদকে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ ফেব্রুয়ারি) রাতে বরগুনা পৌর শহরের সিদ্দিক মঞ্চ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান জানান, চলমান ডেভিল হান্ট অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো জানান, গত ৪ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দলীয় কর্মসূচির অংশ হিসেবে সদরের ফার্মেসি পট্টি এলাকায় লিফলেট বিতরণের অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আরো পড়ুন:
মাসুদ রানা সিরিজের ২৬০ বইয়ের লেখক স্বত্ব বিষয়ক আদেশ স্থগিত
মাসুদ রানা ও কুয়াশা সিরিজের বাণিজ্যিক কার্যক্রম বন্ধের নির্দেশ
ঢাকা/ইমরান/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর বরগ ন
এছাড়াও পড়ুন:
সার্টিফিকেশন বোর্ড কী করছে
সাড়ে চার মাসে সাড়ে তিন শর বেশি সিনেমাকে সার্টিফিকেশন সনদ দিয়েছে বোর্ড। এর মধ্যে ‘ভয়াল’, ‘বলী’, ‘দরদ’, ‘চাঁদের অমাবস্যা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘প্রিয় মালতী’র মতো সিনেমা যেমন আছে, তেমনি রয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দুই শতাধিক চলচ্চিত্র ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া হলিউডের চলচ্চিত্র।
২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার। ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩’-এর ৩-এর উপধারা (১) অনুসারে গঠিত হয়েছে এই বোর্ড।
বোর্ডের প্রধান কাজ ছবির রেটিং দেওয়া। কোন ছবি কোন বয়সের দর্শকের জন্য উপযোগী, নির্ধারণ করে বোর্ড। আর এই রেটিং প্রদানের জন্য জরুরি বিধিমালা। কিন্তু বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি, প্রস্তাব আকারে রয়েছে। কেউ কেউ তাই প্রশ্ন তুলেছেন, বিধিমালা ছাড়াই সাড়ে চার মাস ধরে সার্টিফিকেশন বোর্ড কীভাবে কাজ করছে?
২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার