প্রযুক্তি-দুনিয়ার নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাপল ও মাইক্রোসফট অন্যতম। তাই অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস দুজনই প্রযুক্তি-বিশ্বের দুই বড় তারকা। কিন্তু ব্যবসায়িক নানা প্রতিযোগিতার কারণে এই দুই তারকার মধ্যে সম্পর্ক ছিল বেশ অম্লমধুর। ২০১১ সালে স্টিভ জবসের মৃত্যুর আগপর্যন্ত তাঁদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। সম্প্রতি স্টিভ জবসের সঙ্গে নিজের বেশ কিছু স্মৃতি নিয়ে কথা বলেছেন বিল গেটস।

স্টিভ জবসের প্রতিভার প্রশংসা করে বিল গেটস বলেন, ‘সে কোডের একটি লাইনের অর্থ কী, তা জানত না। তার ছিল নকশা, বিপণন আর এই জাতীয় জিনিস সম্পর্কে চিন্তা করার ক্ষমতা। আমি সেই দক্ষতাকে ঈর্ষা করি। আমি তার দলের লোক নই।’ নকশা তৈরি ও পণ্য বিক্রির ক্ষেত্রে স্টিভ জবসের মতো প্রতিভা নিজের নেই জানিয়ে বিল গেটস বলেন, ‘আমি আসলে ভুল ব্যাচের মানুষ। আমি কোডিং ব্যাচের লোক। আর সে বিপণন-নকশা ব্যাচের। যা তার জন্য খুব ভালো।’

আরও পড়ুনবিল গেটস, স্টিভ জবসদের সন্তানেরা কে কোথায়, কী করেন তাঁরা?১৪ ফেব্রুয়ারি ২০২৪

স্টিভ জবসের সঙ্গে নিজের স্মৃতি রোমন্থন করে বিল গেটস জানান, অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা একবার তাঁকে ইন্দ্রিয় সক্রিয়তার জন্য অ্যাসিড নামের একটি মাদক ব্যবহারের কথা বলেছিলেন। এ মাদক সাধারণত এলএসডি নামে পরিচিত। মাদকটি নিলে বিল গেটস মাইক্রোসফটের জন্য উন্নত পণ্যের নকশা করতে পারবেন বলে জানিয়েছিলেন স্টিভ জবস। হ্যালুসিনোজেনিক ওষুধ গ্রহণের কথাও বলেছিলেন স্টিভ জবস। যদিও বিল গেটস সে পরামর্শ গ্রহণ করেননি।

আরও পড়ুনস্টিভ জবসের জীবনের ৩ বিচ্ছেদের গল্প শুনুন০৬ ফেব্রুয়ারি ২০২৪

প্রসঙ্গত, স্টিভ জবসের জীবনের ওপর লেখা বইয়েও বিল গেটসকে মাদক গ্রহণের পরামর্শ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ওই বইয়ের তথ্যমতে, স্টিভ জবস বিল গেটসকে পরামর্শ দিয়ে বলেছিলেন, গেটস আরও বড় হবে, যদি সে একবার অ্যাসিড নেয় বা ছোটবেলায় কোনো আশ্রমে চলে যেত।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুনস্টিভ জবসের সঙ্গে কাজ করে যে ৩টি বিষয় শিখেছেন টিম কুক২৪ অক্টোবর ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ল গ টস

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৫ মার্চ ২০২৫)

মেয়েদের আইপিএলের ফাইনাল আজ। রাতে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখের ম্যাচ।ঢাকা প্রিমিয়ার লিগ

মোহামেডান–লিজেন্ডস অব রূপগঞ্জ
সকাল ৯টা, টি স্পোর্টস

আবাহনী–ব্রাদার্স ইউনিয়ন
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

প্রাইম ব্যাংক–গাজী গ্রুপ
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

মেয়েদের আইপিএল

ফাইনাল
দিল্লি ক্যাপিটালস-মুম্বাই ইন্ডিয়ানস
রাত ৮টা, স্টার স্পোর্টস ১

জার্মান বুন্দেসলিগা

ইউনিয়ন বার্লিন–বায়ার্ন মিউনিখ
রাত ৮–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

লাইপজিগ–বরুসিয়া ডর্টমুন্ড
রাত ১১–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যানচেস্টার সিটি–ব্রাইটন
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

এভারটন–ওয়েস্ট হাম
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

বোর্নমাউথ–ব্রেন্টফোর্ড
রাত ১১–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

ভিয়ারিয়াল–রিয়াল মাদ্রিদ
রাত ১১–৩০ মি., জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট

সৌদি প্রো লিগ

আল তাউন–আল হিলাল
রাত ১টা, সনি স্পোর্টস টেন ৫

সম্পর্কিত নিবন্ধ