আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ গায়েবি মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, অপারেশন ডেভিল হান্টের নামে ঢালাওভাবে বিরোধী মত দমন চলছে। বিশেষ করে, জাতীয় পার্টির ওপর জুলুম ও নির্যাতন চালানো হচ্ছে। পার্টির নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। গ্রেপ্তারও করা হচ্ছে, গ্রেপ্তারের পর জামিনও দেওয়া হচ্ছে না।

আজ সোমবার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের এ অভিযোগ করেন।

বিবৃতিতে জাতীয় পার্টির সভা-সমাবেশ ও মিছিলের মতো রাজনৈতিক কর্মসূচি পালনেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন জি এম কাদের। তিনি বলেন, জাতীয় পার্টির অফিস, নেতা-কর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে। এখন নতুন করে ‘ডেভিল হান্ট’ কর্মসূচির আওতায় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া শুরু হয়েছে। গতকাল গাজীপুর মহানগর জাতীয় পার্টির কয়েকজন নেতার নামে গায়েবি মামলা করা হয়েছে।

বিবৃতিতে জি এম কাদের নির্যাতন, হামলা, মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে নিরপরাধ জনগণের ওপর জুলুম ও হয়রানি বন্ধের ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এম ক দ র

এছাড়াও পড়ুন:

ফারহান-কেয়ার প্রেমের ‘বাজি’

ছোট পর্দার ব্যস্ত তারকা জুটি মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। অনেক নাটক-টেলিফিল্মে একসঙ্গে দেখা গেছে তাদের। ঈদ উপলক্ষে ফের জুটি বাঁধলেন এই তারকা যুগল।

তৌফিকুল ইসলাম নির্মাণ করেছেন একক নাটক ‘বাজি’। নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। এ নাটকে দেখা যাবে কেয়া-মুশফিককে। অ্যাকশন-রোমান্টিক ঘরানার নাটকে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন মীর রাব্বি। 

‘বাজি’ নাটকের গল্প সাজানো হয়েছে মফস্বলের এক বাজিকরকে ঘিরে। যার নাম জালাল। যে সব বাজিতেই জেতে। যদিও একবার এক মুরগী ধরার বাজিতে গিয়ে ধরে ফেলে একই গ্রামের সুন্দরী শিক্ষার্থী আনিকার পা! বাজিকরের জীবনে আসে নতুন গল্প। 

আরো পড়ুন:

মোশাররফ করিমকে নিয়ে আর এইচ সোহেলের ধারাবাহিক

স্পর্শিয়ার প্রেমে দুই ভাই!

নির্মাতা জানান, পুরো নাটকের গল্পই আবর্তিত হয়েছে বাজি ও বাজিকরের জীবন নিয়ে। এরমধ্যে অন্যতম অনুষঙ্গ আবার প্রেম। টিভি দর্শকরা এমন থ্রিলার জনরার গল্প সচরাচর নাটকে দেখতে পান না বলেও মনে করেন এই পরিচালক।

‘বাজি’ নাটকের প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উৎসবে ‘বাজি’সহ প্রায় ২০টি কনটেন্ট দর্শকদের জন্য নির্মাণ করা হয়েছে। সব কটি ধারাবাহিকভাবে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ