ডেভিল হান্টে ঢালাওভাবে বিরোধী মত দমন চলছে: জি এম কাদের
Published: 10th, February 2025 GMT
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ গায়েবি মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, অপারেশন ডেভিল হান্টের নামে ঢালাওভাবে বিরোধী মত দমন চলছে। বিশেষ করে, জাতীয় পার্টির ওপর জুলুম ও নির্যাতন চালানো হচ্ছে। পার্টির নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। গ্রেপ্তারও করা হচ্ছে, গ্রেপ্তারের পর জামিনও দেওয়া হচ্ছে না।
আজ সোমবার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের এ অভিযোগ করেন।
বিবৃতিতে জাতীয় পার্টির সভা-সমাবেশ ও মিছিলের মতো রাজনৈতিক কর্মসূচি পালনেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন জি এম কাদের। তিনি বলেন, জাতীয় পার্টির অফিস, নেতা-কর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে। এখন নতুন করে ‘ডেভিল হান্ট’ কর্মসূচির আওতায় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া শুরু হয়েছে। গতকাল গাজীপুর মহানগর জাতীয় পার্টির কয়েকজন নেতার নামে গায়েবি মামলা করা হয়েছে।
বিবৃতিতে জি এম কাদের নির্যাতন, হামলা, মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে নিরপরাধ জনগণের ওপর জুলুম ও হয়রানি বন্ধের ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এম ক দ র
এছাড়াও পড়ুন:
পিএসএল অভিষেকে রিশাদের ৩ উইকেট, জিতেছে তাঁর দলও
৩ উইকেট নিয়ে পিএসএল অভিষেক রাঙালেন রিশাদ হোসেন। বাংলাদেশের লেগ স্পিনারের দল লাহোর কালান্দার্সও জিতেছে। রাওয়ালপিন্ডিতে কোয়েটা গ্লাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়ে দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেল লাহোরের দলটি।
রিশাদের লাহোর ফখর জামান ও স্যাম বিলিংসের ফিফটিতে করেছিল ৬ উইকেটে ২১৯ রান। ৩৯ বলে ৬৭ রান করেন পাকিস্তান ওপেনার ফখর। ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান বিলিংস ১৯ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। ব্যাটিংয়ে নেমেছিলেন রিশাদও। শেষ ওভারে চতুর্থ বলে উইকেটে গিয়ে ১ বলে ১ রান করেন রিশাদ।
রাইলি রুশোকে বোল্ড করেছেন রিশাদ