গুগল সার্চে যুক্ত হচ্ছে ‘এআই মোড’, যে সুবিধা পাওয়া যাবে
Published: 10th, February 2025 GMT
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে অনলাইনে তথ্য অনুসন্ধানের ধরনও বদলে যাচ্ছে। বর্তমানে চ্যাটজিপিটির এআইভিত্তিক সার্চ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা সাধারণ কি–ওয়ার্ডের পরিবর্তে কথোপকথনের মাধ্যমে অনলাইন থেকে বিভিন্ন তথ্য জানতে পারেন। শুধু তা–ই নয়, অনুসন্ধান ফলাফলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের লিংক দেখা যায়। গুগলও এবার একই পথে হাঁটছে। প্রচলিত সার্চ ব্যবস্থার বিকল্প হিসেবে ‘এআই মোড’ নামের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। নতুন এ সুবিধা চালু হলে বর্তমানের তুলনায় আরও সহজে অনলাইন থেকে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন ব্যবহারকারীরা।
বর্তমানে গুগল সার্চে ‘এআই ওভারভিউ’ সুবিধা রয়েছে। সুবিধাটি সার্চ ফলাফলের ওপরের অংশে এআইয়ের মাধ্যমে তৈরি সংক্ষিপ্ত উত্তর দেখায়। তবে নতুন এআই মোড হবে সম্পূর্ণ ভিন্ন। এটি আলাদা একটি ট্যাবে থাকবে; অর্থাৎ ব্যবহারকারীরা চাইলে এটি চালু করতে পারবেন। গুগল জানিয়েছে, এই মোড ব্যবহারকারীদের অনুসন্ধান আরও বুদ্ধিমত্তার সঙ্গে বিশ্লেষণ করবে এবং তথ্যকে আরও সহজবোধ্য ও সংগঠিতভাবে উপস্থাপন করবে। এতে প্রশ্নের উত্তরের পাশাপাশি তথ্যসূত্রের লিংকও দেখা যাবে।
আরও পড়ুনগুগল সার্চ ইঞ্জিনের জনপ্রিয়তা কমছে, কারণ কী২০ জানুয়ারি ২০২৫গুগল এখনো আনুষ্ঠানিকভাবে এআই মোড চালুর তারিখ ঘোষণা করেনি। তবে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল এক প্রতিবেদনে জানিয়েছে, এরই মধ্যে এআই মোড সুবিধার কার্যকারিতা পরীক্ষা শুরু করেছে গুগল। শিগগিরই সুবিধাটি উন্মুক্ত করা হতে পারে।
আরও পড়ুনগুগলের সার্চ ফলাফলে দেখানো ছবির বিষয়ে অভিযোগ করবেন যেভাবে১০ আগস্ট ২০২৪গুগলের কর্মীদের কাছ পাঠানো এক ই–মেইলে এআই মোড সুবিধার ডেস্কটপ সংস্করণের কিছু স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, এটি দেখতে প্রচলিত গুগল সার্চের মতোই। তবে ওপরের অংশে এআই মোড নামে একটি আলাদা ট্যাব যুক্ত করা হয়েছে।
সূত্র: বিজিআর
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এআই ম ড
এছাড়াও পড়ুন:
দুই কার্গো এলএনজি কেনায় ব্যয় ১১৩৭ কোটি ১৪ লাখ টাকা
দেশের জ্বালানির চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে পৃথক দুই কার্গো এলএনজি আমদানি করবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এ সংক্রান্ত দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে এক হাজার ১৩৭ কোটি ১৪ লাখ ৬৭ হাজার ৭৪৪ টাকা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে কমিটির সভা হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা যায়, ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১ কার্গো (১৫-১৬ মে ২০২৫ সময়ে ১৯তম) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দিয়েছে কমিটি। পেট্রোবাংলা কর্তৃক ১ কার্গো এলএনজি সরবরাহের জন্য মাস্টার সেল অ্যান্ড পারচেজ আগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হলে ৬টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। তার মধ্যে ৫টি প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে দরপ্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের প্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড এক কার্গো এলএনজি সরবরাহ করবে। প্রতি এমএমবিটিইউ ১১.৮৪ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫৬৭ কোটি ৮৫ লাখ ৩৯ হাজার ৭৭৬ টাকা।
সূত্র জানায়, অন্য এক প্রস্তাব ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১ কার্গো (২৫-২৬ মে ২০২৫ সময়ে ২১তম) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দিয়েছে কমিটি। ১ কার্গো এলএনজি সরবরাহের জন্য এমএসপিএ স্বাক্ষরকারী চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হলে ৪টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। ৪টি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে দরপ্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের প্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সিঙ্গাপুরভিত্তিক মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এক কার্গো এলএনজি সরবরাহ করবে। প্রতি এমএমবিটিইউ ১১.৮৭ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি ক্রয়ে ব্যয় হবে ৫৬৯ কোটি ২৯ লাখ ২৭ হাজার ৯৬৮ টাকা।
ঢাকা/হাসনাত/সাইফ