জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি পরীক্ষার প্রথমদিন ঢাকা-আরিচা মহাসড়কের তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এ সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাভার সেনানিবাসের মিলিটারি পুলিশ, ঢাকা জেলা পুলিশ ও সাভার উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছে।

পাশাপাশি পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে প্রতি ঘণ্টায় ঢাকার আসাদগেট থেকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেট পর্যন্ত বাস সার্ভিস চালু করা হয়েছে।

সোমবার (১০ ফ্রেরুয়ারি) সকাল থেকেই মহাসড়কে যানজট নিরসনে সেনাবাহিনীর টিমকে কর্মব্যস্ত থাকতে দেখা যায়। 

সেনাবাহিনীর দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, “গতকাল রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নিরাপত্তা শাখার প্রধান আমাদের সঙ্গে যোগাযোগ করেন। যানজটের কারণে ভর্তি পরিক্ষার্থীদের যাতে সমস্যা না হয়, এজন্য আমরা যানজট নিরসনে মহাসড়কে কাজ করছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, “যানজট নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাভার সেনানিবাসের মিলিটারি পুলিশ, ঢাকা জেলা পুলিশ ও সাভার উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভোর থেকেই ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছে। ক্যাম্পাসে মোটরসাইকেল আনার অনুমতি দেওয়া হচ্ছে না। গাড়ি বিশ্ববিদ্যালয়ের ভেতরে নির্দিষ্ট স্থানে পার্কিং করছে। আমাদের এ কার্যক্রম পরীক্ষার শেষদিন পর্যন্ত চলমান থাকবে।”

বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসে দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মো.

আওলাদ হোসেন বলেন, “ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি ও কষ্ট লাঘব করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে কোন ধরনের ভাড়া চার্জ হবে না। প্রতি ঘণ্টায় ঢাকার আসাদগেট থেকে বিশমাইল পর্যন্ত একটি দ্বিতলা বাস চালু করার সিদ্ধান্ত হয়েছে। ভর্তি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমাদের বাস সার্ভিস চলতে থাকবে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, “আমরা দেখেছি গতকাল অনাকাঙ্ক্ষিতভাবে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকেরা যানযটের কারণে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি। এজন্য আজ স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সহায়তায় সার্বিক ট্রাফিক সুশৃঙ্খলভাবে চলছে।”

তিনি বলেন, “আজ কোন যানজট নেই। একইসঙ্গে ঢাকার আসাদগেট থেকে প্রতি ঘণ্টায় বিশ্ববিদ্যালয়ের বিশমাইল পর্যন্ত ডাবল ডেকার বাস সার্ভিস রয়েছে। এ ব্যাপারে আমরা শতভাগ সফল।”

ঢাকা/আহসান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ক ষ র য নজট ন

এছাড়াও পড়ুন:

শিবিরকর্মীকে জবাই করে হত্যাচেষ্টা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

সাতক্ষীরার কালিগঞ্জের নলতা এলাকার ইন্দ্রনগর গ্রামের শিবিরকর্মী সাইফুল ইসলামকে (১৭) জবাই করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার ছাত্রলীগ নেতা অমিত পাড়ের বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার রাতে কালিগজ্ঞ উপজেলার নলতা এলাকার ইন্দ্রনগর গ্রামের হুসাইনাবাদ জামে মসজিদের পাশে ঘটে।

আহত সাইফুলকে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় নলতা হাসপাতালে নিয়ে গেলে  সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার শিকার সাইফুল ইসলাম একই এলাকার আব্দুল মালেকের ছেলে। অভিযুক্ত যুবক একই এলাকার আওয়ামী গীগ নেতা রেজাউল পাড়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান জানান, ইন্দ্রনগর গ্রামের আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম পাড়ের ছেলে অমিত পাড় মাদকাসক্ত হয়ে রাতে সাইফুল ইসলাম নামের এক শিবিরকর্মীকে হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে জবাই করে হত্যার চেষ্টা কর। সাইফুলের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে অমিত পালিয়ে যায়।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ শাসনামলে রেজাউল পাড়ের বড় ছেলে জনি পাড় ও ছোট ছেলে অমিত পাড় এলাকায় চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসীকে অতিষ্ঠ করে তোলে। আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকায় এলাকার লোকজন তাদের কিছু বলতে সাহস পেত না। বর্তমানেও তারা সেই অভ্যাস চালু রেখেছে। 

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে এক নারীকে আটক করা হয়েছে, তবে মূল অভিযুক্ত পালিয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • শিবিরকর্মীকে জবাই করে হত্যাচেষ্টা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে