সীমান্তে বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন, বিজিবির প্রতিবাদ
Published: 10th, February 2025 GMT
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানী সীমান্তের শূন্য রেখায় সিসি ক্যামেরা স্থাপন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার রাতে তারা এই সিসি ক্যামেরা লাগিয়েছে বলে জানায় এলাকাবাসী। এর প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা যায়, উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯ এস এর ৯৭৮ নম্বর সীমানা পিলারের পাশে শূন্য রেখার একটি ইউক্লিপটাস গাছে রোববার রাতে বাংলাদেশের দিকে তাক করে একটি সিসি ক্যামেরা স্থাপন করে বিএসএফের ছোট গাড়ল ঝড়া ক্যাম্পের সদস্যরা। সোমবার সকালে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানায়। পরে বিজিবি বিএসএফকে ডেকে এর কড়া প্রতিবাদ জানায় এবং সিসি ক্যামেরা অপসারণ করতে বলেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ নিয়ে বিজিবি–বিএসএফের মধ্যে একাধিক আলোচনা হলেও ক্যামেরা খুলে নিয়ে যায়নি বিএসএফ।
স্থানীয়রা জানান, দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারী সীমান্তে স্থাপিত আলোচিত দুই দেশের একটি মসজিদ পুনর্নির্মাণ চলছে। এর সন্নিকটে বিএসএফ রাতের অন্ধকারে সিসি ক্যামেরা স্থাপন করায় আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি।
মসজিদের মোয়াজ্জিন আলমগীর হোসেন জানান, আমাদের পূর্বপুরুষদের স্থাপিত এই মসজিদটিতে ভারত–বাংলাদেশের মানুষ একসঙ্গে নামাজ পড়ি। দেশভাগের সময় গ্রামের মাঝ দিয়ে সীমান্ত রেখা টানা হলেও একে ঘিরে আমাদের সম্পর্ক আজও ভাগ হয়নি। তখন থেকে আমরা এখনও একসঙ্গে এ মসজিদে নামাজ পড়ি। এটি পুরাতন হলে নতুন করে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এতে বিএসএফ বাধা দেয়। তাদের বাধায় দুই বছর ধরে মসজিদের কাজ বন্ধ রয়েছে। এবার রাতের অন্ধকারে তারা সিসি ক্যামেরা লাগিয়ে গেছে। এতে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিজিবিকে ক্যামেরা খুলে নিয়ে যেতে বললেও তারা তা করেনি।
কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লে.
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এসএফ ব এসএফ র মসজ দ
এছাড়াও পড়ুন:
তিন কন্যাকে নিয়ে ডলি সায়ন্তনীর গান
আবার ডলি সায়ন্তনীর গানে দেখা মিলল তাঁর তিন কন্যা কথা, রিমঝিম ও ফাইজার। মা ও মেয়ে এই চার শিল্পীর সদ্য প্রকাশিত গানটির শিরোনাম ‘পারি না ভুলতে তোকে’ এসকে দ্বীপের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।
ফাইজান খানের পরিকল্পনায় মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আশিক মাহমুদ।
এ আয়োজন নিয়ে ডলি সায়ন্তনী বলেন, ‘সংগীত বলয়ের মাঝেই আমার তিন মেয়ের বেড়ে ওঠা। গানের চর্চাও ধরে রেখেছে ওরা। তারপরও কখনও ভাবেননি, আমার কোনো গানে ওদের সহশিল্পী হিসেবে পাব। মূলত আমার স্বামী ফাইজান খান পরামর্শ দিয়েছিল মেয়েদের সঙ্গে গান গাওয়ার। বলেছিল, আমরা একসঙ্গে গাইলে দারুণ কিছু হবে। তার পরিকল্পনা মূলত একসঙ্গে গান গাওয়া শুরু। গানটি শ্রোতাদের ভালো লাগলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হয়ে উঠবে বলে মনে করি।’
এদিকে ‘পারি না ভুলতে তোকে’র আগেই ডলি ও তাঁর তিন কন্যা কথা, রিমঝিম ও ফাইজা দর্শক-শ্রোতার মনোযোগ কেড়েছেন আরেকটি গানে একসঙ্গে অংশ নিয়ে। গানের শিরোনাম ‘কত রাত’।
এবার ঈদে ডলি সায়ন্তনীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। এর কথা লিখেছেন নূরুল ইসলাম। সুর করেছেন আশিকউজ্জামান টুলু। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আশিক মাহমুদ।
বৃহস্পতিবার রাতে ডলি সায়ন্তনীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানের ভিডিও প্রকাশ করা হয়েছে।