সীমান্তে বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন, বিজিবির প্রতিবাদ
Published: 10th, February 2025 GMT
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানী সীমান্তের শূন্য রেখায় সিসি ক্যামেরা স্থাপন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার রাতে তারা এই সিসি ক্যামেরা লাগিয়েছে বলে জানায় এলাকাবাসী। এর প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা যায়, উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯ এস এর ৯৭৮ নম্বর সীমানা পিলারের পাশে শূন্য রেখার একটি ইউক্লিপটাস গাছে রোববার রাতে বাংলাদেশের দিকে তাক করে একটি সিসি ক্যামেরা স্থাপন করে বিএসএফের ছোট গাড়ল ঝড়া ক্যাম্পের সদস্যরা। সোমবার সকালে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানায়। পরে বিজিবি বিএসএফকে ডেকে এর কড়া প্রতিবাদ জানায় এবং সিসি ক্যামেরা অপসারণ করতে বলেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ নিয়ে বিজিবি–বিএসএফের মধ্যে একাধিক আলোচনা হলেও ক্যামেরা খুলে নিয়ে যায়নি বিএসএফ।
স্থানীয়রা জানান, দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারী সীমান্তে স্থাপিত আলোচিত দুই দেশের একটি মসজিদ পুনর্নির্মাণ চলছে। এর সন্নিকটে বিএসএফ রাতের অন্ধকারে সিসি ক্যামেরা স্থাপন করায় আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি।
মসজিদের মোয়াজ্জিন আলমগীর হোসেন জানান, আমাদের পূর্বপুরুষদের স্থাপিত এই মসজিদটিতে ভারত–বাংলাদেশের মানুষ একসঙ্গে নামাজ পড়ি। দেশভাগের সময় গ্রামের মাঝ দিয়ে সীমান্ত রেখা টানা হলেও একে ঘিরে আমাদের সম্পর্ক আজও ভাগ হয়নি। তখন থেকে আমরা এখনও একসঙ্গে এ মসজিদে নামাজ পড়ি। এটি পুরাতন হলে নতুন করে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এতে বিএসএফ বাধা দেয়। তাদের বাধায় দুই বছর ধরে মসজিদের কাজ বন্ধ রয়েছে। এবার রাতের অন্ধকারে তারা সিসি ক্যামেরা লাগিয়ে গেছে। এতে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিজিবিকে ক্যামেরা খুলে নিয়ে যেতে বললেও তারা তা করেনি।
কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লে.
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এসএফ ব এসএফ র মসজ দ
এছাড়াও পড়ুন:
প্রসেনজিৎ-জিৎ একসঙ্গে, বাংলাদেশি দর্শকেরাও আগ্রহী সিরিজটি নিয়ে
গত সপ্তাহেই চলতি বছরের মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মের তালিকা প্রকাশ করেছে নেটফ্লিক্স ইন্ডিয়া। বেশ কয়েকটি প্রকল্পের টিজারও প্রকাশ করা হয়েছে। এর মধ্যে আছে নীরজ পান্ডের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর টিজারও, যা মুক্তির পর থেকেই আছে আলোচনায়। আজ বাংলাদেশ থেকে ইউটিউবের মুভিজ বিভাগে ট্রেন্ডিংয়ে দুইয়ে আছে সিরিজটির টিজার।
মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটিতে দেখা যাবে পশ্চিমবঙ্গের জনপ্রিয় দুই তারকা প্রসেনজিৎ চক্রবর্তী ও জিৎকে। এ দুই তারকার অনেক ভক্ত আছেন বাংলাদেশেও। সে কারণেই হয়তো সিরিজটি নিয়ে তাঁরা এত আগ্রহ দেখিয়েছেন।
‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর দৃশ্য। নেটফ্লিক্স