জাতীয় পার্টির চেয়ারম্য্যান জিএম কাদের অভিযোগ করেছেন, অপারেশন ডেভিল হান্টের নামে ঢালাওভাবে বিরোধীমত দমন করা হচ্ছে এবং গায়েবি মামলা দেওয়া হচ্ছে ।

সোমবার জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব খন্দকার দেলোয়ার জালালীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়েছে।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, “জাতীয় পার্টির ওপর জুলুম-নির্যাতন চলছে। নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। গ্রেপ্তার করা ব্যক্তিদের জামিন দেওয়া হচ্ছে না।”

রাজনৈতিক কর্মসূচি পালনেও বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয় বিবৃতিতে।

এসব ঘটনার নিন্দা জানিয়ে হয়রানি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি।

ঢাকা/হাসান/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সার্টিফিকেশন বোর্ড কী করছে

সাড়ে চার মাসে সাড়ে তিন শর বেশি সিনেমাকে সার্টিফিকেশন সনদ দিয়েছে বোর্ড। এর মধ্যে ‘ভয়াল’, ‘বলী’, ‘দরদ’, ‘চাঁদের অমাবস্যা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘প্রিয় মালতী’র মতো সিনেমা যেমন আছে, তেমনি রয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দুই শতাধিক চলচ্চিত্র ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া হলিউডের চলচ্চিত্র।

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার। ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩’-এর ৩-এর উপধারা (১) অনুসারে গঠিত হয়েছে এই বোর্ড।

বোর্ডের প্রধান কাজ ছবির রেটিং দেওয়া। কোন ছবি কোন বয়সের দর্শকের জন্য উপযোগী, নির্ধারণ করে বোর্ড। আর এই রেটিং প্রদানের জন্য জরুরি বিধিমালা। কিন্তু বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি, প্রস্তাব আকারে রয়েছে। কেউ কেউ তাই প্রশ্ন তুলেছেন, বিধিমালা ছাড়াই সাড়ে চার মাস ধরে সার্টিফিকেশন বোর্ড কীভাবে কাজ করছে?

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার

সম্পর্কিত নিবন্ধ