সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কমে এখন দুই হাজার ৭৩৮ মার্কিন ডলার বা ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা। সাময়িক হিসাব থেকে মাথাপিছু আয় কমেছে ৪৬ ডলার। সাময়িক হিসাবে মাথাপিছু আয় ছিল দুই হাজার ৭৮৪ ডলার।
২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে সোমবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বিবিএস জানায়, সাময়িক হিসাব অনুযায়ী টাকার অঙ্কও কমেছে। কারণ টাকার অঙ্কে প্রাক্কলন করা হয়েছিল ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা। কয়েক বছর ধরে কমছে মাথাপিছু আয়। ২০২১-২২ সালে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার, ২০২১-২৩ অর্থবছরে ছিল ২ হাজার ৭৪৯ ডলার।
এএ
.উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা আজ
চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা হবে আজ সোমবার। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে দুপুর ৩টায় গভর্নর ড. আহসান এইচ মনসুর জানুয়ারি-জুন সময়ের জন্য আগাম মুদ্রানীতি ঘোষণা করবেন।
এর আগে সকালে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। জানা গেছে, নতুন মুদ্রানীতিতে নীতি সুদহার বাড়ানোর আলোচনা থাকলেও আপাতত তা অপরিবর্তিত থাকছে। বিনিময় হার ব্যবস্থায়ও বড় কোনো পরিবর্তন আসছে না।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, মূল্যস্ফীতি কমানোকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার। বছরের প্রথম মাস জানুয়ারিতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৯৪ শতাংশে নেমেছে। আগের মাস শেষে যা ১০ দশমিক ৮৯ শতাংশ ছিল। যে কারণে আপাতত নীতি সুদহার আর বাড়ছে না। তবে শিগগির তা কমানোও হবে না। আবার গত ডিসেম্বর মাসে বহির্বিশ্বের সঙ্গে বৈদেশিক মুদ্রার লেনদেন ভারসাম্যে বড় ধরনের উন্নতি হয়েছে।
চলতি হিসাব ও আর্থিক হিসাবে উদ্বৃত্ত হয়েছে। দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে স্থিতিশীল আছে। অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর নীতির কারণে ডলারের দরও ১২২ থেকে ১২৪ টাকায় স্থিতিশীল আছে। এসব কারণে কেন্দ্রীয় ব্যাংক আপতত বড় কোনো পরিবর্তনে দিকে যাবে না। মূল্যস্ফীতি আরও কমতে শুরু করলে বিনিয়োগ উৎসাহিত করতে ধীরে ধীরে নীতি সুদহার কমিয়ে আনা হবে। এর আগ পর্যন্ত তা অপরিবর্তিত থাকবে।