ত্রিদেশীয় সিরিজে নিউ জিল্যান্ডের বিপক্ষে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি, ২০২৫) অভিষেক হয় দক্ষিণ আফ্রিকার তরুণ তুর্কি ম্যাথিউ ব্রিটজকের। লাহোরে অভিষেক ম্যাচেই ১৫০ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। তাতেই গড়েন ইতিহাস, হয় বিশ্বরেকর্ড। তার আগে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোনো ব্যাটসম্যান অভিষেক ম্যাচে ১৫০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি।

তার ৪৭ বছর আগে অর্থাৎ ১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্স অস্ট্রেলিয়ার বিপক্ষে তার অভিষেক ম্যাচে করেছিলেন ১৪৮ রান। সেটাই ছিল এতোদিন অভিষেকে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে কলিন ইনগ্রাম ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকে করেছিলেন ১২৪ রান। সেটা ছিল প্রোটিয়া কোনো ক্রিকেটারের অভিষেকে সর্বোচ্চ রান। আজ সবাইকে পেছনে ফেলে ব্রিটজকে করলেন ১৫০, গড়লেন ইতিহাস। তার েইনিংসে ১১টি চারের পাশাপাশি ৫টি ছক্কার মারও ছিল।

আরো পড়ুন:

পাওয়ার প্লে’তে ৯৫ রান তুলে ভারতের রেকর্ড

আমি ন্যাচারালি এভাবেই খেলি- ২৯ ছক্কার রহস্য নিয়ে তানজিদ

তার ১৫০ রানের ইনিংসে ভর করে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩০৪ রানের লড়াকু পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। ব্রিটজকের বাইরে উইয়ান মুল্ডার করেন ৬৪ রান। এছাড়া জ্যাসন স্মিথ ৪১ ও টেম্বা বাভুমা করেন ২০ রান।

ইনিংস শেষে ব্রিটজকে বলেছেন, ‘‘আমি আসলে রেকর্ড সম্পর্কে এখনও জানি না। আমি কিছুটা ক্লান্ত ছিলাম। পিচ কিছুটা স্লো ছিল এবং নিউ জিল্যান্ডের উইলিয়াম ও’রুরকেকে মোকাবিলা করা বেশ কঠিন ছিল। আমার লক্ষ্য ছিল যতোক্ষণ সম্ভব ব্যাট করে যাওয়া এবং শেষ দিকে গিয়ে সুযোগ নেওয়া।’’

এদিন ব্রিটজকে ৪৬ ওভার পর্যন্ত ব্যাটিং করেন। এর আগে ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার হয়ে ১০টি টি-টোয়েন্টি ও একটি মাত্র টেস্ট খেলেছিলেন। আজ ওয়ানডে অভিষেকে নিজেকে দারুণভাবে জানান দিলেন বিশ্বমঞ্চে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট র কর ড র কর ড

এছাড়াও পড়ুন:

ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবক আমিরুল মৃধাকে (৩২) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আমিরুল ফরিদপুরের বোয়ালমারী উপজেলার খরসূতি গ্রামের মৃত আনোয়ার মৃধার ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৯ জুন ফরিদপুর পৌরসভার কমলাপুর পিয়ন কলোনিতে ধর্ষণের শিকার হয় শিশুটি। ওই দিন শিশুটি স্কুল থেকে বাসায় ফেরার পর তার মামার দোকানে চিপস কেনার জন্য যায়। ওই সময় আমিরুল দোকানে উপস্থিত ছিলেন। তিনি শিশুটিকে কলোনির একটি হোস্টেলের পিছনের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে শিশুটির মা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং মামলা করেন। 

এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আইনজীবী গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট। এই মামলা একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে ধর্ষকদের জন্য। 

সম্পর্কিত নিবন্ধ