আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল আগেই ঘোষণা করা হয়েছে। তবে সেই দলে জায়গা হয়নি উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের। দীর্ঘদিন সাদা বলের ক্রিকেটে অফ ফর্মে থাকার কারণে নির্বাচকদের বিবেচনায় আসেননি তিনি। তবে দল ঘোষণার পর বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন লিটন, খেলেছেন একাধিক ঝড়ো ইনিংসসহ দুর্দান্ত একটি সেঞ্চুরি।

বিপিএলে দুর্দান্ত ফর্ম দেখানোর পর লিটনের দলে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। এ বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। তিনি জানান, লিটন নিজেও বুঝতে পেরেছেন কেন তাকে দলে রাখা হয়নি।

সিমন্স বলেন, 'আমার লিটনের সঙ্গে কথা হয়েছে। যখন দল ঘোষণা করা হয়, তখন প্লেয়ার হিসেবে নিজেকে না দেখে সে নিশ্চয়ই হতাশ হয়েছিল। তবে আমি জানি, সে কঠোর পরিশ্রম করছে এবং ব্যাটিং নিয়ে কাজ করছে। বিপিএলে তার ফর্ম কিছুটা ফিরে এসেছে।'

লিটন নিজেও জানেন যে তিনি অফ ফর্মের কারণেই দল থেকে বাদ পড়েছেন, এমনটাই জানিয়ে সিমন্স আরও বলেন, 'তার মতো প্লেয়ার আমরা অবশ্যই মিস করব। কিন্তু একইসাথে, সে নিজেও স্বীকার করে নিয়েছে যে, সে ব্যাট হাতে রান পাচ্ছে না দেখেই তাকে স্কোয়াডে রাখা হয়নি। কিন্তু আমি একটা কথা বলতে চাই, লিটন ফিরে আসার জন্য অনেক পরিশ্রম করছে।'

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল টন দ স ফ ল স মন স স মন স

এছাড়াও পড়ুন:

সার্টিফিকেশন বোর্ড কী করছে

সাড়ে চার মাসে সাড়ে তিন শর বেশি সিনেমাকে সার্টিফিকেশন সনদ দিয়েছে বোর্ড। এর মধ্যে ‘ভয়াল’, ‘বলী’, ‘দরদ’, ‘চাঁদের অমাবস্যা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘প্রিয় মালতী’র মতো সিনেমা যেমন আছে, তেমনি রয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দুই শতাধিক চলচ্চিত্র ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া হলিউডের চলচ্চিত্র।

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার। ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩’-এর ৩-এর উপধারা (১) অনুসারে গঠিত হয়েছে এই বোর্ড।

বোর্ডের প্রধান কাজ ছবির রেটিং দেওয়া। কোন ছবি কোন বয়সের দর্শকের জন্য উপযোগী, নির্ধারণ করে বোর্ড। আর এই রেটিং প্রদানের জন্য জরুরি বিধিমালা। কিন্তু বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি, প্রস্তাব আকারে রয়েছে। কেউ কেউ তাই প্রশ্ন তুলেছেন, বিধিমালা ছাড়াই সাড়ে চার মাস ধরে সার্টিফিকেশন বোর্ড কীভাবে কাজ করছে?

২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে সরকার

সম্পর্কিত নিবন্ধ