আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল আগেই ঘোষণা করা হয়েছে। তবে সেই দলে জায়গা হয়নি উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের। দীর্ঘদিন সাদা বলের ক্রিকেটে অফ ফর্মে থাকার কারণে নির্বাচকদের বিবেচনায় আসেননি তিনি। তবে দল ঘোষণার পর বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন লিটন, খেলেছেন একাধিক ঝড়ো ইনিংসসহ দুর্দান্ত একটি সেঞ্চুরি।

বিপিএলে দুর্দান্ত ফর্ম দেখানোর পর লিটনের দলে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। এ বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। তিনি জানান, লিটন নিজেও বুঝতে পেরেছেন কেন তাকে দলে রাখা হয়নি।

সিমন্স বলেন, 'আমার লিটনের সঙ্গে কথা হয়েছে। যখন দল ঘোষণা করা হয়, তখন প্লেয়ার হিসেবে নিজেকে না দেখে সে নিশ্চয়ই হতাশ হয়েছিল। তবে আমি জানি, সে কঠোর পরিশ্রম করছে এবং ব্যাটিং নিয়ে কাজ করছে। বিপিএলে তার ফর্ম কিছুটা ফিরে এসেছে।'

লিটন নিজেও জানেন যে তিনি অফ ফর্মের কারণেই দল থেকে বাদ পড়েছেন, এমনটাই জানিয়ে সিমন্স আরও বলেন, 'তার মতো প্লেয়ার আমরা অবশ্যই মিস করব। কিন্তু একইসাথে, সে নিজেও স্বীকার করে নিয়েছে যে, সে ব্যাট হাতে রান পাচ্ছে না দেখেই তাকে স্কোয়াডে রাখা হয়নি। কিন্তু আমি একটা কথা বলতে চাই, লিটন ফিরে আসার জন্য অনেক পরিশ্রম করছে।'

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল টন দ স ফ ল স মন স স মন স

এছাড়াও পড়ুন:

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

ছবি: ফেসবুক থেকে নেওয়া

সম্পর্কিত নিবন্ধ